ct-2025-no-india-flag-in-pak-stadiums

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) কেন্দ্র করে ভারত-পাক দ্বন্দ্ব বেড়েই চলেছে। ভেন্যু নিয়ে উপমহাদেশীয় দুই ক্রিকেট শক্তির কূটনৈতিক লড়াইতে অনিশ্চিত হয়ে পড়েছিলো গোটা টুর্নামেন্টের ভবিষ্যৎ। আইসিসি’র তরফে পাকিস্তানকে আয়োজনের দায়িত্ব দেওয়া হলেও পড়শি দেশে পা রাখতে রাজী হয় নি টিম ইন্ডিয়া। ক্রিকেটারদের যথেষ্ট নিরাপত্তা দেওয়া সম্ভব নয় পিসিবি’র পক্ষে, সওয়াল করেছিলো বিসিসিআই। লম্বা টানাপোড়েনের পর শেষমেশ হাইব্রিড মডেলে মেলে সমাধানসূত্র। ভারতীয় দলের ম্যাচগুলি স্থানান্তরিত করা হয় দুবাইতে। এরপরেও জার্সি নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হয়েছিলো মতবিরোধ। জার্সিতে নাকি ‘পাকিস্তান’ শব্দ লিখতে রাজী হয় নি টিম ইন্ডিয়া। যদিও পরে বিসিসিআই এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে। আগামী ১৯ তারিখ থেকে শেষমেশ শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। তার আগেও জাতীয় পতাকা নিয়ে তুঙ্গে উঠেছে ভারত-পাক চাপানউতোর।

Read More: CT 2025: “ভারত-পাক নিয়ে বাড়াবাড়ি হয়…” চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণের আগে বিস্ফোরক মন্তব্য হরভজন সিং-এর !!

কেন নেই ভারতীয় পতাকা? মিললো ব্যাখ্যা-

No Indian Flag in Karachi Stadium | CT 2025 | Image: Twitter
No Indian Flag in Karachi Stadium | Image: Twitter

গত কয়েক মাসে বিপুল অর্থ খরচ করে ঢেলে সাজানো হয়েছে লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডির মাঠের পরিকাঠামো। সংস্কারের পর করাচীর ন্যাশনাল স্টেডিয়ামের ছবি সামনে আসতেই শুরু হয়েছিলো বিতর্ক। দেখা গিয়েছিলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) অংশগ্রহণকারী সাত দেশের পতাকা সেখানে উড়লেও অনুপস্থিত ভারতীয় তিরঙ্গা। পিসিবি’র ‘অসৌজন্যে’ বেশ ক্ষুব্ধ হয়েছিলেন ক্রিকেটজনতা। প্রতিবাদের ঝড় আছড়ে সোশ্যাল মিডিয়ায়। চাপে পড়ে প্রথমে পাক বোর্ডের তরফে জানানো হয়েছিলো যে আইসিসি’র তরফে জানানো হয়েছে ম্যাচ চলাকালীন চারটি পতাকা থাকবে মাঠে। আইসিসি’র, আয়োজক পাকিস্তানের ও ম্যাচে অংশ নেওয়া দুই দেশের। কিন্তু সন্তোষজনক ছিলো না সেই ব্যাখ্যা। অন্য সব দেশের পতাকা থাকলেও সেক্ষেত্রে শুধু ভারতই কেন ব্রাত্য? রয়েই গিয়েছিলো প্রশ্ন।

পাকিস্তানে যাচ্ছে না টিম ইন্ডিয়া (Team India)। সেই কারনেই নাকি ওড়ানো হচ্ছে না তিরঙ্গা। এমনটাই ভারতীয় সংবাদমাধ্যম IANS-কে জানিয়েছে পিসিবির এক সূত্র। বলেছেন, “আপনারা জানেন যে ভারত ম্যাচ খেলতে পাকিস্তান আসছে না। করাচী, রাওয়ালপিন্ডি ও লাহোরের মাঠে যে দলগুলি খেলবে কেবলমাত্র তাদের পতাকা উড়িয়েই তাদের স্বাগত জানানো হয়েছে। আমার মনে হয় না এই বিষয়ে পিসিবির জবাবদিহি করার কোনো প্রয়োজন রয়েছে। এটা পরিষ্কার যে এই ধরণে ভুয়ো খবর ছড়িয়ে ভিত্তিহীন বিতর্ক তৈরি করা হচ্ছে আয়োজক হিসেবে পাকিস্তানকে কালিমালিপ্ত করার জন্য। পাকিস্তানের ভিন্ন ভিন্ন স্টেডিয়াম ভিন্ন ভিন্ন দেশের ম্যাচ আয়োজক করবে। সেখানে তাদের পতাকা ওড়ানো হচ্ছে।” পাক বোর্ড যতই বিতর্ক ঝেড়ে ফেলার চেষ্টা করুক না কেন, এখনই যে এই ইস্যু ধামা চাপা পড়ছে না তা অবশ্য বলাই যায়।

অনুপস্থিত তিরঙ্গা, দেখুন ভিডিও-

চোট ঋষভের, দেশে ফিরলেন মর্কেল-

Rishabh Pant Got Injured | Image: Twitter
Rishabh Pant Got Injured | Image: Twitter

পতাকা বিতর্কের দিকে মন নেই ভারতীয় ক্রিকেট দলের। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফোকাসে এখন শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। টুর্নামেন্ট শুরুর আগে আপাতত দুশ্চিন্তা ঋষভ পন্থের চোট নিয়ে। রবিবার দুবাইতে অনুশীলন চলাকালীন হার্দিক পান্ডিয়ার জোরালো শট আছড়ে পড়েছিলো ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারের বাম পায়ের হাঁটুতে। বেশ খানিকক্ষণ চলে শুশ্রূষা। সোমবার টিমবাস থেকে যখন নেমেছিলেন তিনি, তখন হাঁটুতে ব্যান্ডেজ ছিলো না ঋষভ। কিন্তু অনুশীলন শুরুর আগে ব্যান্ডেজ বেঁধে নেন তিনি। ফিল্ডিং অনুশীলনেও যোগ দেন নি পন্থ (Rishabh Pant)। অন্যেরা যখন ক্যাচিং প্র্যাক্টিস করছিলেন, তখন খানিক দূরে কেবল শ্যাডো করতে দেখা গিয়েছে তাঁকে। জসপ্রীত বুমরাহ নেই, সদ্য চোট সারিয়ে ফিরেছেন শামি-ভারতীয় বোলিং বিভাগ নিয়ে তাই এমনিতেই চিন্তা রয়েছে সমর্থকদের। অস্বস্তি বেড়েছে বোলিং কোচ মর্ণি মর্কেল ব্যক্তিগত কাজে দক্ষিণ আফ্রিকা ফিরে যাওয়ায়।

Also Read: “ক্রিকেটই আমার হয়ে কথা বলে…” হুঙ্কার অজিঙ্কা রাহানে’র, কটাক্ষ ভারতীয় টিম ম্যানেজমেন্টকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *