CT 2025: অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে হেরে আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) থেকে বিদায় নিয়েছিলো ইংল্যান্ড। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে পারলেন না জস বাটলার’রা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো ইংল্যান্ড। মার্কো ইয়ানসেন ঝড়ে মুখ থুবড়ে পড়ে তারা। দীর্ঘদেহী প্রোটিয়া পেসার প্রথম স্পেলেই তুলে নেন তিন উইকেট। ধুঁকতে থাকা ইনিংসকে পুনর্গঠনের চেষ্টা করেছিলেন জো রুট (Joe Root)। কিন্তু আজ বেশীদূর এগোতে পারেন নি তিনিও। শেষমেশ মাত্র ৩৮.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে গিয়েছিলো ইংল্যান্ড ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়েছিলো দক্ষিণ আফ্রিকাও। জোফ্রা আর্চারের জোড়া ধাক্কায় সাজঘরে ফিরেছিলেন রায়ান রিকলটন ও ট্রিস্টান স্টাবস। কিন্তু হেনরিখ ক্লাসেন ও রাসি ফান দার ডুসেনের জুটি সামাল দেয় পরিস্থিতি। ১২৫ বল বাকি থাকতেই তারা ম্যাচ জেতে ৭ উইকেটের ব্যবধানে।
Read More: IPL 2025: এবার ঘুরে দাঁড়াবেন করুণ নায়ার, দিল্লির জার্সিতে পাচ্ছেন দ্বিতীয় সুযোগ !!
করাচীতে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের-

ছন্দে নেই ফিল সল্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গত দুটি ম্যাচে রানের মুখ দেখেন নি তিনি। আজও তাঁর ঝুলিতে মাত্র ৮। উইকেটরক্ষক জেইমি স্মিথকে তিন নম্বরে নামিয়েছিলো ইংল্যান্ড। খাতাই খুলতে পারেন নি তিনি। হন ইয়ানসেনের দ্বিতীয় শিকার। সপ্তম ওভারে বেন ডাকেটকেও ফেরান দীর্ঘদেহী প্রোটিয়া অলরাউন্ডার। ২১ বলে ২৪ করেন বাম হাতি ওপেনার। যথাক্রমে ১৯ ও ৩৭ রান করে আউট হন হ্যারি ব্রুক ও জো রুট। অধিনায়ক হিসেবে আজই শেষ ম্যাচ খেললেন জস বাটলার। ৪৩ বলে ২১-এর বেশী করতে পারেন নি তিনিও। চূড়ান্ত ব্যর্থ লিয়াম লিভিংস্টোন, জেইমি ওভারটন’রা। লোয়ার অর্ডারে জোফ্রা আর্চারের ৩১ বলে ২৫ রানের সৌজন্যে ১৭৯ অবধি পৌঁছায় ইংল্যান্ড। ইয়ানসেনের মতই ৩টি উইকেট পান উইয়ান মুল্ডার। ২ উইকেট কেশব মহারাজের। ১টি করে সাফল্য লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাডার।
দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো দক্ষিণ আফ্রিকা-

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট পয়েন্ট পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা। আজ ২০৭ রানের ব্যবধানে বা ১১.১ ওভারের মধ্যে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেত প্রোটিয়া শিবির। দুর্দান্ত পারফর্ম্যান্সে সেই বিপর্যয়ের সম্ভাবনা যদিও ফুৎকারে উড়িয়ে দিলেন রাসি ফান দার ডুসেন ও হেনরিখ ক্লাসেন। শূন্য করে আউট হয়েছিলেন ট্রিস্টান স্টাবস। ২৭ করেন রিকলটন। এরপর ডুসেন ও ক্লাসেনের জুটি ঢাল হয়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার জন্য। গতকালই ডুসেন জানিয়েছিলেন যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর শেষ আইসিসি টুর্নামেন্ট হতে পারেন। শেষটা যে স্মরণীয় করতে মরিয়া তিনি তা স্পষ্ট তাঁর ৭২* রানের ইনিংস থেকেই। ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা মারেন তিনি। ৫৬ বলে ৬৪ করেন ক্লাসেন’ও। ফিনিশিং টাচ আজ দিলেন ডেভিড মিলার। ২ বলে ৭ করে অপরাজিত থাকেন তিনি।
সেমিফাইনালে প্রতিপক্ষ কে?

ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আগেই পৌঁছে গিয়েছিলো সেমিফাইনালে। আজ জানা গেলো চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) চতুর্থ সেমিফাইনালিস্টের নাম’ও। বি-গ্রুপের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। ৪ ও ৫ তারিখ রয়েছে ম্যাচ দু’টি। তবে কারা একে অন্যের মুখোমুখি হবে সেমিফাইনালে তা নিশ্চিত নয় এখনও। আগামীকাল যদি ভারত হারাতে পারে নিউজিল্যান্ডকে সেক্ষেত্রে এ-গ্রুপের শীর্ষে পৌঁছে যাবে ‘মেন ইন ব্লু।’ ৪ তারিখ দুবাইতে তখন বি-গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন রোহিত-কোহলিরা। ৫ তারিখ লাহোরে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর যদি আগামীকাল হেরে বসে টিম ইন্ডিয়া সেক্ষেত্রে এ-গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকার সুবাদে বি-গ্রুপের টেবিল টপার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্মুখসমরে নামতে হবে তাদের। সেক্ষেত্রে লাহোরে দেখা যাবে ট্রান্স-তাসমান দ্বৈরথ।