ct-2025-fakhar-zaman-ruled-out-of-ind-vs-pak-clash

গতকাল থেকে শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ঘরের মাঠে মুখ থুবড়ে পড়েছে আয়োজক দেশ পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে  (PAK vs NZ) তারা ৬০ রানে পরাজিত হয়। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আরও চাপের মুখে পাক বাহিনী। চোটের কারণে মাঠের বাইরে চলে গেলেন দলের অন্যতম ব্যাটসম্যান ফখর জামান (Fakhar Zaman)। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন চোটের কারণে দীর্ঘক্ষণ এই পাক ব্যাটসম্যানকে ফিল্ডিং করতে দেখা যায়নি। এমনকি তিনি বাবর আজমের সঙ্গে ওপেনিং পর্যন্ত করতে পারেননি। চোট এতটাই গুরুতর যে এবার তাকে দলের বাইরে চলে যেতে হল।

Read More: IND vs BAN Champions Trophy 2025: টস জিতলো বাংলাদেশ, ২ ম্যাচউইনারকে ছাড়াই মাঠে নামছে ভারত !!

কীভাবে চোট পান ফখর জামান?

Fakhar Zaman | CT 2025 | Image: Twitter
Fakhar Zaman | CT 2025 | Image: Twitter

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রথম ম্যাচে টসে জিতে পাক বাহিনী বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসের প্রথম ওভারে বলতে করতে আসে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। তার করা ওভারের দ্বিতীয় বলে দুরন্ত শট মারেন কিউই ওপেনার উইল ইয়ং। এই শট আটকাতে গিয়ে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফখর জামান (Fakhar Zaman) বিপদজনকভাবে ডাইভ মারেন। এর ফলে তিনি চোট পান। সঙ্গে সঙ্গে পাকিস্তানের ফিজিওরা মাঠে ছুটে আসেন। চোট এতটা গুরুতর ছিল যে তারকা ব্যাটসম্যানকে মাঠের বাইরে চলে যেতে হয়। এরপর তাকে দ্বিতীয় ইনিংসেও ওপেনিং করতে দেখা যায়নি। তাঁর বদলে ইনিংসের শুরুতে বাবর আজমের (Babar Azam) সঙ্গী হন সাউদ শাকিল।

শেষমেশ অনভ্যস্ত চার নম্বরে ব্যাট করেন ফখর জামান (Fakhar Zaman)। সাফল্য পান নি। ৪১ বলে ২৪ রানে আউট হন তিনি। ব্যাটিং করার সময়ও চোটের কারণে বারবার অস্বস্তির মধ্যে পড়ছিলেন তিনি। চোটের বিষয়ে ম্যাচ শেষে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ানের (Muhammad Rizwan) বক্তব্যেও ছিল ধোঁয়াশা। তিনি বলেছিলেন, “চোট কতটা গুরুতর এখনও নিশ্চিত নই, এই বিষয়ে এখনো কোনো খবর পাইনি।” এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই পাকিস্তানি ব্যাটার ফখর জামান মাঠের বাইরে চলে গেলেন। বিভিন্ন সূত্র অনুযায়ী তার বুকের পেশির ব্যথার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফখর জামানের বদলে দলে আসতে পারেন কোন ক্রিকেটার?

Imam-ul-Haq | Image: Twitter
Imam-ul-Haq | Image: Twitter

সূত্র অনুযায়ী ফখর জামানের (Fakhar Zaman) বদলে ভারতের বিপক্ষে আর এক তারকা ব্যাটসম্যান ইমাম-উল-হককে (Imam-ul-Haq) দেখতে পাওয়া যাবে। তিনি শেষ ২০২৩ সালের বিশ্বকাপে (ICC World Cup 2023) একদিনের ক্রিকেটে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। সেই বছর ইমাম-উল-হক ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারেননি। কিন্তু এই পাক ব্যাটসম্যানের ওয়ান ডে ক্রিকেটে ব্যাটিং গড় ৪৮। ৭২ টি একদিনের ম্যাচে করেছেন ৩১৩৮ রান। ফলে ইমাম-উল-হক পাকিস্তান দলে প্রত্যাবর্তন করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারেন।

পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারতীয় দল-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফখর জামান দুরন্ত শতরান করে ভারতীয় দলকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন। যার ফলে পাকিস্তান ১৮০ রানে ম্যাচ জিতে ট্রফি নিজেদের দখলে করে। তবে এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) পাক বাহিনীর থেকে ‘মেন ইন ব্লু’ ব্রিগেডরা অনেকটাই এগিয়ে আছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli) অভিজ্ঞতা দলকে অনেকটাই শক্তিশালী করেছে। এছাড়াও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল আইসিসি টুর্নামেন্টে তাদের সফলতা বজায় রাখতে চাইবে। রোহিত, বিরাট ছাড়াও রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি সহ হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারের উপস্থিতি পাকিস্তানকে যথেষ্ট চাপের মুখে রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে আসন্ন ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগেই পাক বাহিনীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল।

Also Read: CT 2025 PAK vs NZ: প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো পাকিস্তান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ৬০ রানের ব্যবধানে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *