CT 2025: এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড দ্বৈরথ দিয়ে শুরু হতে চলেছে আইসিসি আয়োজিত মেগা টুর্নামেন্ট। দুই বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অভিযান শুরু করছে ২২ তারিখ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ-বি’র খেলায় তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড (AUS vs ENG)। এরপর ২৫ তারিখ রাওয়ালপিন্ডিতে প্রোটিয়াদের মুখোমুখি হবে তারা। আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে ক্যাঙারুবাহিনীর শেষ ম্যাচটি ২৮ তারিখ ফের লাহোরেই। ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খাতায়-কলমে অনেক বিশেষজ্ঞ ‘ফেভারিট’ মনে করছেন ঠিকই তবে বাস্তব ছবিটা খানিক আলাদাই। চোট-আঘাত জর্জরিত অস্ট্রেলিয়া যেন পরিণত হয়েছে ‘মিনি হাসপাতালে।’ আইসিসি’র ডেডলাইন মেনে গত ১৩ জানুয়ারি স্কোয়াড ঘোষণা করেছিলো তারা। কিন্তু বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে রদবদলের পথে।
Read More: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ টি-20 ম্যাচের জন্য প্রকাশ্যে টিম ইন্ডিয়ার স্কোয়াড, এন্ট্রি নিচ্ছেন জয়সওয়াল-বুমরাহ-গিলরা !!
কামিন্স ও হ্যাজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া-
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে জোড়া ধাক্কার সম্মুখীন অস্ট্রেলিয়া। সে দেশের সংবাদমাধ্যম কোড স্পোর্টস মারফত খবর মিলেছে যে আসন্ন মেগা টুর্নামেন্টে মাঠে নামতে পারছেন না অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) ও তারকা পেসার জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। নতুন বছরের গোড়ায় বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের পর বাইশ গজ থেকে বিরতি নিয়েছিলেন কামিন্স। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি। পাশাপাশি গোড়ালিতে পুরনো চোটের চিকিৎসার কারণেও বিরতি প্রয়োজন বলে জানান অজি অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাই স্কোয়াডে ছিলেন না তিনি। বদলি হিসেবে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয় স্টিভ স্মিথের (Steve Smith) হাতে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে কামিন্সের গোড়ালির স্ক্যানের রিপোর্ট বিশেষ আশাব্যঞ্জক নয়। এই মুহূর্তে মাঠে ফেরা অসম্ভব তাঁর জন্য।
বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) খেলার সময় চোটের কবলে পড়েছিলেন জশ হ্যাজেলউড’ও। পার্থ-এ প্রথম ম্যাচ চলাকালীনই সাইড স্ট্রেনের শিকার হন তিনি। তাই অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে পারেন নি ডান হাতি তারকা পেসার। ব্রিসবেনের তৃতীয় টেস্টে একাদশে ফিরেছিলেন ঠিকই। কিন্তু হিতে বিপরীত হয় তা। ফের ‘আহত’ হন তিনি। মেলবোর্ন ও সিডনিতে পরবর্তী দুই ম্যাচে আর মাঠে নামতে পারেন নি। হ্যাজেলউডের (Josh Hazlewood) বদলি হিসেবে খেলেন স্কট বোল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ার্ন-মুরলীধরণ ট্রফির স্কোয়াডেও রাখা হয় নি তাঁকে। আশা ছিলো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) প্রত্যাবর্তন ঘটাতে পারবেন তিনি। কামিন্সের মতই হ্যাজেলউডকে রেখেই দল ঘোষণা করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু বিধি বাম। সরে দাঁড়াতে হচ্ছে তাঁকেও। দিনকয়েকের মধ্যেই সম্ভবত বেছে নেওয়া হবে বিকল্প।
আগেই ছিটকে গিয়েছেন গ্রিন ও মার্শ-
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে অস্ট্রেলিয়ার চোট-আঘাতের তালিকাটা বেশ দীর্ঘ। যা চিন্তা বাড়িয়েছে কোচ অ্যান্ড্র ম্যাকডোনাল্ডের। মাসকয়েক আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন পিঠে আঘাত পেয়েছিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে তাঁর। লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছেন তিনি। অ্যাসেজের আগে ফেরা কার্যত অসম্ভব তাঁর জন্য। পাকিস্তানের মাঠে আসন্ন মেগা টুর্নামেন্টে নিঃসন্দেহে তরুণ অলরাউন্ডারের অভাব অনুভব করবে অজি শিবির। আহত মিচেল মার্শ’ও (Mitchell Marsh)। বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে বিশেষ নজর দিয়েছিলো অজি টিম ম্যানেজমেন্ট। যথেষ্ট কম বোলিং করেছেন তিনি। তাও শেষরক্ষা হয় নি। কোমরের পেশীতে সমস্যার কারণে আপাতত ছিটকে গিয়েছেন তিনি। মার্শের বদলির নামও এখনও পর্যন্ত ঘোষণা করে উঠতে পারে নি সিএ।
CT 2025-এক নজরে অস্ট্রেলীয় স্কোয়াড-
প্যাট কামিন্স*, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড*, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, মিচেল মার্শ*।
*অনিশ্চিত বা বাদ।