এল ক্লাসিকোতে জয়ের ধারা অব্যহত চেন্নাই সুপার কিংসের, ৪ উইকেটে জয় ছিনিয়ে নিলো ঋতুরাজ বাহিনী !! 1

সমাপ্ত হয়েছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলের আইপিএল ২০২৫-এর (IPL 2025) তৃতীয় ম্যাচ। আজকের ম্যাচে, টস জেতেন চেন্নাই সুপার কিংস দলের ঋতুরাজ গাইকোয়ার্ড (Ruturaj Gaikwad)। আইপিএলের সবথেকে বড় দুই দল আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল। মুম্বাইকে ৪ উইকেটে পরাস্ত করলো চেন্নাই সুপার কিংস। ২০১২ সালের পর থেকে আইপিএলের প্রথম ম্যাচে জিততে ব্যার্থ মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসলো চেন্নাই সুপার কিংস (CSK)।

১৫৫ রানে শেষ হয় মুম্বইয়ের ব্যাটিং

Ipl 2025
CSK vs MI | Image: Getty Images

প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ওভারেই খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেনিং করতে আসা রিয়ান রিকেলটন ৭ বলে ১৩ এবং ৭ বলে ১১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন উইল জ্যাকস। ৩৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলে মুম্বাই এবং পাওয়ার প্লেতে মাত্র ৫২ রান বানাতেই সক্ষম হয়েছিল MI পাল্টান। দলের হয়ে কিছুটা কামব্যাক করান ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং তিলক ভার্মা (Tilak Varma)। ২৬ বলে ২৯ রান বানান স্কাই এবং ২৫ বলে ৩১ রান বানন তিলক। তাছাড়া, শেষের দিকে দীপক চাহারের ব্যাট থেকে ১৫ বলে ২৮ রানের অসাধারণ একটি ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। যার দৌলতে সুপার কিংসের সামনে ১৫৫ রান বানাতে সক্ষম হয়েছিল MI পল্টন। চেন্নাইয়ের জার্সিতে অভিষেক করা নূর আহমেদ (Noor Ahmed) মাত্র ১৮ রান দিয়ে সর্বাধিক চার উইকেট তুলে নিয়ে মুম্বইয়ের ব্যাটিং অর্ডারকে তছনছ করে দিয়েছিলেন। পাশাপশি, খলিল আহমেদ ৩ উইকেট তুলে নেন।

Read More: IPL 2025 DC vs LSG: প্রতিপক্ষ পন্থের বিরুদ্ধে মর্যাদার লড়াই দিল্লীর, মজবুত মিডল অর্ডারের ছক কষছেন কোচ বাদানি !!

৫ বল বাঁকি থাকতে হয় ছিনিয়ে নেয় CSK

Ipl 2025
CSK vs MI | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে আজ রাচিন রবীন্দ্রর সাথে ঋতুরাজ গাইকোয়ার্ড নন বরং রাহুল ত্রিপাঠি। দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়ে ফেলেন রাহুল ত্রিপাঠি। তিনে ব্যাটিং করতে এসে, ক্যাপ্টেন ঋতুরাজ মাত্র ২৬ বলে ৬টি চার এবং ৩টি ছক্কায় ৫৩ রান বানান তিনি। এছাড়া, ওপেনিং করতে আসা রচিন রবিন্দ্র বেশ দারুন প্রদর্শন দেখিয়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধে মূলত দুই ব্যাটসম্যানই প্রদর্শন করেছেন। রাচিন রবীন্দ্র দলের হয়ে সর্বাধিক ৪৫ বলে দুটি চার এবং চারটি ছক্কায় ৬৫ রান বানান। তাছাড়া, শিবম দুবে ৭ বলে ৯, দীপক হুডা ৫ বলে ৩, স্যাম কারান ৯ বলে ৪ এবং জাদেজা ১৮ বলে ১৭ রান বানান। ১৯.১ ওভারে ছক্কা হাঁকিয়ে চার উইকেটে ম্যাচে জয় সুনিশ্চিত করে নিলো চেন্নাই সুপার কিংস।

Read Also: IPL 2025 CSK vs MI Highlights: জয় দিয়ে যাত্রা শুরু চেন্নাইয়ের, চেপকের মাঠে ধরাশায়ী মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *