CT 2025: ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তান যেতে রাজী হয় নি টিম ইন্ডিয়া (Team India)। দীর্ঘ টানাপোড়েন শেষে তাদের ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরিত করতে কার্যত বাধ্য হয়েছে আইসিসি। পিসিবি’র তরফে বারবার সংবাদমাধ্যমের কাছে দাবী করা হয়েছিলো যে বিসিসিআই-এর আশঙ্কা নেহাতই অমূলক। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) চলাকালীন ক্রিকেটার ও সফরকারী ক্রিকেট সমর্থকদের নিরাপত্তা দিতে প্রস্তুত তাঁরা। কিন্তু গতকাল করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে তা যেন সমর্থন যুগিয়েছে ভারতের দাবীকেই। ১২৬০ কোটি টাকা খরচ করে লাহোর, করাচী ও রাওয়ালপিন্ডির তিনটি মাঠের আমূল সংস্কার করেছে পাক ক্রিকেট বোর্ড (PCB)। কিন্তু নিরাপত্তাব্যবস্থা ও ম্যাচ আয়োজনের সামগ্রীক ব্যবস্থাপনায় যে এখনও বরসড় ফাঁক রয়ে গিয়েছে তা স্পষ্ট হয়েছে গতকাল।
Read More: IPL 2025: ক্যাপ্টেন পাটিদারকে স্বাগত জানালো বেঙ্গালুরু, কোহলি থেকে দু প্লেসি, প্রশংসায় পঞ্চমুখ সকলেই !!
সংস্কারের পর ন্যাশনাল স্টেডিয়ামে গতকালই প্রথম ম্যাচ আয়োজন করেছিলো পিসিবি। ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা (PAK vs SA)। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটের বিনিময়ে ৩৫২ রান তোলে প্রোটিয়ারা। তেম্বা বাভুমা (Temba Bavuma) ৮২, হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ৮৭ ও ম্যাথু ব্রিৎজকে ৮৭ রান করেন। জবাবে ব্যাটিং করতে নেমে অধিনায়ক মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) ও সহ-অধিনায়ক সলমন আলি আঘার দুরন্ত শতরানের সুবাদে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। স্বাগতিক দেশের দুরন্ত পারফর্ম্যান্সের দ্যুতিও খানিক ম্লান হলো আয়োজকদের অব্যবস্থতার কারণে। মাঠে প্রবেশের জন্য যথেষ্ট পরিমাণ প্রবেশদ্বার খোলা না থাকায় ঘটে বড়সড় বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে চোখে পড়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা।
গতকাল নবসাজে সজ্জিত ন্যাশনাল স্টেডিয়াম উদ্বোধনের একটি অনুষ্ঠান আয়োজন করেছিলো পাকিস্তান ক্রিকেট নিয়ামক সংস্থা (PCB)। সেখানে প্রবেশ করার জন্য পর্যাপ্ত বন্দোবস্ত ছিলো না বলেই উঠছে অভিযোগ। ভিআইপি গেটের সামনে মাত্রাতিরিক্ত ভীড় সামলানোর জন্য কোনো রকম পরিকাঠামো মোতায়ন ছিলো না বলেই খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্র। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে স্টেডিয়ামের দেওয়াল বেয়ে উঠছেন বহু মানুষ। গ্রিলের গেট বা পাঁচিল টপকেও অনেককে দেখা গিয়েছে মাঠে ঢুকতে। যিনি এই ভিডিও তুলেছেন তাঁকে বলতে শোনা গিয়েছে, “সব দরজা বন্ধ, দেখুন মানুষজন কিভাবে ঢুকছেন। এদের কাজের এটাই নমুনা। কোনো ব্যবস্থাপনাই নেই।” এই করাচীতেই আগামী ১৯ তারিখ উদ্বোধন চ্যাম্পিয়ন্স ট্রফির (Ct 2025)। তার আগে এই ঘটনা যে চিন্তা বাড়াবে আইসিসি’র, তা বলাই যায়।
দেখুন ঘটনার ভিডিও-
The scene of VIP entry during Grand opening ceremony of Champions trophy 2025 in Karachi Pakistan
pic.twitter.com/7GPpMxQkyU— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 13, 2025
Also Read: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না ঋষভ পন্থের, উইকেটকিপিং বিকল্প বেছে নিলো টিম ইন্ডিয়া !!