CT 2025: এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। গ্রুপ-এ’তে রয়েছে ভারতীয় শিবির। ২০ তারিখ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। শেষ ম্যাচটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ মার্চ। এই দুই দ্বৈরথের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে মহারণে অবতীর্ণ হতে হবে রোহিত শর্মা’র (Rohit Sharma) দল’কে। ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের এল-ক্লাসিকো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উত্তেজনায় ফুটছে বাইশ গজের বিশ্ব। প্রকাশের কিছুক্ষণের মধ্যেই নিঃশেষিত হয়েছে টিকিট। সাম্প্রতিক পরিসংখ্যান ভারতের পক্ষে হলেও রয়েছে উলটো ছবিটাও। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2017) শেষ যখন মুখোমুখি হয়েছিলো দুই দল তখন ১৮০ রানের বিরাট ব্যবধানে বাজিমাত করেছিলো পাক শিবির। ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের শক্তি-দুর্বলতা মাথায় রেখেই ছক সাজাচ্ছে টিম ইন্ডিয়া।
Read More: W, W, W, W…দুর্ধর্ষ বোলিং শার্দুলের, রঞ্জি কোয়ার্টার ফাইনালে একাই ভাঙলেন প্রতিপক্ষকে !!
রোহিত ও শুভমানই থাকছেন শুরুতে-
![CT 2025: ওপেনিং-এ গিল ও রোহিত, পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে ঠাঁই হলো না কোহলির !! 2 Shubman Gill and Rohit Sharma | CT 2025 | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/rohit-gill.png)
নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচটিতে পরীক্ষানিরীক্ষার সুযোগ চলে এসেছিলো টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরের সামনে। চোটের জন্য বিরাট কোহলি ছিটকে যাওয়ায় তিনি তিন নম্বরে ঠেলে দিয়েছিলেন শুভমান গিলকে। রোহিত শর্মার (Rohit Sharma) সাথে জামথায় ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল। কাজে আসে নি সেই ফাটকা। টেস্ট অভিষেকে মুম্বইয়ের তরুণ বাম হাতি ১৭৪ করলেও ওয়ান ডে শুরুটা হয়েছে ব্যর্থতা দিয়েই। জোফ্রা আর্চারের স্যুইং সামলাতে বেশ চাপের মুখে পড়েছিলেন তিনি। শেষমেশ ব্যক্তিগত ১৫ রানের মাথায় ফেরেন সাজঘরে। তাঁর ব্যাটের কোণা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক ফিল সল্টের দস্তানায়। জামথায় যশস্বীর ব্যর্থতাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি নির্দিষ্ট করে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বড় কোনো অঘটন না ঘটলে রোহিতের সঙ্গী হিসেবে সাজঘরে থেকে বেরোবেন শুভমান গিল’ই।
পাঞ্জাব তনয়ের ফর্ম’ও পক্ষে যাচ্ছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে নাগপুরে প্রথম একদিনের ম্যাচে সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছিলেন শুভমান (Shubman Gill)। অনভ্যস্ত তিন নম্বরে নেমেও ৯৬ বলে অনবদ্য ৮৭ রানের ইনিংস খেলেছিলেন। কটকে দ্বিতীয় ম্যাচে ওপেনিং স্লটে ফিরে তিনি করেন ৬০ রান। রোহিতকে নিয়ে চিন্তাও দূর হয়েছে বারাবাটি স্টেডিয়ামে। বিধ্বংসী ব্যাটিং করেছেন ভারত অধিনায়ক। মাত্র ৭৬ বলে করেছেন শতরান। ৯০ বলে ৭টি ছক্কা ও ১২টি বাউন্ডারিতে সাজিয়েছেন ১১৯ রানের ইনিংস। কেরিয়ারের ৩২তম ওডিআই শতরানের পর তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তোলার সাধ্য আর কারও নেই। ইংল্যান্ড সিরিজের পারফর্ম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) একাদশে জায়গা পাকা শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেলদেরও। উইকেটরক্ষক হিসেবে হয়ত আপাতত অগ্রাধিকার পাচ্ছেন রাহুল (KL Rahul)। ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনা হতে পারে তাঁকে।
কোহলির খেলা নিয়ে ধোঁয়াশা-
![CT 2025: ওপেনিং-এ গিল ও রোহিত, পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে ঠাঁই হলো না কোহলির !! 3 Virat Kohli | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2025/02/virat-kohli-2024-08-01907d7c81d6ea9ea1dc9cdbd5bf5d89-3x2-1.jpg)
কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৯ থেকে ২০২২-এর মাঝামাঝি সময় অবধি শতরান না পেলেও ৭০ বা ৮০ রানের বহু ইনিংস খেলেছেন তিনি। কিন্তু এখন দশ পেরোনোও যেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পান নি। অস্ট্রেলিয়া সফরে পার্থ-এর ১০০* রানের ইনিংসটি বাদ দিলে আট ইনিংসে তিনি করেছেন কেবল ৯৩ রান। দেশে ফিরে রঞ্জি ট্রফিতে রেলওয়েজের মত তারকাহীন দলের বিপক্ষে তাঁর সংগ্রহ মাত্র ৬। অনামী পেসার হিমাংশু সাঙ্গওয়ানের স্যুইং-এ বিভ্রান্ত হয়েছেন তিনি। দেশের জার্সিতে প্রত্যাবর্তনও সুখের হয় নি তাঁর জন্য। আদিল রশিদের ঘূর্ণিতে উইকেট হারিয়েছেন ৫ রানের মাথায়। এহেন অফ ফর্মের শিকার বিরাটকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) ভারত-পাক ম্যাচের মত হাইভোল্টেজ ম্যাচে জায়গা দেওয়া উচিৎ কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।