চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ঢাকে পড়ে গিয়েছে কাঠি। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে রাজী না হওয়ায় তৈরি হয়েছিলো অচলাবস্থা। দীর্ঘ আলোচনা, দড়ি-টানাটানির পর শেষমেশ বিসিসিআই-এর দাবী মেনে হাইব্রিড মডেলে সায় দিয়েছে পিসিবি। টিম ইন্ডিয়ার (Team India) ম্যাচগুলি সরে গিয়েছে মধ্যপ্রাচ্যে। টুর্নামেন্ট আয়োজন নিয়ে জট কাটলেও পিসিবি’র সমস্যা কিন্তু আদৌ দূর হয় নি। লাহোর, রাওয়ালপিণ্ডি ও করাচী-চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) তিন ভেন্যুতেই স্টেডিয়ামের মানোন্নয়নের কাজ শেষ হয় নি। আগামী ১৫ তারিখ পরিদর্শনে আসার কথা আইসিসি প্রতিনিধি দলের। যদি কাজ সন্তোষজনক না হয়, তাহলে সম্পূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফিও (CT 2025) সরতে পারে পাকিস্তান থেকে। চাপের মুখে থাকা পাক ক্রিকেটকে সাময়িক স্বস্তি অবশ্য দিচ্ছে ফখর জামানের প্রত্যাবর্তনের খবর।
Read More: ভক্তদের জন্য সুসংবাদ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের মেন্টর হিসাবে এন্ট্রি নিচ্ছেন MS ধোনি !!
মাঠে ফিরছেন ফখর জামান-
ফখর জামানকে (Fakhar Zaman) নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত ছিলো পাক ক্রিকেট মহল। ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন তিনি। এরপর আট বছরে প্রথমবার বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকেও। পিসিবি’র সাথে তাঁর দড়ি টানাটানির বিষয়টি স্পষ্ট হয়েছিলো ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে বাবর আজম (Babar Azam) বাদ পড়ার পর। প্রকাশ্যেই ক্রিকেট নিয়ামক সংস্থার সমালোচনা করেছিলেন তিনি। পিসিবি প্রধান মহসীন নকভি (Mohsin Naqvi) সেই সময় পালটা দিয়েছিলেন ফখরকে। “নির্বাচন কমিটি কাউকে না খেলালে অন্য খেলোয়াড়রা ট্যুইট করবে, সেটা বরদাস্ত করা হবে না,” স্পষ্ট জানান তিনি। ফিটনেস টেস্টে পাস না করতে পারলে ফখরকে যে ফেরানো হবে না তাও জানান তিনি।
এরপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। পূর্বের তিক্ততা পিছনে ফেলে আন্তর্জাতিক আঙিনায় প্রস্তুত ফখর জামান (Fakhar Zaman)। ইতিমধ্যেই ঘরোয়া টি-২০ চ্যাম্পিয়ন্স কাপে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। ১৩২.৩১ স্ট্রাইক রেটে ১০ ম্যাচে করেছেন ৩০৩ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দেশের হয়ে খেলতেও তৈরি তিনি। জানিয়েছেন নিজেই। এই মুহূর্তে ‘ডেজার্ট ভাইপারস’ দলের হয়ে আইএলটি-২০ (ILT20) খেলতে গিয়েছেন তিনি। সেখানেই ভাইপার ভয়েজেস পডকাস্টে বলেন, “অনেকে হয়ত জানেন না যে টি-২০ বিশ্বকাপের পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম।” “ আমার শারীরিক অবস্থার কারণেই আমি দলে ছিলাম না। কিন্তু এখন আমি ১০০ শতাংশ নিশ্চিত যে আমি পাকিস্তান দলের হয়ে খেলবো,” অনুরাগীদের আশ্বস্ত করেছেন ফখর।
গতবারের ফাইনালে তুলেছিলেন ঝড়-
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2027) ফাইনালে ওভালের মাঠে ফেভারিট হিসেবে নেমেছিলো টিম ইন্ডিয়াই। গ্রুপ পর্বে পাকিস্তানকে দুমড়ে দেওয়ার ফলে বাড়তি আত্মবিশ্বাসও সঙ্গী ছিলো রোহিত-কোহলি-মহেন্দ্র সিং ধোনিদের। কিন্তু সবুজ জার্সি গায়ে ওপেন করতে নামা ফখর জামান’ই (Fakhar Zaman) ওলটপালট করে দেন যাবতীয় হিসেবনিকেশ। মাত্র ১০৬ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। মারেন ১২টি চার ও ৩টি বিশাল ছক্কা। ফখর’কে যোগ্য সঙ্গত করেন আজহার আলি ও মহম্মদ হাফিজ’ও। অর্ধশতক করেন দুজনেই। ৫০ ওভারে ৩৩৮ রান স্কোরবোর্ডে তুলে ফেলে পাকিস্তান। রান তাড়া করতে নামা ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন মহম্মদ আমির (Mohammad Amir) ও হাসান আলি। ৩ ওভারের মধ্যে রোহিত ও কোহলিকে খুইয়ে ফেলার পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয় নি। ১৫৮ রানেই গুটিয়ে যায় ইনিংস। ১৮০ রানে সেবার জিতেছিলো পাকিস্তান।