CT 2025

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালে টসে জিতে প্রথম ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। ভারতীয় স্পিনের বিপক্ষে বিশেষ সুবিধা করতে পারেন নি কেন উইলিয়ামসন, টম ল্যাথামরা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫১ করেই থামতে হয়েছে তাদের। দুবাইয়ের মন্থর, ঘূর্ণি পিচে ২৫২-এর লক্ষ্য কম নয়, ইনিংসের বিরতিতে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু রান তাড়া করতে নেমে সেইসব মতবাদ যেন ফুৎকারে উড়িয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) বিগত ম্যাচগুলিতে দ্রুত গতিতে শুরু করেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেন নি তিনি। দলকে ফাইনালে তুলেও ব্যাটিং ব্যর্থতার জন্য সমালোচিত হতে হয়েছিলো। আজ খেতাবী দ্বৈরথে ফের হিটম্যান অবতার ধারণ করেছেন তিনি। ঝড়ের গতিতে পেরিয়েছেন অর্ধশতকের গণ্ডী। এখনও অবধি থামার কোনো ইঙ্গিত নেই তাঁর ব্যাটে।

Read More: “শিরোপা জিতেই ফিরে এসো…” চ্যাম্পিয়ন্স ট্রফি সুনিশ্চিত করতে ভারতের টার্গেট ২৫২, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

২০২৩-এর বিশ্বকাপ থেকেই ‘ইনটেন্ট’কে বাড়তি গুরুত্ব দিচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম দশ ওভারের পাওয়ার-প্লে’তে ফিল্ডিং-এর যে বিধিনিষেধ থাকে, তা ব্যবহার করে দ্রুত গতিতে রান তোলার দিকেই নজর দিচ্ছেন তিনি। ধুন্ধুমার ক্রিকেট খেলতে গিয়ে সবসময় যে সফল হয়েছেন তা নিয়, কিন্তু নিজের অবস্থান থেকে সরে আসেন নি টিম ইন্ডিয়ার অধিনায়ক। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালেও নিজের সেই ‘ইনটেন্ট’ ধরে রাখলেন তিনি। প্রথম ওভারের দ্বিতীয় বলেই হাঁকান গগনচুম্বী ছক্কা। এরপরেও নিয়মিত আক্রমণ শানিয়ে উইলিয়াম ও’রোর্ক, নাথান স্মিথ, কাইল জেমিসনদের বিরুদ্ধে শুরুতেই প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। একাদশতম ওভারের প্রথম বলে প্রতিপক্ষ অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে সিঙ্গল নিয়ে সম্পূর্ণ করেন চলতি টুর্নামেন্টে তাঁর প্রথম অর্ধশতক। মাত্র ৪১ বল খেলেই ছুঁয়ে ফেলেন মাইলস্টোন।

রোহিতের (Rohit Sharma) ব্যাটিং বিক্রমে মোহিত নেটনাগরিকেরা। ট্যুইটারের দেওয়াল ভরেছে শুভেচ্ছাবার্তায়। চলতে থাকুন হিটম্যান হারিকেন, প্রার্থনা অনুরাগীদের। ‘কেন ও সেরা অধিনায়ক, আজ ব্যাট হাতে বুঝিয়ে দিলো আরও একবার,’ লিখেছেন এক ক্রিকেটপ্রেমী। ‘যখন রোহিত ফর্মে থাকে তখন অন্য সবাইকে দেখে ফিকে মনে হয়,’ তারিফ করেছেন আরও এক নেটিজেন। ‘টি-২০ বিশ্বকাপ জিতেছিলো গত বছরের জুনে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে মাঠ ছাড়বেন হিটম্যান,’ দেওয়াললিখন যেন পড়তে পারছেন আরও একজন। ইতিমধ্যেই ৩৮ ছুঁয়েছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর অবসর নিতে পারেন, গুঞ্জন রয়েছেই। যদি সরেও দাঁড়ান, তাহলে শেষটা অন্তত স্মরণীয় হয়ে থাকবে, আজকের ইনিংসের পর সে বিষয়ে একমত সকলকেই। তবে ২০২৭-এর বিশ্বকাপ অবধি জাতীয় দলের জার্সি গায়ে চাপান তিনি, আবদার করেছেন কেউ কেউ।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 IND vs NZ: স্পিনের ফাঁসে বন্দী কিউই শিবির, চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ভারতের প্রয়োজন ২৫২ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *