CT 2025: আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। গ্রুপ-এ’র ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ওয়ান ডে ফর্ম্যাটে সাম্প্রতিক অতীতে দুই দলের পারফর্ম্যান্স সম্পূর্ণ বিপরীত মেরুর। ভারত সদ্য ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে ঘরের মাঠে (IND vs ENG)। নাগপুর, কটক বা আহমেদাবাদে কোনো রকম প্রতিরোধ অবধি গড়ে তুলতে পারেন নি জস বাটলাররা। পক্ষান্তরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিদেশ সফরে গিয়ে হারতে হয়েছে বাংলাদেশকে (WI vs BAN)। বিশেষ করে প্রশ্ন রয়েছে টাইগার্সদের ব্যাটিং নিয়ে। ধারে-ভারে এগিয়ে থাকা সত্ত্বেও বাংলাদেশকে হাল্কাভাবে অবশ্য নিচ্ছেন না কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) । শক্তিশালী এগারোই বৃহস্পতিবার মাঠে নামাতে চলেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে তিন খেলোয়াড় হতে পারেন তাঁর তুরুপের তাস।
Read More: টিম ইন্ডিয়ার জন্য খুশির খবর, গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন ফখর জামান !!
শ্রেয়স আইয়ার-

গত অগস্টে শ্রীলঙ্কা সিরিজ খেলার পর বেশ কয়েক মাস জাতীয় দলের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। তিন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন মুম্বইয়ের ক্রিকেটার। নাগপুরে তিনি যখন মাঠে নামেন তখন টিম ইন্ডিয়ার স্কোর ছিলো ২ উইকেটের বিনিময়ে মাত্র ১৯ রান। সেই পরিস্থিতিতে পালটা আক্রমণের পথে হাঁটেন তিনি। মাত্র ৩৬ বলে খেলেন ৫৯ রানের ঝলমলে ইনিংস। এরপরের ম্যাচেও ঝলসে ওঠে তাঁর ব্যাট। ৪৭ বলে ৪৪ করেন কটকে। দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট না হলে বাড়তে পারত তাঁর রান সংখ্যা। আহমেদাবাদেও অনবদ্য পারফর্ম্যান্স করেছেন শ্রেয়স। ৬৪ বলে করেছেন ৭৮ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) তাঁর থেকে সেই ধারাবাহিকতাই আশা করছে ক্রিকেটজনতা। ২০২৩-এর বিশ্বকাপের পর আরও একবার বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে ইয়েছেন শ্রেয়স নিজেও।
শুভমান গিল-

আগামীকালের ম্যাচে টিম ইন্ডিয়ার দ্বিতীয় ট্রাম্প কার্ড হতে পারেন শুভমান গিল (Shubman Gill)। পাঞ্জাবের তরুণ ওপেনার’ও বেশ ভালো ছন্দে রয়েছেন এই মুহূর্তে। রঞ্জি ট্রফিতে শতরান করেছিলেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও বেশ ঝলমলে লেগেছে তাঁকে। নাগপুরে প্রথম ম্যাচে ৯৬ বলে ৮৭ রান করেছিলেন। কটকেও করেন ৬০। অধিনায়ক রোহিত শর্মা’র সাথে তাঁর দুর্দান্ত ওপেনিং জুটি ভারতকে বড় জয়ের দিকে এগিয়ে দিয়েছিলো। আহমেদাবাদেও শুভমান ঝড় রুখতে পারে নি ইংল্যান্ড। কেরিয়ারের সপ্তম ওয়ান ডে শতরানটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেদিন করেছিলেন তিনি। শেষমেশ থামেন ১১২ রানে। সপ্তম ভারতীয় হিসেবে কোন তিন ম্যাচের সিরিজের প্রত্যেকটি খেলায় পঞ্চাশের বেশী রান করার কৃতিত্ব অর্জন করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) সহ-অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব রয়েছে শুভমানের কাঁধে। দলের স্বার্থে আরও একটি বড় ইনিংস খেলতে চাইবেন তিনি।
রোহিত শর্মা-

এই তালিকায় তৃতীয় নামটি হতে পারে রোহিত শর্মা’র (Rohit Sharma)। অফ ফর্মের সাথে বেশ কয়েক মাস রীতিমত যুদ্ধ করতে হয়েছে তাঁকে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থ হন তিনি। রান পান নি রঞ্জি ট্রফিতেও। তীক্ষ্ণ হচ্ছিলো সমালচনার তীর। শেষমেশ ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে পাওয়া শতরানটি বেশ খানিকটা চাপ কমিয়েছে তাঁর কাঁধের উপর থেকে। ফিরিয়েছে আত্মবিশ্বাস। যা চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। টাইগার্সদের বিরুদ্ধে রোহিতের পরিসংখ্যান খুবই ভালো। ১৭ একদিনের ম্যাচে প্রায় ৫৭ গড়ে করেছেন ৭৮৬ রান। ২০১৫ ও ২০১৯-এর বিশ্বকাপে টাইগার্সদের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছুঁয়েছিলেন তিন অঙ্কের মাইলফলক। বৃহস্পতিবারও চাইবেন সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করতে।