ct-2025-raina-pietersen-pick-top-four

CT 2025: আট বছরের বিরতির পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালের ফাইনালে ইংল্যান্ডের মাঠে কার্যত ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েই খেতাব ছিনিয়ে নিয়েছিলো পাকিস্তান। এবার তারাই রয়েছে আয়োজনের দায়িত্বে। করাচী, লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) অধিকাংশ ম্যাচ। কেবল ভারতের খেলাগুলি হবে দুবাইতে। ঘরের মাঠে ২০১৭-এর সাফল্যের পুনরাবৃত্তি করতে সক্ষম হয় পাক বাহিনী নাকি এবার বাজিমাত করে অন্য কোন শিবির? আপাতত ব্যাট-বলের দ্বৈরথ শুরুর আগে এই প্রশ্নেরই জবাবের সন্ধানে ক্রিকেটদুনিয়া। অংশগ্রহণকারী আট দলের শক্তি দুর্বলতার নিয়ে কাটাছেঁড়া চলছে গত কয়েক দিন ধরেই। সম্প্রতি স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে থাকা তিনি তারকা সুরেশ রায়না (Suresh Raina), কেভিন পিটারসেন (Kevin Pietersen) ও মুরলী বিজয়’কে অনুরোধ করা হয়েছিলো সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট বেছে নিতে। নির্দ্বিধায় নিজেদের পছন্দ জানিয়েছেন তাঁরা।

Read More: রাঁধুনি না নিয়ে গিয়েও পছন্দের খাবার খেলেন বিরাট, ভাঙলেন বিসিসিআইয়ের নিয়মাবলী !!

সেমিফাইনালে কারা? বাছলেন রায়না-কে পি-

Suresh Raina | CT 2025 | Image: Twitter
Suresh Raina | Image: Twitter

মোট আটটি দল অংশ নিচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)। তাদের ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। গ্রুপ-এ’তে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সাথে রয়েছে নিউজিল্যান্ড। এছাড়া গ্রুপ-বি’তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটি দল পা রাখবে শেষ চারের যুদ্ধে। ৪ ও ৫ তারিখ রয়েছে সেমিফাইনাল দু’টি। আর ৯ তারিখ রয়েছে ফাইনাল। ভারতীয় প্রাক্তনী মুরলী বিজয়ের (Murali Vijay) মতে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর বি গ্রুপ থেকে বাজিমাত করবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড কিংবদন্তি কেভিন পিটারসেন (Kevin Pietersen) বাজি ধরেছেন নিজের দেশের উপর। তাঁর মতে গ্রুপ বি থেকে শেষ চারে পৌঁছবে অস্ট্রেলিয়াও। গ্রুপ-এ থেকে বেছে নিয়েছেন ভারত ও পাকিস্তানকে।

সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকায় চমক রেখেছেন সুরেশ রায়না (Suresh Raina)। তিনি আফগানিস্তানকে সামিল করেছেন শেষ চারের দৌড়ে। মাসখানেক আগে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন রশিদ খান, মহম্মদ নবিরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবেন তাঁরা? উত্তর মিলবে আর কয়েক দিনের মধ্যেই। ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকেও সেমিফাইনালে দেখছেন তিনি। তবে হিসেবে খানিক ভুল হয়েছে রায়নার। আইসিসি’র ফর্ম্যাট অনুযায়ী প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল শেষ চারে যাবে। ভারতীয় প্রাক্তনী গ্রুপ-এ থেকে কেবল ভারতকে রেখেছেন সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায়। বাকি তিনটি দলই গ্রুপ-বি’র। যা বাস্তবে সম্ভব নয়। দিনকয়েক আগে একটি ইউটিউব ভিডিওতে নিজের পছন্দের শেষ চার বাছতে গিয়ে একই ভুল করেছিলেন হরভজন সিং’ও (Harbhajan Singh)।

আজ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি-

Champions Trophy | Image: Getty Trophy
Champions Trophy | Image: Getty Trophy

ভেন্যু বিতর্কে একটা সময় অনিশ্চিত হয়ে পড়েছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ভবিষ্যৎ। মাঠের বাইরে কূটনৈতিক দড়ি-টানাটানিতে জড়িয়ে পড়েছিলো ভারত ও পাকিস্তান। শেষমেশ হাইব্রিড মডেলে সমাধানসূত্র খুঁজে বের করেছে আইসিসি। বহু টানাপোড়েনের পর আজ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি। ভারত মাঠে নামছে আগামীকাল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ তারিখ রোহিত শর্মা, বিরাট কোহলিরা মুখোমুখি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। এরপর বেশ কয়েক দিনের বিরতি পাচ্ছেন তাঁরা। ২ মার্চ শেষ গ্রুপ ম্যাচটি রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০০২ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ‘মেন ইন ব্লু।’ ২০২৫-এ যদি খেতাব জেতে তারা, তাহলে তৃতীয় ট্রফির মালিক হবে তারা। অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে এককভাবে সফলতম দলের মুকুটও অর্জন করবে ভারত।

Also Read: CT 2025: “শেষ চারে থাকছে ভারত-পাক…” ভবিষ্যদ্বাণী মাইকেল ক্লার্কের, মুখ খুললেন রোহিত শর্মাকে নিয়েও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *