CT 2025: ভারতের বিরুদ্ধে গত বৃহস্পতিবার ৪ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারলো না তারা। আজ রাওয়ালপিন্ডির মাঠে হারতে হলো নিউজিল্যান্ডের বিপক্ষে। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো কিউই ব্রিগেড। সৌম্য সরকারকে সরিয়ে ওপেন করতে নেমেছিলেন টাইগার্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। চেষ্টা চালালেন ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ানোর। কিন্তু অপরপ্রান্তে তেমন কাউকেই পেলেন না সঙ্গী হিসেবে। লোয়ার অর্ডারে জাকের আলি ৪৫ করলেন ঠিকই, কিন্তু ততক্ষণে দেরী হয়ে গিয়েছে অনেকটাই। শেষমেশ ২৩৬ রান স্কোরবোর্ডে তুলেছিলো বাংলাদেশ। রান তাড়া করতে নেমে চার ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে বসেছিলো নিউজিল্যান্ড। আশা জেগেছিলো পদ্মাপারে। কিন্তু রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) অনবদ্য শতরান নিভিয়ে দেয় সেই প্রদীপ। ২৩ বল বাকি থাকতেই জয় ছনিয়ে নেয় ব্ল্যাক ক্যাপসরা।
Read More: CT 2025: “মনে মনে জানতাম…” মেলে নি ভারত-পাক ম্যাচের ভবিষ্যদ্বাণী, চাপে পড়ে সাফাই IIT বাবা’র !!
একা কুম্ভ হয়েই লড়লেন শান্ত-

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ রাওয়ালপিন্ডিতে শুরুটা খারাপ করে নি বাংলাদেশ (BAN vs NZ)। ওপেনিং জুটিতে আসে ৪৫ রান। কিন্তু নবম ওভারে তামিম (Tanzid Hasan Tamim) ফেরার পর ধস নামে টাইগার্স ব্যাটিং লাইন-আপে। মেহদী হাসান মিরাজ আউট হন ১৩ করে। ভারতের বিরুদ্ধে শতরান করেছিলেন তৌহিদ হৃদয়। আজ ৭-এর বেশী এগোতে পারেন নি তিনি। ব্যর্থ অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদুল্লাহ রিয়াদ’ও। লড়াই চালাচ্ছিলেন অধিনায়ক শান্ত (Najmul Hossain Shanto)। কিন্তু ৩৮তম ওভারে আউট হন তিনিও। ১১০ বলে করেন ৭৭ রান। ভারতের পর আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও উজ্জ্বল জাকের আলি অনীক (Zaker Ali)। তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫ রান। রিশাদ হোসেনকে সাথে নিয়ে লোয়ার অর্ডারে কিছু রান যোগ করেন তিনি। শেষমেশ ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ৪ উইকেট নেন মাইকেল ব্রেসওয়েল।
সহজ জয় নিউজিল্যান্ডের-

রান তাড়া করতে নেমে রীতিমত বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলো নিউজিল্যান্ড। গত ম্যাচে শতরান করার পর আজ খাতাই খুলতে পারেন নি উইল ইয়ং (Will Young)। তাস্কিন আহমেদের বল স্টাম্প উপড়ে দেয় তাঁর। চতুর্থ ওভারের তৃতীয় ডেলিভারিতে যখন কেন উইলিয়ামসনকে ফেরালেন নাহিদ রাণা, তখন কিউইদের স্কোরবোর্ডে মাত্র ১৩ রান। অঘটনের আশঙ্কা ততক্ষণে জাঁকিয়ে বসেছে রাওয়ালপিন্ডির গ্যালারিতে। কিন্তু চাপ বজায় রাখতে আরও একবার ব্যর্থই হলো বাংলাদেশ। কপালের চোট সারিয়ে আজ মাঠে নেমেছিলেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। শান্ত-মিরাজদের হাতের মুঠো থেকে ম্যাচ কেড়ে নিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ অলরাউন্ডারই। ১০৫ বলে ১১২ রান করেন তিনি। অর্ধশতক এলো অভিজ্ঞ টম ল্যাথামের ব্যাট থেকেও। শেষে গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন কিউইদের।
বাংলাদেশের সাথে বিদায় পাকিস্তানেরও-

আজ নিউজিল্যান্ডের জয়ের সাথে সাথে স্পষ্ট হয়ে গেলো গ্রুপ-এ’র ভবিষ্যত’ও। ২ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট ও +০.৮৬৩ নেট রান-রেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়া। ম্যাচ, জয় ও পয়েন্ট সংখ্যা এক হলেও কিউইদের তুলনায় নেট রান-রেটে সামান্য পিছনে রোহিত-কোহলিরা। সেমিফাইনালের টিকিট নিশ্চিত দুই দলেরই। আগামী ২ মার্চ যে পক্ষ জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পা দেবে পরের পর্বে। অন্যদিকে আজকের ফলাফল একইসাথে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) থেকে ছিটকে দিলো বাংলাদেশ ও পাকিস্তান’কে। ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ পাক শিবিরকে ট্রফি জয়ের অন্যতম দাবীদার হিসেবে দেখছিলেন রবি শাস্ত্রী, রিকি পন্টিং-রা। কিন্তু যাবতীয় ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলো তারা। ২৭ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে জিতে মানরক্ষাই এখন একমাত্র লক্ষ্য বাবর-রিজওয়ানদের।