IPL 2025: আজ চেন্নাই সুপার কিংস চেপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে। দীর্ঘদিন পর এই ম্যাচে চেন্নাইয়ের নেতৃত্বে ফিরে এসেছেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচে টসে জিতে নাইট বাহিনী প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরপর প্রথম ইনিংসে চেন্নাই ব্যাট করতে এসে বিপর্যয়ের মুখে পড়ে। বল হাতে জ্বলে ওঠেন সুনীন নারিন থেকে বরুণ চক্রবর্তী। একের পর এক উইকেট তুলে নিয়ে বিপক্ষদের কোণঠাসা করে দেয় কেকেআরের বোলিং আক্রমণ। এর ফলে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে চেন্নাই সুপার কিংস।
Read More: IPL 2025: ঋতুরাজের ‘চোটে’ ভাগ্য খুলছে পৃথ্বী শয়ের, CSK’র জার্সিতে মাতাবেন মঞ্চ !!
ব্যর্থ টপ অর্ডার-

আজ চেন্নাইয়ের হয়ে প্রথম ইনিংসে রাচিন রবীন্দ্রের সঙ্গে ডেভন কনওয়ে ওপেনিং করতে আসেন। ম্যাচের চতুর্থ ওভারেই বল হাতে জ্বলে ওঠেন মঈন আলী। ডেভন কনওয়ে এই অভিজ্ঞ স্পিনারের বলে মাত্র ১২ রান করে এলবিডব্লিউ হয়ে যান। এরপর পঞ্চম ওভারে হর্ষিত রানার করা বলে আজিঙ্কা রাহানেকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন রাচিন রবীন্দ্র। তার ব্যাট থেকে আসে ৯ বলে মাত্র ৪ রান। এরপর রাহুল ত্রিপাঠী এবং বিজয় শঙ্কর স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। কিন্তু নাইটদের স্পিনিং আক্রমণ আজ প্রথম ইনিংসে বিপক্ষদের ম্যাচে ফিরে আসার সুযোগ দেয়নি। দশম তম ওভারে বরুণ চক্রবর্তীর করা বলে মঈন আলীকে ক্যাচ দিয়ে বসেন বিজয় শঙ্কর। তার ব্যাট থেকে এসেছিল ২১ বলে ২৯ রান। অন্যদিকে ১১ তম ওভারে রাহুল ত্রিপাঠীর সরাসরি উইকেট উড়িয়ে দেন সুনীল নারিন। তিনি ২২ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন।
নারিনের বিধ্বংসী বোলিং-

আজ বল হাতে চেপক স্টেডিয়ামে নাইটদের হয়ে বল হাতে জ্বলে উঠেছিলেন সুনীল নারিন। রাহুল ত্রিপাঠীর পর রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির মতো বড়ো উইকেট তুলে নিয়ে তিনি কেকেআরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেন। জাদেজা শূন্য এবং ধোনি ১ রানে আউট হয়ে দলকে চাপের মধ্যে ফেলে দেন। এর ফলে চেন্নাই সুপার কিংস প্রথম ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট হারিয় মাত্র ১০৩ রান সংগ্রহ করেছে। নারিন ৪ ওভারে মাত্র মাত্র ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ টি উইকেট। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেছেন হর্ষিত রানা এবং ৪ ওভারে ২২ রান দিয়ে ২ টি উইকেট শিকার করেছেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন মঈন আলী ও বৈভব অরোরা।