বৌদিবাজির চক্করে ক্যারিয়ার শেষ হয়েছিল CSK’র এই প্লেয়ারের, প্রতিভা থাকা সত্ত্বেও অল্প বয়সে নিতে হয়েছিল অবসর !! 1

CSK: ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হলেও কিছু সময় ক্রিকেট পরিণত হয়েছে অভদ্রলোকের খেলায়। তবে কিছুসময় মাঠের ঝগড়া পারিবারিক হয়ে যায়, আর তখনই খবরের শিরোনামে চলে আসে অভদ্রতার ছোঁয়া। ভারতীয় ক্রিকেটে এমন এক ঘটনা সামনে এসেছিল যখন বৌদিবাজির চক্করে ক্যারিয়ার হারাতে গিয়েছিল এক প্রতিভাবান খেলোয়াড়ের।

এমনকি এই প্রতিভাবান খেলোয়াড়টি এক সময়ে চেন্নাই সুপার কিংস (CSK) দলের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন। ঘরোয়া লীগ এবং আইপিএলের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করার পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। এমনকি, আইপিএলের প্রদর্শনের ভিত্তিতে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডাক পেয়েছিলেন তিনি তবে জাতীয় দলের হয়ে বেশিদিন টিকতে পারেননি তিনি।

Read More: ৬, ৬, ৬, ৬, ৬…CSK উইকেটরক্ষকের ধুন্ধুমার ব্যাটিং, করে ফেললেন ট্রিপল সেঞ্চুরি !!

বৌদিবাজির চক্করে ক্যারিয়ার ভেস্তে যায় এই খেলোয়াড়ের

Murali Vijay, ক্রিকেট, csk
Murali Vijay | Image: Getty Images

আর এই প্লেয়ারটি হলেন ভারতীয় দলের টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার মুরালি বিজয় (Murali Vijay)। জাতীয় দলের হয়ে বেশ কিছু সময় ধরে টেস্ট ক্রিকেটে ওপেনিং এর দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার, এক সময়ে চেন্নাই সুপার কিংস দলের হয়ে রুদ্ধশ্বাস ব্যাটিং করতেন বিজয়। ২০০৯ সালে প্রথম চেন্নাই দলে এন্ট্রি হয়েছিল বিজয়ের। চেন্নাইয়ের হয়ে ৮৯ টি ম্যাচ খেলেছেন তিনি, যেখানে ২৫.৯৪ গড়ে ২২০৫ রান বানিয়েছিলেন তিনি পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ১২৩.৪৬। এমনকি চেন্নাইয়ের জার্সিতে দুটি শতরান ও ১০টি অর্ধ-শতরান বানিয়েছিলেন তিনি।

যদিও তার এই স্বপ্নের কারিয়ার ভেস্তে গিয়েছিল অল্প সময়ের মধ্যেই। ভারতীয় জাতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার পর কেবলমাত্র নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পেরেছিলেন ভারতের জার্সিতে। তাছাড়া ১৭ টি ওডিআই ম্যাচেই শেষ হয়ে যায় তার সাদা বলে ক্রিকেট ফরম্যাট। যদিও এই সময়ে বিজয়ের মধ্যে জেগে ওঠে বৌদিবাজির এক নেশা। নেশা আর পেশার সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যার্থ হন বিজয় এবং ক্যারিয়ার যায় নিমেষে ভেস্তে।

প্রিয় বন্ধুকে ধোঁকা দেন বিজয়

Team india, murali vijay
Murali Vijay and Nikita Vijay | Image: Twitter

একসময়ে সতীর্থ দীনেশ কার্তিকের বৈবাহিক সম্পর্কচ্ছেদে বড় দায়িত্ব নিয়েছিলেন মুরলি বিজয়। ছোটবেলার বান্ধবী নিকিতা বাঞ্জারার সঙ্গে প্রেম করেই বিবাহ সম্পন্ন হয়েছিল দীনেশ কার্তিকের। ২০০৭ সালে দুজনে সাত পাকে বাঁধা পড়েন। সেই সময় দলে নিয়মিত সদস্য ছিলেন কার্তিক, তবে কিছু বছর পরেই তাদের সম্পর্কে ফাটল ধরে বিজয়ের কারণেই। ২০১২ সালে ফাঁস হয়ে বিজয় ও নিকিতার এই কীর্তি, দুজনের ঘটনা জানতে পেরে বিবাহ বিচ্ছেদ হয় কার্তিক ও নিকিতার।

Read Also: MS ধোনিকে উপেক্ষা করে ভারতের সর্বকালের সেরা দল বাছলেন কার্তিক, জায়গা পেলেন না এই কিংবদন্তি খেলোয়াড়ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *