ct-2025-rauf-rizwan-on-match-vs-india

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে ভারত ও পাকিস্তান রয়েছে সম্পূর্ণ বিপরীত দুই মেরুতে। করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের (CT 2025) উদ্বোধনী ম্যাচেই লজ্জার হারের সম্মুখীন হয়েছে পাক শিবির। নিউজিল্যান্ডের তোলা ৩২০-এর জবাবে ব্যাট করতে নেমে তারা গুটিয়ে গিয়েছে ২৬০ রানেই। মন্থর ইনিংস খেলে সমালোচনার মুখে পড়েছেন বাবর আজম। সমালোচিত বোলিং বিভাগও। অন্যদিকে ভারত অভিযান শুরু করেছে বাংলাদেশকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে। দুবাইতে পাঁচ উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। শতরানের আলোয় উজ্জ্বল শুভমান গিল’ও (Shubman Gill)। রবিবার মুখোমুখি হওয়ার কথা উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। এই আবহে নিজেদের চাপমুক্ত রাখতে মরিয়া পাক শিবির। আগামীকালের মহারণ’কে বাড়তি গুরুত্ব দিতে নারাজ চ্যাম্পিয়ন্স ট্রফির ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’রা।

Read More: বাদ পড়ছেন হার্দিক পান্ডিয়া, পাকিস্তানের বিরুদ্ধে ‘Wild Card’ এন্ট্রি হলো শার্দূল ঠাকুরের !!

ভারতকে নিয়ে চিন্তিত নয় পাকিস্তান-

Muhammad Rizwan | CT 2025 | Image: Getty Images
Muhammad Rizwan | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রথম ম্যাচে হেরে রীতিমত বিপর্যয়ের সম্মুখীন পাকিস্তান দল। রবিবার ভারতের বিরুদ্ধেও যদি হারতে হয় তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে বাবর আজমদের। গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারে নি পাক শিবির। ফের একই দুর্দশার সম্মুখীন হলে সমালোচনা যে ধেয়ে আসবে তা বিলক্ষণ জানেন ক্রিকেটাররা। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেলেও নিজেদের শান্ত রাখার চেষ্টায় তাঁরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধিনায়ক মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan) জানিয়েছেন, “ভারতের বিরুদ্ধে ম্যাচটি আমাদের কাছে আর পাঁচটা সাধারণ ম্যাচের মতই।” একই সুর শোনা গিয়েছে ফাস্ট বোলার হারিস রউফের (Haris Rauf) গলাতেও। তাঁরও দাবী, “এটা একটা সাধারণ ম্যাচ। ভারতের বিরুদ্ধে নামার আগে আমাদের খেলোয়াড়রা একেবারেই ফুরফুরে মেজাজে রয়েছেন।”

রিজওয়ান বা হারিস (Haris Rauf) মুখে যাই বলুন না কেন আদতে যে ম্যাচ ঘিরে যথেষ্ট উত্তাপ রয়েছে তা বলাই বাহুল্য। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে যে এগিয়ে ভারতই। ২০২২-এর টি-২০ বিশ্বকাপে তারা হারিয়েছে পাকিস্তানকে। ২০২৩-এর এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপেও ‘মেন ইন ব্লু’র বিরুদ্ধে ধরাশায়ী হয়েছে পাক শিবির। একই ছবি দেখা গিয়েছে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপেও। তবে রিজওয়ানরা আত্মবিশ্বাস পেতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান থেকে। এই টুর্নামেন্টে ৫ সাক্ষাতে ৩-২ ফলে এগিয়ে পাকিস্তানই। এমনকি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2017) ফাইনালে বেশ অপ্রত্যাশিত ভাবেই ১৮০ রানের বিশাল ব্যবধানে টিম ইন্ডিয়াকে হারিয়ে ট্রফি জিতেছিলো তারা। আট বছর আগেকার ফলাফল ফেরানোর লক্ষ্য নিয়েই রবিবার মধ্যপ্রাচ্যের মাঠে নামতে দেখা যাবে সবুজ জার্সিধারীদের।

বাদ ফখর, বিকল্প হচ্ছেন ইমাম-

Fakhar Zaman | Image: Twitter
Fakhar Zaman | CT 2025 | Image: Twitter

ভারতের বিরুদ্ধে নামার আগে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় আহত হয়েছেন ফখর জামান (Fakhar Zaman)। প্রায় দুই ঘন্টা মাঠের বাইরে থাকার জন্য ওপেনিং-ও করতে পারেন নি। শেষমেশ চার নম্বরে নেমে ৪১ বলে করেন ২৪ রান। চিকিৎসকেরা তাঁর স্ক্যান রিপোর্ট খতিয়ে দেখে চ্যাম্পিয়ন্স ট্রফি’র (CT 2025) বাকি ম্যাচগুলি থেকে তাঁকে সরে দাঁড়ানোরই পরামর্শ দিয়েছেন। তরুণ তুর্কি সাইম আইয়ুব (Saim Ayub) গোড়ালির চোটে ছিটকে যাওয়ায় পাক স্কোয়াডে ফিরেছিলেন ফখর। এবার তিনিও চোট পাওয়ায় ঘোর সমস্যায় দল। কার্যত বাধ্য হয়েই তড়িঘড়ি বদলি হিসেবে ইমাম-উল-হক-এর নাম ঘোষণা করেছেন নির্বাচকেরা। ভারতের বিরুদ্ধে সম্ভবত বাবর আজমের সাথে ওপেন’ও করবেন তিনি। ২০২৩ বিশ্বকাপের পর থেকে ওয়ান ডে ক্রিকেট খেলেন নি ইমাম (Imam-ul-Haq)। হঠাৎ পাওয়া সুযোগের সদ্ব্যবহার করতে পারেন কিনা নজর থাকবে সেদিকে।

Also Read: CT 2025: করাচীর মাঠে উড়লো ভারতের পতাকা, দুই দিনেই অবস্থান বদল পাকিস্তানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *