৬, ৬, ৬, ৬, ৬…CSK উইকেটরক্ষকের ধুন্ধুমার ব্যাটিং, করে ফেললেন ট্রিপল সেঞ্চুরি !! 1

CSK-এর জার্সিতে গত কয়েক বছরে বেশ ধারাবাহিক নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (Devon Conway)। ফাফ দু প্লেসির মত মহাতারকা দল ছাড়ার পরেও আইপিএলে চেন্নাইয়ের (CSK) ওপেনিং স্লটে তাঁর অভাব বুঝতে দেন নি কিউই তারকা। ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) সাথে তাঁর জুটি শোরগোল ফেলেছে ক্রিকেটমহল। দেশ-বিদেশে স্বতন্ত্র পরিচিতি তৈরি করার লড়াইটা সহজ ছিলো না তাঁর কাছে। চেন্নাই সুপার কিংস (CSK) ড্রেসিংরুমের আলো ঝলমলে পরিবেশে প্রবেশ করার আগে দীর্ঘ বন্ধুর পথ পেরোতে হয়েছে তাঁকে। ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন নিজের যোগ্যতার প্রমাণ দিতে হয়েছে বাইশ গজে। কিন্তু লক্ষ্যে অবিচল থেকেছেন তিনি। খেলেছেন একের পর এক দুর্দান্ত ইনিংস। তেমনই একটি অনবদ্য পারফর্ম্যান্স নিয়ে রইলো এই প্রতিবেদন।

Read More: বিরাট-রোহিত-বুমরাহদের বাদ দিয়েই গড়া হলো দল, সঞ্জুকেও দেখানো হলো বাইরের রাস্তা !!

প্রথম শ্রেণির ক্রিকেটে ত্রিশতক কনওয়ের-

Devon Conway | Image: Getty Images
Devon Conway | Image: Getty Images

২০১৯-২০ মরসুমের প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলো ওয়েলিংটন ও ক্যান্টারবেরি। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দুই হেভিওয়েট দলের লড়াইতে এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ডেভন কনওয়ে (Devon Conway)। প্রথম ইনিংসে দ্রুত দুই ওপেনারকে হারিয়েছিলো ওয়েলিংটন। এর পর একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান উইকেটরক্ষক-ব্যাটার কনওয়ে। প্রতিপক্ষ দলে ম্যাট হেনরী, টড অ্যাসলের মত বোলাররা ছিলেন। কিন্তু কনওয়েকের আক্রমণাত্মক ব্যাটিং-এর বিরুদ্ধে দাগ কাটতে পারেন নি কেউই। লোয়ার অর্ডারের ব্যাটারদের সাথে নিয়ে একের পর এক বড় জুটি গড়ে ক্যান্টারবেরিকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। লাল বলের ম্যাচ হলেও প্রায় ৯৩ স্ট্রাইক রেট বজায় রেখেছিলেন তিনি। ৩৫২ বলে তাঁর ব্যাট থেকে আসে ৩২৭ রান। ৪৮টি চার ও ৫টি বিশাল ছক্কায় ইনিংস সাজিয়েছিলেন ডেভন (Devon Conway)।

ম্যাচ জেতে ওয়েলিংটন-

Devon Conway | CSK | Image: Getty Images
Devon Conway | Image: Getty Images

বেসিন রিজার্ভে প্রথম ব্যাটিং করতে নেমেছিলো ওয়েলিংটন’ই। দুই ওপেনার অ্যান্ড্রু ফ্লেচার ও ফ্রেজার কোলসন ফেরেন যথাক্রমে ০ ও ১ রান করে। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell) আউট হন ২ রান করে। ডুবতে থাকা ইনিংসের হাল ধরেছিলেন ডেভন কনওয়ে। ম্যালকম নোফাল (৪৫), পিটার ইয়ংহাসব্যান্ড (৩৬) ও জেমি গিবসনকে (৬৫) সঙ্গে নিয়ে পাল্টা লড়াই চালান তিনি। ৭ উইকেটের বিনিময়ে ৫২৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ওয়েলিংটন। ক্যান্টারবেরির তারকা ওপেনার টম ল্যাথাম (Tom Latham) করেন ২২৪। প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৪১৫ করে তারা। ম্যাচের তৃতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৪৭ করে ওয়েলিংটন। আবারও ৬৬ রানের চমকপ্রদ ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ৩৫৭ রানে পিছিয়ে থাকা ক্যান্টারবেরি গুটিয়ে গিয়েছিলো ৩১৩ রানেই। শেষমেশ ৪৪ রানে ম্যাচ জেতে ডেভন কনওয়ের (Devon Conway) দল।

CSK তারকা’র কেরিয়ার পরিসংখ্যান-

Devon Conway | CSK | Image: Getty Images
Devon Conway | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিলো ডেভন কনওয়েকে (Devon Conway)। প্রায় ৩০ ছুঁইছুঁই বয়সে প্রথমবার তিনি গায়ে চাপান নিউজিল্যান্ডের জার্সি। তবে দেরীতে সুযোগ পেলেও তার সদ্ব্যবহার করতে কোনো রকম ভুলচুক করেন নি তিনি। বাম হাতি ব্যাটার এখনও অবধি খেলেছেন ২০টি টেস্ট ম্যাচ। তাঁর রান সংখ্যা ১৪৯৭। গড় ৪১.৫৮। ৪টি শতরান ও ৮টি অর্ধশতক করেছেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে কনওয়ে খেলেছেন ৩২ টি ম্যাচ। ৪৪.৫০ গড়ে রান সংখ্যা ১২৪৬। রয়েছে ৫ শতক, ৩ অর্ধশতক। কিউইদের হয়ে টি-২০ ক্রিকেটে কনওয়ে মাঠে নেমেছেন ৫০টি ম্যাচে। ৩৮.০৫ গড়ে করেছেন ১৪০৮ রান। অর্ধশতক ১০টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৭৪৮, লিস্ট-এ’তে ৪৩৮৫ ও টি-২০তে ৬০২৮ রান রয়েছে তাঁর। আইপিএলে CSK-এর হয়ে করেছেন ৯২৪ রান। গড় প্রায় ৪৯।

Also Read: চমকে দিলেন জাদেজা, বাংলাদেশ সিরিজের আগেই নিচ্ছেন টেস্ট থেকে অবসর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *