IPL 2025: আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস মরণ-বাঁচন ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছে। চেপক স্টেডিয়ামে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটিং করতে আসে মহেন্দ্র সিং ধোনির দল। তবে এই ম্যাচেও দুই ওপেনার সম্পূর্ণ ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। ফলে চেন্নাই চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে স্যাম কারেন দলের ভরসা হয়ে ওঠেন। তার দুরন্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ৫ বারের চ্যাম্পিয়নরা। তবে পাঞ্জাবের হয়ে যুজবেন্দ্র চাহাল শেষের দিকে জ্বলে ওঠেন। এক ওভারে ৪ টি উইকেট সংগ্রহ করে বিপক্ষদের ভিত নরিয়ে দেন। ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯০ রান সংগ্রহ করেছে চেন্নাই।
Read More: বৃথা গেলো শতরান, বয়স ভাঁড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ এই ক্রিকেট তারকা !!
স্যাম কুরানের দুরন্ত লড়াই-

চেন্নাই সুপার কিংসের হয়ে আজ প্রথম ইনিংসে শাইক রশিদের সঙ্গে আয়ুশ মাহাত্রে ওপেনিং করতে আসেন। তৃতীয় ওভারেই আর্শদীপ সিংয়ের করা বলে শশাঙ্ক সিংকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শাইক। তার ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। পরের ওভারেই মার্কো জানসেনের করা বলে শ্রেয়স আইয়ারকে ক্যাচ দেন আয়ুশ। তিনি ৬ বলে ৭ রান করে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। এইরকম পরিস্থিতিতে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন স্যাম কারেন। তিনি ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে ৫০ বলে ৭০ রানের পার্টনারশিপ গড়েন। এরপর ব্রেভিস আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে সম্পূর্ণ পরাস্ত হয়ে হয়ে ২৬ বলে ৩২ রানে আউট হয়ে গেলে স্যাম কারেন একাই স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। আজ তিনি ৪৭ বলে ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এই তারকা অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ৯ টি চার এবং ৪ টি ছয়।
চাহালের হ্যাটট্রিক-

স্যাম কারেন আউট হয়ে গেলে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতে নামেন। ভক্তরা আশা করেছিলেন এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ তিনি বিধ্বংসী ইনিংস খেলে দলকে ভরসা দেবেন। কিন্ত ১৯ তম ওভারে বোলিং করতে এসে জ্বলে ওঠেন যুজবেন্দ্র চাহাল। ওভারের দ্বিতীয় বলেই ধোনি এই স্পিনারের করা বলে নেহাল ওয়াধেরাকে ক্যাচ দিয়ে ৪ বলে ১১ রান করে ফিরে যান। অন্যদিকে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বলে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন চাহাল। পরপর দীপক হুডা, অনশুল কাম্বোজ এবং নূর আহমেদকে আউট করে হ্যাটট্রিক করেন এই পাঞ্জাব তারকা। যুজবেন্দ্র চাহাল আজ ৩ ওভারে ৩২ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন। দুটি করে উইকেট সংগ্রহ করেছেন মার্কো জানসেন এবং আর্শদীপ সিং। এর ফলে চেন্নাই সুপার কিংস প্রথমে ইনিংসে ১৯০ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে।