IPL 2025: আজ মরণ-বাঁচন ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষের শুরুটা ভালোই করেছিল চেন্নাই সুপার কিংস। স্যাম কারেনের করা বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে বিপক্ষদের ওপর চাপ সৃষ্টি করে ৫ বারের চ্যাম্পিয়নরা। এই তারকা অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৮৪ রান। তবে ১৯ তম ওভারে বল করতে এসে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডারে ধস নামান যুজবেন্দ্র চাহাল। তিনি এই ওভারে দুরন্ত হ্যাটট্রিকের সঙ্গে মোট ৪ টি উইকেট সংগ্রহ করে নেন। এর ফলে প্রথম ইনিংসে ১৯০ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস।
Read More: ‘আইকন’ সূর্য-শ্রেয়সরা, আইপিএলের মাঝেই নতুন লীগে নাম লেখালেন এক ঝাঁক তারকা ক্রিকেটার !!
অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ওপেনার প্রভসিমরান সিংয়ের সঙ্গে শ্রেয়স আইয়ার বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। প্রভসিমরান ৩৬ বলে ৫৪ রানে আউট হয়ে গেলে শ্রেয়স আইয়ার একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। তার করা ৪১ বলে ৭১ রানে ভর করে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস। এর সঙ্গেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলো চেন্নাই। ফলে মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন। “নিজের মুখেই নিজে কালি লাগিয়েছেন ধোনি।”, বলে উল্লেখ করেছেন এক ক্রিকেট ভক্ত।
এক ক্রিকট সমর্থক লিখেছেন, “সেই দিন কোথায় গেল যখন বলা হতো আইপিএলে বাকি দলগুলি একে অপরের সঙ্গে লড়াই করে শুধু চেন্নাই সুপার কিংসের সঙ্গে ফাইনাল খেলবে বলে।” “এই প্রথমবারের মতো পরপর দুই বছর মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ফাইনাল খেলবেন না”, বলে হাতাশা প্রকাশ করেছেন এক ভক্ত। “নিজের চোখেই নিজের রাজত্ব ধ্বংস হয়ে যেতে দেখেছেন ধোনি,” বলে অনেক চেন্নাই সুপার কিংস সমর্থক নিজেদের আবেগ প্রকাশ করেছেন।