IPL 2025: ১৭ বছর পর চেন্নাইতে কোহলিদের রাজ, ৫০ রানে ম্যাচ জিতলো RCB !! 1

IPL 2025: ১৭ বছর পর চেন্নাই সুপার কিংসকে চেন্নাইতে পরাস্ত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজকের ম্যাচের কথা বলতে গেলে টস জিতে চেন্নাই দলের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন যা একেবারেই বুমেরাং হয়ে ফিরে এসেছে চেন্নাইয়ের পক্ষে। প্রথম থেকে আগ্রাসী ব্যাটিংয়ের প্রমান দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওপেনার ব্যাটসম্যান ফিলিপ সল্ট (Philip Salt)। প্রথম ম্যাচেও কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে পাওয়ার প্লের ভিতরেই অসাধারণ সূচনা দিয়েছিলেন তিনি. আজকের ম্যাচেও তার কোন অন্যথা হলো না। প্রথমে ব্যাটিং করে চেন্নাইয়ের ধীর গতির উইকেটে রানের পাহাড় খাড়া করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল যা তুলতে রীতিমতন হিমশিম খেয়ে যায় সুপার কিংস বাহিনী।

১৯৬ রান বানায় RCB

Ipl 2025
Tim David | Image: Getty Images

প্রথমে ব্যাটিং করতে এসে আগ্রাসী সূচনা দেন ফিলিপ সল্ট (Philip Salt)। পাওয়ার প্লের ভিতরেই ১৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। কিং কোহলি ৩০ বলে ৩১ রান বানিয়ে আউট হন। দলের হয়ে দুরন্ত অর্ধ-শতরানের ইনিংস খেলেছেন ক্যাপ্টেন রজত পতিদার (Rajat Patidar)। ৩২ বলে চারটি চার এবং তিনটি ছক্কায় ৫১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি।

Read More: IPL 2025: উইকেটের পিছনে বিদ্যুৎ গতিতে ধোনির স্ট্যাম্পিং, সাজঘরে ফিরলেন ফিলিপ সল্ট !!

শেষের দিকে টিম ডেভিডের ২২, জিতেশ শর্মার ১২ রানের দৌলতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭ উইকেটে ১৯৬ রান বানাতে সক্ষম হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স দল। চেন্নাইয়ের হয়ে সর্বাধিক ৩ উইকেট নিয়েছিলেন নূর আহমেদ, তাছাড়া ২টি উইকেট নিয়েছিলেন পথিরানা এবং ১টি করে উইকেট পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং খলিল আহমেদ।

১৪৬ রানে গুটিয়ে গিয়েছে চেন্নাই

IPL 2025
CSK vs RCB | Image: Getty Images

রানের পাহাড় তাড়া করতে এসে চেন্নাইয়ের হয়ে ওপেনিং করতে এসে আবার একবার দ্রুত উইকেট হারিয়ে ফেলেন ওপেনার রাহুল ত্রিপাঠি। ৩ বলে ৫ রান বানিয়ে জোশ হ্যাজেলউডের বলে নিজের উইকেট হারান। ক্যাপ্টেন ঋতুরাজ একই ওভারেই ৪ বলে ০ রান বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। রয়্যাল চ্যালেঞ্জার্স দলের বিরুদ্ধে চেন্নাইয়ের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা একেবারে ব্যার্থ হয়েছেন। দীপক হুদা ৯ বলে ৪, স্যাম কুরান ১৩ বলে ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৭৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। শেষের দিকে, শিবম দুবে ১৫ বলে ১৯, রবীন্দ্র জাদেজা ১৯ বলে ২৫, অশ্বিন ৮ বলে ১১ এবং ধোনির ১৬ বলে ৩০ রানের দৌলতে ৮ উইকেটে ১৪৬ রানে সমাপ্ত হয় চেন্নাইয়ের ইনিংস। দলের হয়ে সর্বাধিক ৪১ রানের ইনিংসটি এসেছিল রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে। ব্যাঙ্গালুরুর হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন জোশ হ্যাজেলউড, ২টি করে উইকেট পান যশ দয়াল ও লিয়াম লিভিংস্টোন এবং ১ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার।

Read Also: IPL 2025, CSK vs RCB: “এরা রঞ্জি বোলার না…”, বেঙ্গালুরুর বিপক্ষে শূন্য রানে আউট হয়ে ট্রোলের শিকার রুতুরাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *