IPL 2025: "২-৩টি ছয় মেরে ভক্তদের বোকা বানাচ্ছেন.." বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর ধোনিকে তীব্র আক্রমণ ভক্তদের !! 1

IPL 2025: আজ আইপিএলের আরও এক হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হয়ে থাকলো ক্রিকেটভক্তরা। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ঘরে ঢুকে রীতিমতো রাজত্ব চালিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। প্রথম ইনিংসেই ব্যাট হাতে আক্রমনাত্মক হয়ে ওঠে রজত পাটিদারের (Rajat Patidar) দল। বিরাট কোহলি (Virat Kohli) ৩১ রানে আউট হলেও ব্যাট হাতে অধিনায়ক দুরন্ত অর্ধশতরান করেন। এর ফলে ১৯৭ রানের লক্ষ্যমাত্রা দেয় আরসিবি (RCB)। এই রান তাড়া করতে নেমে একে পর এক উইকেট হারিয়ে ঘরের মাঠে বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই ব্যাটসম্যানরা।

চেন্নাইকে ৫০ রানে হারালো RCB

Ipl 2025
CSK vs RCB | Image: Getty Images

ওপেনার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) একমাত্র ৪১ রান করে লড়াই চালিয়েছিলেন। অন্যদিকে যখন চেন্নাইয়ের প্রয়োজনীয় রান রেট ১৫-এর ওপর চলে গিয়েছিল সেই সময় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজে না ব্যাট করতে নেমে রবিচন্দ্রন আশ্বিনকে (Ravichandran Ashwin) পাঠান। তারপর আশ্বিন ৮ বলে ১১ রানে আউট হয়ে যাওয়ার পর ৯ নম্বরে ব্যাট করতে আসেন এই অভিজ্ঞ তারকা। ১৬ বলে ৩ টি চার এবং ২ টি ছয় মেরে ধোনি ৩০ রানে অপরাজিত থাকলেও এই রান চেন্নাইয়ের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। তাই ৫০ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের সম্মুখীন হয়ে ট্রোলিংয়ের মুখে পড়েছেন ধোনি।

একজন ক্রিকেটপ্রেমী কটাক্ষ করে লিখেছেন, “ভয়ঙ্কর ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর রান তাড়া করতে মাঠে নামছেন।” “অবাস্তব ভাবনাচিন্তা। রান রেট যখন ১৫ তখন ধোনি আশ্বিনকে ব্যাট করতে পাঠাচ্ছেন।”, বলে তীব্র আক্রমণ করেছেন এক ক্রিকেট ভক্ত। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সমালোচনা করে লিখেছেন, “ম্যাচ যখন হেরে যাবে দল তখন ধোনি আসবেন। ২-৩টি বাউন্ডারি মারবেন। এইভাবে তিনি ভক্তদের বোকা বানান। আর বলেন ‘আমার উদ্দেশ্য ঠিক ছিল কিন্তু রানের লক্ষ্যটা বেশি ছিল বলে জিততে পারিনি।” এক ক্রিকট অনুরাগী প্রতিক্রিয়া দিয়ে মন্তব্য করেছেন, “প্রথমবার ধোনি যতই ছক্কা মারুক না কেন তার ব্যাটি দেখতে আগ্ৰহী নই।”

আরসিবি বিপক্ষে চেন্নাইয়ের হারের পর ভক্তদের ট্যুইট-

Read Also: IPL 2025: ১৭ বছর পর চেন্নাইতে কোহলিদের রাজ, ৫০ রানে ম্যাচ জিতলো RCB !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *