CT 2025

CT 2025: দুবাইয়ের মাঠে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। গত দুই বছরে বারবার চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জিতেছে টিম ইন্ডিয়া। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) লড়াইতে কি ফলাফল হয় সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। বাধ্য হয়েই ওপেনিং জুটিতে আজ বদল করতে হয়েছে তাঁদের। ফখর জামান চোট পেয়ে ছিটকে যাওয়ায় বাবর আজমের (Babar Azam) সাথে মাঠে নেমেছিলেন ইমাম-উল-হক (Imam-ul-Haq)। তাঁদের ডান হাতি-বাম হাতি কম্বিনেশন প্রথম কয়েকটি ওভার সাবলীল ভাবেই সামলেছিলো শামি-হর্ষিতদের আক্রমণ। কিন্তু খেলার মোড় ঘুরে যায় নবম ওভারে। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) কভার ড্রাইভ মারতে গিয়েছিলেন উইকেটরক্ষক রাহুলের দস্তানায় ধরা পড়েন বাবর আজম। এর কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ইমাম’ও। রান-আউট হন তিনি।

Read More: ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ, গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়লেন মোহম্মদ শামি !!

২০২৩-এর বিশ্বকাপের পর ওয়ান ডে দল থেকে বাদ পড়েছিলেন ইমাম-উল-হক (Imam-ul-Haq)। ফখর জামান আহত হওয়ায় তড়িঘড়ি তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে সামিল করেছেন নির্বাচকরা। আজ মাঠেও নেমেছিলেন ইমাম। কিন্তু হঠাৎ চলে আসা সুযোগের সদ্ব্যবহার আর করা হলো না তাঁর। প্রথম পাওয়ার-প্লে’র শেষ ওভারে দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট হলেন তিনি। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) নির্বিষ ডেলিভারি মিড অনের দিকে ঠেলেছিলেন ইমাম। ফিল্ডার মোতায়েন থাকা সত্ত্বেও দৌড়ন সিঙ্গলের জন্য। ঝড়ের গতিতে বল তালুবন্দী করে নন-স্ট্রাইকার প্রান্তে উইকেটের দিকে ছুঁড়েছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। নিশানায় অভ্রান্ত ছিলেন ভারতীয় অলরাউন্ডার। শেষ মুহূর্তে বিপদ বুঝতে পেরে শরীর’ও ছুঁড়ে দিয়েছিলেন পাকিস্তানী ব্যাটার। কিন্তু তাতেও রক্ষা পান নি তিনি। অক্ষরের থ্রো যখন স্টাম্প ভেঙে দেয়, তখনও ক্রিজ থেকে অনেকটাই দূরে ছিলেন ইমাম।

দেখে নিন রান-আউটের ভিডিও-

২৬ বলে আজ ২৩ রানের বেশী এগোতে পারেন নি বাবর আজম। সাদা বলের আইসিসি প্রতিযোগিতায় তিনি আজ ১০০০ রান সম্পূর্ণ করলেন ঠিকই কিন্তু অফ ফর্মের অন্ধকার কাটিয়ে উঠতে আর পারলেন না। ২৬ বলে ১০ করে আউট ইমাম’ও। প্রতিবেদন লেখার সময় অবধি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে ১৪ ওভারে পাকিস্তানের স্কোর ৬১ রানের ব্যবধানে ২ উইকেট। ক্রিজে রয়েছেন সাউদ শাকিল ও অধিনায়ক মহম্মদ রিজওয়ান। আপাতত ম্যাচের রাশ টিম ইন্ডিয়ার হাতে থাকলেও রোহিত-কোহলিদের কপালে খানিক চিন্তার ভাঁজ ফেলতে পারে মহম্মদ শামির (Mohammed Shami) চোট। সদ্যই মাঠে ফিরেছেন তারকা পেসার। আজ বেশ কিছুক্ষণ শিন বোন চেপে ধরেছিলেন তিনি। ছুটে আসতে হয় ফিজিওকেও। তাঁর চোট যদি গুরুতর হয় তাহলে শুধু আজকের ম্যাচ নয়, সম্পূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফিতেই (CT 2025) সমস্যা বাড়বে ভারতের।

Also Read: CT 2025 IND vs PAK: “একাই ডুবিয়ে দেবে…” প্রথম ওভারে পাঁচ ‘ওয়াইড’ শামি’র, মাথায় হাত সোশ্যাল মিডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *