সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৫’এর (IPL 2025) ৪৩তম ম্যাচ। আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (CSK vs SRH)। দুই দলের কথা বলতে গেলে, আজকের ম্যাচ শুরুর আগে নবম স্থানে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দশম স্থানে ছিল চেন্নাই সুপার কিংস। আর আজকের ম্যাচ পরিসমাপ্তির পর হায়দ্রাবাদ অষ্টম স্থানে উঠে আসলো। টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে চেন্নাই সুপার কিংস ১৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল, যা তাড়া করতে এসে খুব সহজেই ৮ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয়।
টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক করা ডিওয়ল্ড ব্রেভিস ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন। পাশাপশি, তরুণ আয়ুশ মাত্রের ৩০ রান ও দীপক হুডার ২২ রানে চেন্নাই সুপার কিংস ১৫৪ রান বানাতেই সক্ষম হয়েছিল। সানরাইজার্সের হয়ে অসাধারণ বোলিং প্রদর্শন করেন হার্সাল প্যাটেল, তিনি মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। তাছাড়া, দুটি করে উইকেট নেন ক্যাপ্টেন কামিন্স ও জয়দেব উনাদকাট। চেন্নাইয়ের বানানো স্বল্প রান তাড়া করতে এসে প্রথম থেকেই ব্যাকফুটে চলে গিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।
Read More: বন্ধ হচ্ছে না ভারত-পাকিস্তানের ম্যাচ, তবে কি ICC’র কাছে মাথানত করলো বিসিসিআই !!
৫ উইকেটে ম্যাচ জিতলো SRH

দ্বিতীয় বলে খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাওয়ার প্লের মধ্যে ২ উইকেটে মাত্র ৩৭ রান বানায় সানরাইজার্স দলের ব্যাটসম্যানরা। ট্রেভিস হেড (Travis Head) পাওয়ার প্লের শেষ ওভারে হারিয়ে ফেলেন নিজের উইকেট। তিনি ১৬ বলে ১৯ রান বানিয়েই প্যাভিলিয়নে ফেরেন। সানরাইজার্সের হয়ে আজ ছন্দে দেখা গেল ঈশান কিষানকে (Ishan Kishan)। ৩৪ বলে পাঁচটি চার ও ১টি ছক্কায় ৪৪ রান বানান তিনি। তবে এবার মধ্যে ওভারে সানরাইজার্সের ব্যাটিং ধস দেখা যায়। ৮ বলে ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন হেনরিখ ক্লাসেন, ১৯ বলে ১৯ রান বানান অনিকেত ভার্মা। শেষের দিকে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে এসেছিল ২২ বলে ৩টি চারে ৩২ রান ও নীতিশ রেড্ডি (Nitish Reddy) ১৩ বলে ২টি চারে ১৯ রান বানিয়ে সানরাইজার্সের হয়ে এই মৌসুমের তৃতীয় জয় ছিনিয়ে নিলো। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ২ উইকেট পান নূর আহমেদ এবং একটি করে উইকেট নিয়েছেন খলিল আহমেদ, অংশুল কম্বোজ ও রবীন্দ্র জাদেজা।