IPL 2025: আজ একাদশে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাঁচবারের চ্যাম্পিয়নরা। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে প্রথমেই চাপের মুখে পড়ে যায় মহেন্দ্র সিং ধোনির দল। বল হাতে জ্বলে ওঠেন হর্ষল প্যাটেল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিওয়াল্ড ব্রেভিসের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে চেন্নাই ১৫৪ রান সংগ্রহ করলো।
Read More: অদিতি নয় বরং, এই পরম সুন্দরীর প্রেমে পাগল ঈশান কিষান, শীঘ্রই ঘুরবেন সাতপাক !!
ব্যর্থ টপ অর্ডার-
আজ চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে আসেন শাইক রশিদ ও আয়ুশ মাত্রে। কিন্তু শাইক প্রথম ওভারেই মহম্মদ শামির করা বলে অভিষেক শর্মাকে ক্যাচ দিয়ে মাত্র শূন্য রানে আউট হয়ে যান। এরপর ৩ নম্বরে দলকে ভরসা দেওয়ার জন্য স্যাম কুরান ব্যাট করতে নামেন। কিন্তু এই তারকা অলরাউন্ডারও স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন। পঞ্চম ওভারেই হর্ষল প্যাটেলের করা দুরন্ত বলে অনিকেত বর্মাকে ক্যাচ দিয়ে বসেন কুরান। তার ব্যাট থেকে মাত্র ১০ বলে ৯ রান আসে।
হাল ধরেন ডিওয়াল্ড ব্রেভিস-

স্যাম কুরান আউট হয়ে যাওয়ার পর ওপেনার আয়ুশ মাত্রে ১৯ বলে ৩০ রানের ইনিংস খেলে লড়াই চালান। কিন্তু রবীন্দ্র জাদেজা চতুর্থ স্থানে ব্যাট করতে এসে বড়ো ইনিংস গড়তে সক্ষম হননি। এই অভিজ্ঞ অলরাউন্ডার ১৭ বলে ২১ রান করে কামিন্দু মেন্ডিসের করা বলে সম্পূর্ণ পরাস্ত হন। এইরকম পরিস্থিতিতে ডিওয়াল্ড ব্রেভিস পঞ্চম স্থানে ব্যাটিং করতে নেমে দুরন্ত ব্যাটিং শুরু করেন। একদিক থেকে ধরে রেখে তিনি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। মাত্র ২৫ বলে তার ব্যাট থেকে আসে ৪২ রান। মারেন ৪ টি ছয় এবং ১ টি চার। ১৩ তম ওভারে হর্ষল প্যাটেলের করা বলে কামিন্দু মেন্ডিসকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ব্রেভিস।
বল হাতে জ্বলে উঠলেন হর্ষল প্যাটেল-

আজ হায়দ্রাবাদের হয়ে হর্ষল প্যাটেল বল হাতে জ্বলে উঠেছিলেন। তিনি স্যাম কুরান, ডিওয়াল্ড ব্রেভিসের সঙ্গে সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকেও মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে বিপক্ষদের চাপের মুখে ফেলে দেন। চেন্নাই অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র মাত্র ৬ রান। ম্যাচে হর্ষল প্যাটেল ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ টি উইকেট সংগ্রহ করেছেন। দুটি করে উইকেট পেয়েছেন জয়দেব উনাদকট এবং প্যাট কামিন্স। অন্যদিকে শেষ পর্যন্ত নিচের দিকে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের হয়ে দীপক হুডা ২১ বলে ২২ রান করেন। ফলে ৫ বারের চ্যাম্পিয়নরা প্রথম ইনিংসে ১৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।