CT 2025: ভারত-পাক দড়ি-টানাটানিতে মাসখানেক আগেও বিশ বাঁও জলে পড়েছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। শেষমেশ দীর্ঘ আলাপ-আলোচনার পর মিলেছে সমাধানসূত্র। পাকিস্তানে নয়, দুবাইতে ম্যাচ খেলার শর্তে রাজী হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। অদূর ভবিষ্যতে ভারতে না আসার শর্ত দিয়েছে পাকিস্তান’ও। পিসিবি’র কাছে বড় চ্যালেঞ্জ এখন নির্দিষ্ট সময়ের মধ্যে লাহোর-রাওয়ালপিণ্ডি ও করাচীর স্টেডিয়ামের কাজ শেষ করা। আইসিসি’র পরিদর্শনের আগে যদি মাঠের পরিকাঠামো নির্মাণের কাজ শেষ না হয় তাহলে সম্পূর্ণ টুর্নামেন্ট দুবাইতে সরে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। তা এড়াতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। এই আবহেই নয়া সমস্যার মুখে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ভারত-পাক নয়, এবার আফগানিস্তানের সাথে দ্বন্দ্বে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বয়কটের হুমকিতে প্রশ্নের মুখে আইসিসি প্রতিযোগিতা।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক শিবিরে ফিরছেন ‘ভারতের ত্রাস’, মাঠে নামার আগে চাপ বাড়লো রোহিতদের উপর !!
বয়কটের পথে হাঁটবে দক্ষিণ আফ্রিকা ?
২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে ফেলার পর আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। তারপর থেকেই সেখানে নারী স্বাধীনতায় হস্তক্ষেপের একের পর এক খবর সামনে এসেছে। কেড়ে নেওয়া হয়েছে মহিলাদের মানবাধিকার। চলছে শারীরিক ও মানসিক নির্যাতন। পরিবারের পুরুষ সদস্যেরা সাথে না থাকলে বাইরে বেরোনোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। স্কুল-কলেজের মত শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার বন্ধ হয়ে গিয়েছে মেয়েদের জন্য। কোনো রকম চাকরীতে মহিলাদের নিয়োগ’ও বন্ধ করে দেওয়া হয়েছে। এই আবহে অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন আফগানিস্তানের প্রায় ১ কোটি ৪২ লক্ষ নারী। একবিংশ শতকের পৃথিবীতে এহেন মধ্যযুগীয় নিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন নানা দেশের প্রগতিশীল মানুষজন।
ক্রিকেটকে করা হোক প্রতিবাদের হাতিয়ার, মনে করছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি (Gayton McKenzie)। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) গ্রুপ-বি’তে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাথেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২১ ফেব্রুয়ারি করাচীতে রশিদ খান (Rashid Khan), আজমাতুল্লাহ ওমরজাইদের মুখোমুখি হওয়ার কথা প্রোটিয়া শিবিরের। আফগান নারী ও শিশুকন্যাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এই ম্যাচ দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী এই ম্যাচ বয়কটের প্রস্তাব দিয়েছেন সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার (CSA) কাছে। এর আগে মানবাধিকার লঙ্ঘনের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছিলো অস্ট্রেলিয়া। কিন্তু আইসিসি প্রতিযোগিতাতে ম্যাচ বয়কট করে নি তারাও। দক্ষিণ আফ্রিকা শেষমেশ কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে সকলে।
একই দাবী উঠেছে ইংল্যান্ডেও-
কেবল দক্ষিণ আফ্রিকা নয়, আফগানিস্তানকে বয়কটের দাবী উঠেছে ইংল্যান্ডেও। সে দেশের ১৬০ জন প্রখ্যাত রাজনীতিবিদের সই করা একটি চিঠি পাঠানো হয়েছে ইসিবি’র সিইও রিচার্ড গুল্ডের (Richard Gould) কাছে। ২৬ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করে এই ম্যাচ বয়কট করুন জো রুট, জস বাটলাররা(Jos Buttler), রাখা হয়েছে প্রস্তাব। মার্কিন টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা’ও (Martina Navratilova) সম্প্রতি একটি ট্যুইটে আফগান ক্রিকেট দল’কে বয়কটের আহ্বান জানিয়েছেন। তবে ওয়াকিবহাল মহল মনে করছে যে আদতে আইসিসি টুর্নামেন্টে আফগানদের বয়কট করা সম্ভব নয় ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার পক্ষে। মাঠে না নেমেই পয়েন্ট প্রতিপক্ষের হাতে তুলে দিলে সমস্যা হতে পারে সেমিফাইনালে পা রাখার ক্ষেত্রে।
দেখুন নাভ্রাতিলোভার ট্যুইট-
Taliban men are evil. I will keep saying it because it’s true. And boycott the damn cricket team!!!! https://t.co/HUgNZnaKYH
— Martina Navratilova (@Martina) January 3, 2025