CT 2025: আগামী বছরের গোড়ার দিকে পাকিস্তানের মাটিতে বসার কথা ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আসর। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বেঁকে বসেছিলো বিসিসিআই। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা স্পষ্টই জানিয়ে দিয়েছিলো যে পড়শি দেশে রোহিত-কোহলিদের (Virat Kohli) যাওয়ার কোনো প্রশ্নই নেই। ২০২৩ সালের এশিয়া কাপ যেমন হাইব্রিড মডেলে হয়েছিলো, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিও (CT 2025) সেই পথ অনুসরণ করেই আয়োজন করা হোক, সওয়াল করেছিলো ভারতীয় বোর্ড। কিন্তু সেই প্রস্তাবে সায় দিতে রাজী ছিলো না পিসিবি। বিস্তর আলাপ-আলোচনা, দড়ি-টানাটানি, কূটনৈতিক যুদ্ধ চলেছে উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তির মধ্যে। শেষমেশ ভারতের দাবিতেই অবশ্য পড়েছে সিলমোহর। পাকিস্তানে নয়, বরং নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচগুলি খেলবে ‘মেন ইন ব্লু।’
Read More: সমস্যা বাড়লো বিরাট কোহলি’র, দেশ ছাড়ার গুঞ্জনের মাঝেই আইনি জটিলতায় তারকা ক্রিকেটার !!
সামনে এলো পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি-
সংবাদমাধ্যম সূত্রে সামনে এসেছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সম্পূর্ণ ক্রীড়াসূচি। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। অংশগ্রহণকারী আটটি দেশকে দুটি গ্রুপে রাখা হয়েছে। টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ-এ’তে। রোহিত-কোহলিদের সাথে রয়েছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গ্রুপ-বি’তে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। ভারতের ম্যাচগুলি কোথায় আয়োজিত হবে তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে দুবাই হতে পারে প্রথম পছন্দ। করাচীর মাঠে আয়োজক পাকিস্তান উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের (PAK vs NZ)। ভারতের প্রথম ম্যাচ টুর্নামেন্টের দ্বিতীয় দিন। বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN)। গ্রুপ পর্বে ক্রিকেটের এল-ক্লাসিকো, অর্থাৎ ভারত-পাক দ্বৈরথ দেখা যাবে ২৩ ফেব্রুয়ারি। কিউইদের বিরুদ্ধে ‘মেন ইন ব্লু’ মাঠে নামছে ১ মার্চ।
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (ENG vs AUS) দ্বৈরথ রয়েছে ২২ ফেব্রুয়ারি। ২৭ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডির মাঠে নামছে পাকিস্তান (PAK vs BAN)। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) নক-আউট পর্ব কোথায় আয়োজিত হবে তা এখনও নিশ্চিত নয়। ভারত সেমিফাইনাল বা ফাইনালে গেলে সেই ম্যাচগুলি নিঃসন্দেহে সরে যাবে কোনো নিউট্রাল ভেন্যুতে। কিন্তু কোনো কারণে রোহিত’রা (Rohit Sharma) নক-আউটে পৌঁছতে না পারলে ম্যাচগুলি পাকিস্তানের মাটিতেই আয়োজনের চেষ্টা করবে পিসিবি। সেক্ষেত্রে লাহোরে হতে পারে ফাইনাল। প্রথম সেমিফাইনাল রয়েছে মার্চের ৪ তারিখ, দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ। শেষ চারের ম্যাচদুটির জন্য কোনোরকম রিজার্ভ ডে’র ব্যবস্থা আপাতত নেই। ফাইনাল আয়োজিত হওয়ার কথা ৯ তারিখ। কোনো কারণে তা ভেস্তে গেলে ১০ তারিখ রয়েছে রিজার্ভ ডে’র ব্যবস্থা।
এক নজরে সম্পূর্ণ সূচি-
THE TENTATIVE SCHEDULE FOR CHAMPIONS TROPHY 2025. [RevSportz] pic.twitter.com/U3j4iqjSSa
— Johns. (@CricCrazyJohns) December 21, 2024
ভারতে আসবে না পাকিস্তান-
আইসিসি, বিসিসিআই ও অন্যান্য ক্রিকেট নিয়ামক সংস্থাগুলির চাপে পাক ক্রিকেট বোর্ড শেষমেশ সবুজ সংকেত দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) হাইব্রিড মডেল ব্যবহারে। কিন্তু পালটা শর্ত’ও চাপিয়েছেন মহসীন নকভি’রা। অন্তত ২০২৭ অবধি ভারতে এসে কোনো টুর্নামেন্ট না খেলার ইচ্ছা প্রকাশ করেছে পিসিবি। আগামী বছর ভারতের মাটিতে এশিয়া কাপ (Asia Cup 2025), মহিলাদের ওডিআই বিশ্বকাপ রয়েছে। সেখানে পাক দলের ম্যাচগুলি দুবাই বা অন্য কোথাও স্থানান্তরিত হবে। এছাড়া ২০২৬-এর টি-২০ বিশ্বকাপে ভারতের সাথে যৌথ আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টে বাবর আজমদের সবক’টি ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকবে দ্বীপরাষ্ট্র’ই। হাইব্রিড মডেলে রাজী হওয়ার বিনিময়ে ২০২৭-এর পর মহিলা ক্রিকেটের একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দাবি করেছিলো পিসিবি। সেই বিষয়েও তাদের আশ্বাস দিয়েছে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।