CT 2025: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বাজলো ভারতের জাতীয় সঙ্গীত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ পুড়লো পাকিস্তানের !! 1

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) কেন্দ্র করে সাজসজ রব এই মুহূর্তে পাকিস্তানে। তিন দশক পর কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজনের ছাড়পত্র পেয়েছে তারা। ব্যবস্থাপনায় ত্রুটি রাখতে চায় না পিসিবি। ১২৬০ কোটি টাকা খরচ করে তারা নতুন করে গড়ে তুলেছে লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডির মাঠ তিনটি। ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও সেনাবাহিনীর সাহায্য নিচ্ছে তারা। গত বুধবার থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট। করাচীতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (PAK vs NZ) এবং দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (SA vs AFG) ম্যাচদুটি আয়োজিত হয়েছিলো নির্বিঘ্নেই। হাসি ফুটেছিলো পিসিবি কর্মকর্তাদের মুখে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) চতুর্থ দিনেই দেখা গেলো বড়সড় বিপত্তি। লাহোরে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে বেজে উঠলো ভারতের জাতীয় সঙ্গীত। ব্যবস্থাপনার খামতি মুখ পোড়ালো মহসীন নকভিদের।

Read More: পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বিশ্রাম রোহিতের? দলের দায়িত্ব সামলাবেন এই ক্রিকেটার

জাতীয় সঙ্গীত নিয়ে শুরু বিতর্ক

ENG vs AUS | CT 2025 | Image: Getty Images
ENG vs AUS | Image: Getty Images

আজ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া (ENG vs AUS)। আইসিসি টুর্নামেন্টে খেলা শুরুর আগে অংশগ্রহণকারী দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোর রেওয়াজ রয়েছে। প্রথমে বাজে ইংল্যান্ডের ‘গড সেভ দ্য কিং।’ এরপর গোটা স্টেডিয়াম যখন ‘অস্ট্রেলিয়া অ্যাডভান্স ফেয়ার’-এর অপেক্ষা করছে তখন সকলকে চমকে দিয়ে শোনা যায় ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন। এই ‘ভুলে’ হকচকিয়ে গিয়েছিলেন অজি ক্রিকেটাররা। কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য ভুল শুধরে নেন আয়োজকরা। সঠিক জাতীয় সঙ্গীত চালানো হয়। সেই গানে গলাও মেলান স্টিভ স্মিথ (Steve Smith), মার্নাস লাবুশেন (Marnus Labuschagne), ট্র্যাভিস হেড’রা (Travis Head)। প্রসঙ্গত ভারতই একমাত্র দেশ যারা চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে পাকিস্তানে যায় নি। না থেকেও তারা যে ভীষণ ভাবে উপস্থিত পাক ভূমিতে তাই যেন আরও একবার প্রমাণিত হলো আজ।

দেখুন ঘটনার ভিডিও-

পতাকা থেকে জার্সি, চলেছে ভারত-পাক যুদ্ধ

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) কেন্দ্র করে বারবারই বিতর্কে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। সমস্যার সূত্রপাত আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ঘোষিত হওয়ার পর। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে পড়শি দেশে যেতে অসম্মত হয় বিসিসিআই। দীর্ঘ টানাপোড়েন চলে এই নিয়ে। শেষমেশ হাইব্রিড মডেলে মেলে সমাধানসূত্র। টিম ইন্ডিয়ার (Team India) ম্যাচগুলি সরে যায় দুবাইতে। এরপর সংঘাত সৃষ্টি হয়েছিলো জার্সি নিয়ে। ভারত নাকি জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম লিখতে রাজী নয়, উঠেছিলো অভিযোগ। যদিও তা পরে অস্বীকার করে বিসিসিআই। ভারত-পাক সংঘাত দেখা গিয়েছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর দিন দুয়েক আগেও। পাকিস্তানের স্টেডিয়ামে অংশগ্রহণকারী অন্যান্য দেশের পতাকা থাকলেও ব্রাত্য ছিলো ভারতের তিরঙ্গা। সমালোচনার মুখে পড়ে অবশ্য অবস্থান বদল করে পিসিবি।

মুখোমুখি ভারত ও পাকিস্তান

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসরে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। মাঠের বাইরে গত কয়েক মাস ধরে যে কূটনৈতিক যুদ্ধ চলেছে দুই শিবিরের মধ্যে তা নিঃসন্দেহে মাঠের দ্বৈরথে বাড়তি আগুন যোগাবে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে পাকিস্তান হেরেছে নিউজিল্যান্ডের কাছে। আগামীকাল হারলেই ছিটকে যাবেন বাবর-রিজওয়ানরা। ‘ডু অর ডাই’ ম্যাচে একাদশে রদবদল করতেই হচ্ছে পাকিস্তান কোচ আকিব জাভেদকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুকে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ফখর জামান (Fakhar Zaman)। তাঁর বদলে ওপেন করতে পারেন ইমাম-উল-হক। তবে ভারতীয় কোচ গৌতম গম্ভীর সম্ভবত ভাঙছেন না ওপেনিং কম্বিনেশন। ২০১৭-র ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিলো ভারত। রয়েছে সেই ম্যাচের বদলা নেওয়ার সুযোগ।

Also Read: CT 2025: “সাধারণ একটা ম্যাচ…” ভারত’কে বাড়তি গুরুত্ব দিতে রাজী নন রিজওয়ান-রউফ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *