ct-2025-new-zealand-sqaud-analysis

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে পড়ে গিয়েছে কাঠি। আগামী মাসের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৫ ম্যাচের প্রতিযোগিতার মধ্যে ১০টি খেলা হতে চলেছে পাকিস্তানের মাটিতে। ভারত যদি সেমিফাইনাল বা ফাইনালে যেতে না পারে সেক্ষেত্রে পাকিস্তানে আয়োজিত ম্যাচের সংখ্যা বেড়ে হতে পারে ১২। অন্যান্য বার অংশগ্রহণকারী দেশগুলিকে টুর্নামেন্ট শুরুর এক মাস আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার নির্দেশ দেয় আইসিসি। প্রয়োজনে রদবদল করারও স্বাধীনতা দেওয়া হয় তাদের। কিন্তু এবার অন্য পথে হেঁটেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর পাঁচ সপ্তাহ আগেই চূড়ান্ত দল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। আজ অর্থাৎ ১২ জানুয়ারি বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন। ভারত ছাড়া কোনো পক্ষেরই আপত্তির খবর সামনে আসে নি এখনও।

আইসিসি’র ডেডলাইন মেনেই আজ নিজেদের স্কোয়াড ঘোষণা করলো নিউজিল্যান্ড। একটি ভিডিও’র মারফত সোশ্যাল মিডিয়ায় ১৫ সদস্যের দলের সাথে ক্রিকেটজনতার পরিচয় করিয়ে দেয় কিউই ক্রিকেট বোর্ড। প্রত্যাশামতই নেতৃত্বে রয়েছেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)। দলে সুযোগ পেয়েছেন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়েদের মত সিনিয়র তারকারা। গত নভেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ (IND vs NZ) জয়ী স্কোয়াডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra), উইল ইয়ং, ড্যারিল মিচেল। উইলিয়াম ও’রোর্কদেরও জায়গা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025)। রয়েছেন গ্লেন ফিলিপস’ও। তবে সবচেয়ে বেশী চর্চা দুই তরুণ পেসার-বেন সিয়ার্স ও নাথান স্মিথ’কে নিয়ে। ২০০০ সালের চ্যাম্পিয়নরা ২৫ বছর পর তাদের দ্বিতীয় খেতাব জেতে কিনা নজর থাকবে সেদিকে।

Read More: IND vs ENG: প্রত্যাবর্তন মহম্মদ শামি’র, ইংল্যান্ডের বিরুদ্ধে নতুন টি-২০ সহ-অধিনায়ক পেলো টিম ইন্ডিয়া !!

দেখে নিন দল ঘোষণার ভিডিও-

এক নজরে সম্পূর্ণ দল-

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইলিয়াম ও’রোর্ক, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

CT 2025-এ নিউজিল্যান্ডের ক্রীড়াসূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (IST)
১৯/০২/২০২৫ পাকিস্তান করাচী দুপুর ২:৩০
২৪/০৩/২০২৫ বাংলাদেশ রাওয়ালপিন্ডি দুপুর ২:৩০
০২/০৩/২০২৫ ভারত দুবাই দুপুর ২:৩০

কিউই স্কোয়াডের শক্তি-

New Zealand | CT 2025 | Image: Getty Images
New Zealand | CT 2025 | Image: Getty Images
  • আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) নিউজিল্যান্ডের অন্যতম শক্তি হতে পারে তাদের ব্যাটিং। দলে রয়েছেন ডেভন কনওয়ে (Devon Conway), টম ল্যাথামের মত তারকা। এশিয়ার মাটিতে যাঁদের পরিসংখ্যান যথেষ্ট ভালো। রয়েছেন কেন উইলিয়ামসন’ও (Kane Williamson)। বড় মঞ্চে বরাবরই জ্বলে ওঠেন তিনি। ২০১৯ ও ২০২৩-এর বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন কিউই কিংবদন্তি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর থেকে ভালো পারফর্ম্যান্সের আশায় থাকবে দল।
  • রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) উপস্থিতি ভরসা যোগাবে নিউজিল্যান্ডকে। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। টপ-অর্ডারে ব্যাট হাতে ‘ব্ল্যাক ক্যাপস’দের তুরুপের তাস হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তাঁর। প্রয়োজনে বোলিং-ও করতে পারেন ভারতীয় বংশোদ্ভূত তারকা।
  • গ্রুপ পর্বে দু’টি ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলতে চলেছে নিউজিল্যান্ড। উপমহাদেশের ব্যাটিং সহায়ক বাইশ গজে মার্ক চাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসদের (Glenn Phillips) মত বিগ হিটাররা কার্যকরী হতে পারেন। পাকিস্তানের মাঠে সাম্প্রতিক অতীতে কিউইদের পরিসংখ্যান বেশ ভালো। যা সুখবর বয়ে আনতে পারে তাদের কাছে।

কিউই স্কোয়াডের দুর্বলতা-

New Zealand | CT 2025 | Image: Getty Images
New Zealand | Image: Getty Images
  • অধিনায়কের অনভিজ্ঞতা বড় সমস্যা হতে পারে নিউজিল্যান্ডের জন্য,। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) কিউইদের নেতৃত্বে দেখা যাবে মিচেল স্যান্টনারকে (Mitchell Santer)। বড় মঞ্চে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর নেই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতখানি মুন্সীয়ানা তিনি দেখাতে পারেন সেদিকে তাকিয়ে থাকবেন সকলে।
  • নিউজিল্যান্ডের বোলিং তাদের ব্যাকফুটে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রেন্ট বোল্ট, টিম সাউদীর মত অভিজ্ঞ তারকাকে দেখা যাবে না কালো জার্সিতে। বদলে উইলিয়াম ও’রোর্ক, লকি ফার্গুসন (Lockie Ferguson), বেন সিয়ার্সরা রয়েছেন পেস বিভাগে। উপমহাদেশের কঠিন পরিবেশে তাঁরা কতদূর নিজেদের মেলে ধরতে পারবেন তা নিয়ে রয়েছে সন্দেহ।
  • উপমহাদেশের পিচে স্পিনই কার্যকরী হওয়ার সম্ভাবনা। কিন্তু মিচেল স্যান্টনার (Mitchell Santner) ছাড়া একজনও প্রথম সারির স্পিনার নেই কিউই স্কোয়াডে। গ্লেন ফিলিপস (Glenn Phillips), মাইকেল ব্রেসওয়েল’রা রয়েছেন ঠিকই, কিন্তু তাঁদের বড়জোর পার্ট টাইমার বলা চলে। ঈশ সোধির অনুপস্থিতি সমস্যায় ফেলতে পারে ব্ল্যাক ক্যাপসদের।

Also Read: ডিভোর্স জল্পনার মাঝেই চাহালের সাথে ফ্রেমবন্দী রহস্যময়ী, পরিচয়ের খোঁজে হন্যে সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *