IPL 2025: "সবার আগে বিদায় নেবে..."পরপর ৫ ম্যাচে হেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লো CSK !! 1

IPL 2025: আজ চেন্নাইয়ের মাটিতে নতুন ইতিহাস লিখলো কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেও খারাপ সময় ফেরাতে পারলো না হলুদ বাহিনী। গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংস কলকাতার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০৩ রান সংগ্রহ করতে পেরেছিল। বল হাতে জ্বলে উঠেছিলেন সুনীল নারিন। তিনি একাই ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নেন। এছাড়াও হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী ২ টি করে উইকেট পেয়েছেন।

Read More: চেপকে ৮ উইকেটে বিশাল জয় সুনিশ্চিত করলো KKR, টানা পঞ্চম ম্যাচ হারলো চেন্নাই !!

৮ উইকেটে ম্যাচ জিতলো KKR

Ipl 2025
CSK vs KKR | Image: Getty Images

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও জ্বলে ওঠেন নারিন। এই নাইট তারকা মাত্র ১৮ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এর ফলে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে পরপর ৫ ম্যাচে হেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। একজন সমর্থক কটাক্ষ করে লিখেছেন, ‘চেন্নাই জেতার পরিবর্তে গাছ লাগানোর ক্ষেত্রে অবদান রাখছে। দলের পক্ষ থেকে নিঃস্বার্থ একটি পরিকল্পনা।” উল্লেখ্য আইপিএলে প্রতিটি ডট বলে ৫০০ টি করে গাছ লাগানোর মতো উদ্দোগ নিয়েছন কর্মকর্তারা।

আজ চেন্নাই সুপার কিংস ৬১ টি ডট বল খেলেছে। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়ে মিমি বানিয়ে সমালোচনা করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। বলছেন, “ধোনির অধিনায়কত্বের জায়গান বেশি, কিন্তু বাস্তবে চিত্র আলাদা।” একজন ক্রিকেট ভক্ত মজা করে লিখেছেন, “চেন্নাই আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছে গেছে।” আবার একজন লিখেছেন, “না চেন্নাই জিতেছে, না ধোনি ছয় মারছেন, না হারের দোষ দেওয়া জন্য রুতুরাজ দলে আছেন।”

চেন্নাই সুপার কিংসকে নিয়ে ট্যুইট চিত্র-

Read Also: “ইতিহাসের সবথেকে বাজে দল…” KKR’এর বিরুদ্ধে ১০৩ রানে শেষ হলো চেন্নাইয়ের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *