CT 2025: ক্রিকেটারদের দাবীর কাছে মাথানত করলো BCCI, নয়া জট চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে !! 1

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে জট খোলার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না এখনও। আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার বলছে যে পাকিস্তানে হওয়ার কথা টুর্নামেন্ট। কিন্তু বেঁকে বসেছে ভারত (Team India)। প্রতিবেশী দেশের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলে ক্রিকেট তারকাকদের পাঠাতে রাজী নয় তারা। বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর’ও। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। মধ্যপ্রাচ্য বা শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলি খেলতে চেয়ে আইসিসি’র কাছে তদ্বির করেছে তারা। গত বছরের এশিয়া কাপের (Asia Cup 2023) ক্ষেত্রেও পাকিস্তানে খেলতে যেতে রাজী হয় নি টিম ইন্ডিয়া। দীর্ঘ আলাপ-আলোচনার পর হাইব্রিড মডেলে আস্থা রেখেছিলো এসিসি। এবার আদৌ কোনো সমাধানসূত্র মেলে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

Read More: “ওকে ছাড়া হবে না…” চ্যাম্পিয়ন্স ট্রফি’র জন্য ভারতের টিম কম্বিনেশন বাছলেন দীনেশ কার্তিক !!

ভারতের জন্য বিশেষ ব্যবস্থার আশ্বাস PCB-র-

Champions Trophy | CT 2025 | Image: Getty Images
Champions Trophy | Image: Getty Images

প্রস্তাবিত গ্রুপ বিন্যাস অনুযায়ী ভারত রয়েছে গ্রুপ-এ’তে। পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে ম্যাচ খেলার কথা তাদের। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য টিম ইন্ডিয়ার (Team India) জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রত্যেকটি ম্যাচই লাহোরে রাখতে রাজী তারা। যে খসড়া সূচি জমা করা হয়েছে তা অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দুটি সেমিফাইনাল করাচী ও রাওয়ালপিণ্ডীতে হওয়ার কথা। কিন্তু ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটিও লাহোরে স্থানান্তরিত করতে রাজী আছে পাকিস্তান। কিন্তু হাইব্রিড মডেলের দাবী যে কোনো ভাবেই মানতে তাঁরা রাজী নন, তা স্পষ্ট করেছেন পিসিবি প্রধান মহসীন নকভি।

ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য পাকিস্তানে পা রাখতে রাজী করানোর ভার আপাতত আইসিসি’র কাঁধেই ন্যস্ত করেছে পড়শি দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পিসিবি’র তরফে। সেখানে জানানো হয়েছে, “পিসিবি পাকিস্তানের তিনটি আইকনিক ভেন্যুতে বিশ্বমানের এক চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে বদ্ধপরিকর। আমাদের ক্রিকেট অনুরাগীদের এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য আমরা সংকল্পবদ্ধ। সেই কারণে ইতিমধ্যেই পিসিবি আইসিসি’র কাছে এক খসড়া সূচি জমা করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।”

বোর্ডের সুরেই সুর মেলালেন ক্রিকেটাররা-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

পাকিস্তানের আশ্বাস সত্ত্বেও ওয়াঘা সীমান্ত পেরিয়ে পড়শি দেশে ক্রিকেটারদের পাঠাতে রাজী নয় বোর্ড। তারা চাপ বাড়িয়ে যাচ্ছে আইসিসি’র উপর। হাইব্রিড মডেল অথবা সম্পূর্ণ টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরিয়ে দেওয়ার ব্যপারে সওয়াল করছে তারা। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের গোড়াতেই নতুন আইসিসি চেয়ারম্যান পদে বসতে চলেছেন জয় শাহ (Jay Shah)। তখন ভারতীয় বোর্ডের দাবী যে আরও জোরালো হবে তা বলাই বাহুল্য। দুই ক্রিকেটীয় মহাশক্তির দড়ি টানাটানিতে বিসিসিআই পাশে পাচ্ছে ক্রিকেটারদেরও। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ইতিমধ্যেই পাকিস্তান যেতে না চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছেন বেশ কয়েকজন সিনিয়র। যা আইসিসি’র বৈঠকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে বিসিসিআই।

Also Read: “এটা তুমি করতে পারো না…” অবসর নিলেন KL রাহুল, সমাজ মাধ্যম শুরু হলো চাঞ্চল্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *