CT 2025: গত ১৮ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। প্রত্যাশামতই অধিনায়ক পদ ধরে রেখেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সফরের চূড়ান্ত ব্যর্থতার পরেও সরতে হচ্ছে না তাঁকে। সহ-অধিনায়ক কে হবেন তা নিয়েও জল্পনা ছিলো। শ্রীলঙ্কা সফরের পর ফের একবার শুভমান গিলের উপর আস্থা রেখেছে বোর্ড। এছাড়া বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের জায়গা হয়েছে স্কোয়াডে। টেস্ট ও টি-২০তে ভালো পারফর্ম করার পর ওডিআইতে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল’ও। দস্তানা হাতে কাকে দেখা যাবে স্টাম্পের পিছনে তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েই গিয়েছে। ঋষভ পন্থ (Rishabh Pant) ও কে এল রাহুলের (KL Rahul) মধ্যে রয়েছে প্রতিদ্বন্দ্বীতা। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) একাদশে সামিল হওয়ার দৌড়ে কে এগিয়ে সে বিষয়ে নিজের মত জানালেন আকাশ চোপড়া।
Read More: CT 2025: তারকা পেসারের সাথে ছিটকে যাচ্ছেন অধিনায়কও, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘোর সঙ্কটে দল !!
রাহুলকেই এগিয়ে রাখছেন আকাশ-
নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত নানা বিষয়ে মতামত ব্যক্ত করেন প্রাক্তনী আকাশ চোপড়া (Aakash Chopra)। সম্প্রতি একটি ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ধাঁধা সমাধানের চেষ্টা করতে। ঋষভ ও রাহুল, দুজনেরই শক্তি ও দুর্বলতার দিকগুলো তুলে ধরেছেন তিনি। টিম কম্বিনেশন ও পারফর্ম্যান্সের দিক থেকে কে এগিয়ে, কেই বা খানিক পিছিয়ে সে বিষয়গুলিকেও নিজের মত করে ব্যাখ্যা করেছেন তিনি। ইউটিউব ভিডিওতে আকাশ জানান, “দুই ধরণের মতবাদ ঘোরাফেরা করছে। ভারতীয় দলে এমনিতেই প্রচুর ডান হাতি ব্যাটার রয়েছে। শুভমান গিল রয়েছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি রয়েছে। রাহুল, হার্দিক রয়েছে। একজন বাম হাতি কি প্রয়োজন নয়? যাঁরা তেমনটা ভাবছেন তাঁরাই চাইছেন ঋষভ পন্থকে একাদশে সুযোগ দিতে।” এরপর অবশ্য মুদ্রার উল্টোপিঠটাও তুলে ধরেছেন তিনি।
“কে এল রাহুল কোনো ভুল করে নি। যা ওর পক্ষে যায়। ওর নাম রাহুল বলে কি ওকে খালি পিছনের সারিতে রাখবেন? উইকেটকিপিং, ব্যাটিং-এ নীচের দিকে নামা, সতীর্থদের জল খাওয়ানো-দলের যা যা প্রয়োজন সবই কি ওকে দিয়ে করাবেন? তেমনটা হতে পারে না,” সাফ জানিয়েছেন আকাশ। “ও (রাহুল) বিশ্বকাপে খুব ভালো খেলেছিল। আমার এখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেপকে ম্যাচটা মনে রয়েছে। ফাইনালে মন্থর খেলার জন্য ওকে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে ঠিকই, কিন্তু যে স্কোরে আমরা পৌঁছেছিলাম সেটাও হয়ত হত না যদি সেই সময় ও দ্রুত আউট হয়ে যেত। আমি কে এল রাহুলকে বেছে নিচ্ছি কারণ ও কোনো ভুল করে নি। অন্য কেউ ভালো করেছে বলে কেন নির্দোষ কাউকে বাদ দেবেন? ঋষভ পন্থ ওডিআইতে এখনও পরিণত নয়। রাহুলেরই এগিয়ে থাকা উচিৎ,” সংযোজন তাঁর।
কি বলেছেন আকাশ? দেখে নিন-
Who should be india’s wicket keeper for the Champions Trophy: Pant or KL? – was one of the interesting questions I got on X yesterday. Have answered a few more #AskAakash questions in today’s video 👇
Checkout #AapKiVani now: https://t.co/dwRFbGk55H pic.twitter.com/FfNAeeOWe2
— Aakash Chopra (@cricketaakash) February 4, 2025
রাহুল ও পন্থের ওডিআই পরিসংখ্যান-
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াডে রয়েছেন কে এল রাহুল (KL Rahul) ও ঋষভ পন্থ। একাদশে জায়গা পাওয়া নিয়ে সম্মুখসমরে তাঁরা। পরিসংখ্যানের বিচারে কর্ণাটকের রাহুল খানিকটা এগিয়েই থাকবেন দিল্লীর পন্থের তুলনায়। ২০১৬ সাল থেকে একদিনের ক্রিকেট খেলছেন তিনি। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দেশের প্রতিনিধিত্ব করেছেন ৭৭টি ম্যাচে। ৪৯.১৫ গড়ে ২৮৫১ রান রয়েছে তাঁর। শতরানের সংখ্যা ৭, অর্ধশতক ১৮টি। এর আগে এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপে কিপিং করেছেন তিনি। পক্ষান্তরে একদিনের ক্রিকেটে ঋষভ পন্থের (Rishabh Pant) অভিষেক ২০১৮ সালে। ব্যাট হাতে এখনও পর্যন্ত ফর্মের শিখরে পৌঁছতে পারেন নি তিনি। ৩১ ম্যাচ খেলে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৭১ রান। গড় ৩৩.৫০। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি শতরান রয়েছে তাঁর। করেছেন ৫টি অর্ধশতক। ওডিআই ফর্ম্যাটে ২০১৯-এর বিশ্বকাপ খেললেও কিপিং-এর অভিজ্ঞতা নেই তাঁর।