ct-2025-harbhajan-picks-indian-squad

এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। চলবে ৯ মার্চ অবধি। আইসিসি’র ডেডলাইন মেনে অংশগ্রহণকারী আট দেশের মধ্যে ছয়টি দেশ তাদের স্কোয়াড ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। ব্যতিক্রম কেবলমাত্র ভারত ও পাকিস্তান। পরিকাঠামোর মানোন্নয়নের কাজ এখনও শেষ করতে পারে নি পিসিবি। তারা কবে স্কোয়াড প্রকাশ করতে পারবে তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই। তবে সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামী ১৮ বা ১৯ তারিখ বিসিসিআই সামনে আনবে টিম ইন্ডিয়ার (Team India) ১৫ সদস্যের নাম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জোড়া ব্যর্থতার কারণেই খানিক ধীরে চলো নীতি নিয়েছেন নির্বাচকেরা, মনে করছে ক্রিকেটদুনিয়া।

Read More: “ও যদি মরেও যেত…” পুত্র যুবরাজের বিশ্বকাপ জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য যোগরাজ সিং-এর !!

পছন্দের স্কোয়াড বেছে নিলেন হরভজন-

Indian Cricket team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket team | Image: Getty Images

এখনও অবধি বিসিসিআই-এর ঘোষণা আসে নি। কিন্তু বিশেষজ্ঞমহলে ভারতীয় স্কোয়াড নিয়ে জল্পনা চলছেই। সম্প্রতি নিজের ইউটিউব ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য পছন্দের দল বেছে নিলেন প্রাক্তনী হরভজন সিং। ১৫ নয়, ১৬ জনের স্কোয়াড বেছেছেন তিনি। “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর আবেগপ্রবণ হয়ে পড়লে চলবে না। বোধবুদ্ধি কাজে লাগিয়ে আমাদের দল গড়তে হবে,” বলেছেন প্রাক্তন অফস্পিনার। অফ ফর্মে থাকা রোহিতকেই (Rohit Sharma) বেছেছেন অধিনায়ক। “যশস্বী জয়সওয়ালকে ওডিআইতে সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে। তিনে থাকুন (বিরাট) কোহলি, চারে শ্রেয়স আইয়ার। সাম্প্রতিক কালে ও বেশ ভালো খেলেছে।” পাঁচ নম্বরে তিলক বর্মা’কে দেখতে চান হরভজন। “দক্ষিণ আফ্রিকাতে ওর ব্যাটে আতসবাজি দেখা গিয়েছে,” মন্তব্য তাঁর।

উইকেটরক্ষক হিসেবে ভাজ্জির পছন্দ চমকে দিয়েছে সকলকে। তিনি বলেছেন, “ছয় নম্বরে সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থের মধ্যে কেউ থাকুক। আমার মনে হয় সঞ্জুকে অগ্রাধিকার দেওয়া উচিৎ কারণ ও দক্ষিণ আফ্রিকায় ভালো খেলেছে। ঋষভ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা দীর্ঘ সিরিজ খেলেছে। ভালোই পারফর্ম করেছে। ওকে যদি বিশ্রাম দেওয়া হয় তাহলেও সমস্যা নেই।” সাত ও আট নম্বরে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও অক্ষর প্যাটেলকে (Axar Patel) দেখতে চান ভারতীয় ক্রিকেটের টার্বুনেটর। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দলে চান কুলদীপ যাদব’কে (Kuldeep Yadav)। পেস বিভাগে হরভজনের পছন্দ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ শামি’কে (Mohammed Shami)। ১২তম সদস্য হিসেবে রেখেছেন মহম্মদ সিরাজকে (Mohammed Siraj)। ভাজ্জির দলের বাকি তিন সদস্য নীতিশ কুমার রেড্ডি, যুজবেন্দ্র চাহাল ও শুভমান গিল।

রাহুল-জাদেজার জায়গা হয় নি দলে-

Ravindra Jadeja and KL Rahul | Image: Getty Images
Ravindra Jadeja and KL Rahul | Image: Getty Images

হরভজনের (Harbhajan Singh) পছন্দের চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) স্কোয়াডে ঠাঁই হয় নি দুই তারকা কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)। ২০২৩-এর বিশ্বকাপে ভালো খেলেছিলেন রাহুল (KL Rahul)। এমনকি সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও চমৎকার পারফর্ম করেছেন তিনি। অনেকেই মনে করেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে প্রথম পছন্দ হবেন তিনিই। কিন্তু তিনি ১৮০ ডিগ্রী অবস্থান নিলেন কেন? স্পষ্ট করেছেন ভাজ্জি। বলেছেন, “আমি কে এল রাহুলের কথাও ভেবেছি। কিন্তু শুভমান গিল যে গতিতে ওডিআইতে রান করে তার জন্য ও অগ্রাধিকার পাবে।” জাদেজার থেকে এই মুহূর্তে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষরকেই এগিয়ে রাখছেন তিনি। “আমার মনে হয় জাদেজার জুতোয় পা গলানোর জন্য অক্ষর প্রস্তুত,” মন্তব্য হরভজনের।

এক নজরে হরভজনের স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

দেখুন সম্পূর্ণ ভিডিও-

Also Read: CT 2025: নিশ্চিত নন কামিন্স, ফিরছেন হ্যাজলউড, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *