CT 2025: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আয়োজক হিসেবে রয়েছে পাকিস্তান। কেবলমাত্র টিম ইন্ডিয়ার (Team India) ম্যাচগুলি আয়োজিত হবে দুবাইতে। আইসিসি টুর্নামেন্টগুলি শুরুর এক মাস আগে সাধারণত প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে অংশগ্রহণকারী দেশগুলি। পরে স্কোয়াডে রদবদলের সুযোগ থাকে তাদের কাছে। কিন্তু এবার অন্য রাস্তা বেছে নিয়েছে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর পাঁচ সপ্তাহ আগেই চূড়ান্ত স্কোয়াড সামনে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সকালে একটি বিশেষ ভিডিও’র মাধ্যমে নির্বাচিত তারকাদের সাথে ক্রিকেটজনতার পরিচয় করিয়ে দিয়েছিলো নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা। এবার দল ঘোষণার পথে হাঁটলো বাংলাদেশও।
প্রত্যাশামতই বাংলাদেশের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। এছাড়া তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মত পরিচিত তারকারা রয়েছেন দলে। আসন্ন টুর্নামেন্টের বড় চমক হতে পারেন জাকের আলি অনীক (Zaker Ali Anik)। বিগ হিটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে সুনাম কুড়িয়েছেন তিনি। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। চেন্নাইতে পরীক্ষার পরেও তাঁর বোলিং অ্যাকশনকে ছাড়পত্র দেন্ নি বিশেষজ্ঞরা। কেবলমাত্র ব্যাটার হিসেবে শাকিবকে খেলাতে রাজী নন নির্বাচকেরা। তাঁর অনুপস্থিতিতে বড় দায়িত্ব নিতে হবে মেহদী হাসান মিরাজকে। লিটন দাসের (Litton Das) বাদ পড়াও বাংলাদেশ স্কোয়াডের অন্যতম চমক। তানজিদ তামিমের সাথে হয়ত ওপেন করবেন সৌম্য সরকার।
Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জসপ্রীত বুমরাহ, ‘অশনি সঙ্কেত’ দেখছে টিম ইন্ডিয়া !!
দল ঘোষণা BCB-র-
Bangladesh Squad for ICC Men’s Champions Trophy 2025#BCB #Cricket #ChampionsTrophy #Bangladesh pic.twitter.com/GtO9UtNihp
— Bangladesh Cricket (@BCBtigers) January 12, 2025
এক নজরে সম্পূর্ণ দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনীক, মেহদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রাণা।
CT 2025-এ বাংলাদেশের সূচি-
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় (IST) |
২০/০২/২০২৫ | ভারত | দুবাই | দুপুর ২:৩০ |
২৪/০৩/২০২৫ | নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি | দুপুর ২:৩০ |
২৭/০২/২০২৫ | পাকিস্তান | রাওয়ালপিন্ডি | দুপুর ২:৩০ |
বাংলাদেশ স্কোয়াডের শক্তি-
- রাওয়ালপিন্ডির মাঠে গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। মাসখানেক আগে এই মাঠেই পাকিস্তানকে পরপর দু’টি টেস্টে হারিয়ে সিরিজ জিতেছিলো টাইগারবাহিনী। পয়া মাঠ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) আত্মবিশ্বাস যোগাবে তাদের।
- অলরাউন্ডাররা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) বড় ভরসা হতে পারেন বাংলাদেশের। উইকেট আগলে ব্যাটিং করার পাশাপাশি অফস্পিনেও নজর কাড়া মেহদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। সাথে থাকছেন বাংলাদেশের ক্রিকেটের উঠতি তারকা জাকের আলি অনীক’ও। লেগস্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে তাঁর থেকে ধুন্ধুমার ক্যামিও’র প্রত্যাশায় দল।
- বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের মধ্যে মাত্র দুইজন রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দলে। সম্পদ হতে পারেন মাহমুদুল্লাহ (Mahmudullah) ও মুশফিকুর (Mushfiqur Rahim)। টাইগার জার্সিতে বহু ম্যাচে ক্রাইসিস ম্যানের ভূমিকায় দেখা গিয়েছে দুজনকেই। এটাই সম্ভবত শেষ আইসিসি টুর্নামেন্ট দুজনেরই। চাইবেন স্মরণীয় করে রাখতে।
- নজর কাড়তে পারেন বাংলাদেশের পেসাররা। ছন্দে রয়েছেন তাস্কিন আহমেদ (Taskin Ahmed)। সাদা বল হাতে বরাবরই ভয়ঙ্কর মুস্তাফিজুর রহমান। নাহিদ রাণা (Nahid Rana) ও তানজিম হাসান সাকিবদের মত তরুণ তুর্কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধার বাড়াবে বাংলাদেশের।
বাংলাদেশ স্কোয়াডের দুর্বলতা-
- সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) নির্বাচকেরা। তামিম ইকবাল (Tamim Iqbal) সরে দাঁড়িয়েছিলেন গত পরশু। শাকিব আল হাসানকেও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে রাখেন নি তাঁরা। তারকা অলরাউন্ডারের অভিজ্ঞতাকে নিঃসন্দেহে ‘মিস’ করবে দল। জায়গা হয় নি লিটন দাসেরও (Litton Das)। অনুভূত হতে পারে তাঁর অভাবও।
- অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto) নিয়ে চিন্তা থাকবে টিম ম্যানেজমেন্টের। ফর্মে নেই বাম হাতি ব্যাটার। চোট সারিয়ে সদ্য ফিরছেন দলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড়সড় চাপের মুখে থাকবেন তিনি।
- বাংলাদেশের ব্যাটিং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি’তে (CT 2025) আদৌ ‘ক্লিক’ করবে কিনা তা নিয়ে সন্দিহান ক্রিকেটদুনিয়া। ধারাবাহিকতার অভাব বরাবর দেখা গিয়েছে সৌম্য সরকারের (Soumya Sarkar) মধ্যে। তানজিম হাসান তামিম, তৌহিদ হৃদয়রাও নিয়মিত রানের মধ্যে নেই। ভারত, পাকিস্তান বা নিউজিল্যান্ডের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁরা কেমন পারফর্ম করেন, নজর থাকবে সেদিকে।