IPL 2025: আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল। ফলে মহেন্দ্র সিং ধোনির সামনে ছিলো বড়ো চ্যালেঞ্জ। এইরকম পরিস্থিতিতে একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করে চেন্নাই লড়াই শুরু করে। কিন্তু তারা প্রথম ইনিংসে ঘরের মাঠে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। তরুণ ওপেনার জুটি শাইক রশিদ ও আয়ুশ মাত্রে ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। এরপর স্যাম কুরান, রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ তারকা ব্যাটসম্যানরাও সমর্থকদের হতাশ করেন।
Read More: অদিতি নয় বরং, এই পরম সুন্দরীর প্রেমে পাগল ঈশান কিষান, শীঘ্রই ঘুরবেন সাতপাক !!
এইরকম পরিস্থিতিতে ডিওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই রানে ভর করে চেন্নাই প্রথম ইনিংসে ১৫৫ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা দলকে ভরসা দিতে পারেননি। তবে ঈশান কিষাণ ৩৪ বলে ৪৪ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অন্যদিকে চেন্নাইয়ের বোলিং আক্রমণ এক সময় বিপক্ষদের চাপের মুখে ফেলে দেয়। এইরকম সময় কামিন্দু মেন্ডিস এবং নীতিশ কুমার রেড্ডি শেষ পর্যন্ত লড়াই করেন। কামিন্দুর ২২ বলে অপরাজিত ৩২ রানে এবং নীতিশের ১৩ বলে অপরাজিত ১৯ রানে ভর করে শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
মৌসুমে সপ্তম ম্যাচ হারলো CSK

এর ফলে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে চেন্নাই সুপার কিংস। “নিচের দিক থেকে প্রথম পুরস্কার পেয়েছেন ধোনি,”বলে কটাক্ষ করেছেন সমর্থকরা। একজন মিম বানিয়ে লিখেছেন “চেন্নাইয়ের ৭ ম্যাচে হার, থালা পর অ্যা রিজন।” আর একজন মহেন্দ্র সিং ধোনির মুখে কথা বসিয়ে লিখেছেন, “অবসর নেওয়া ভেস্তে গেল, এই ক্রিকেটাদের জন্য আমায় আবার একটা আইপিএল খেলতে হবে।” আর একজন কটাক্ষ করে উল্লেখ করেছেন, “চেন্নাই টপে আছে, শুধু নিচের দিক থেকে।” উল্লেখ্য এই প্রথম হায়দ্রাবাদ চেপকের মাটিতে চেন্নাইকে হারালো। অন্যদিকে প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে মহেন্দ্র সিং ধোনিকে এখন প্রতিটি ম্যাচেই জয় তুলে নিতে হবে।
চেন্নাই সুপার কিংসকে নিয়ে ট্যুইট চিত্র-
https://twitter.com/refocus21/status/1915826632373461244?t=_we6Xc-otBDZzCRfnvZYlg&s=19