২০২৬ আইপিএলের (IPL 2026) আগে ক্রিকেটারদের দল পরিবর্তন বর্তমানে ক্রিকেট মহলে আলোচনায় রয়েছে। বিশেষ করে এই বছর টুর্নামেন্টে পিছিয়ে থাকা দলগুলি নতুন করে কৌশল সাজাতে শুরু করেছে। এর ফলে একাধিক তারকা ক্রিকেটারদেরও তারা ট্রেড উইন্ডোর মাধ্যমে পরিবর্তন করতে চাইছে। এই কারণেই মিনি নিলামের আগে বর্তমানে আইপিএলের দলবদলের দর কষাকষি রীতিমতো জমে উঠেছে বলা যায়। সাম্প্রতিক সময় সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালস (RR) ছেড়ে চেন্নাই সুপার কিংসে (CSK) যোগ দিতে পারেন বলে খবর সামনে এসেছিল। এবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সমলে এলো।
Read More: ‘প্রিয়’ ফর্ম্যাটে ফিরলেন পৃথ্বী শ, এশিয়া কাপের আগেই শুরু করলেন অনুশীলন !!
দলকে ডুবিয়েছেন সঞ্জু-

এই বছর আইপিএলের (IPL 2025) প্রথম থেকেই সঞ্জু স্যামসনের (Sanju Samson) চোট সমস্যা রাজস্থান রয়্যালসকে (RR) চিন্তার মধ্যে রেখেছিল। টুর্নামেন্ট চলাকালীন পাঁজরে চোট পেয়ে দলকে আরও বিপদের মুখে ফেলে দেন তিনি। এর ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশের বাইরে ছিলেন সঞ্জু (Sanju Samson)। সেই সময় রিয়ান পরাগের (Riyan Parag) মতো তরুণ ক্রিকেটারকে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে দেখা যায়। অন্যদিকে এই বছর আইপিএলের মেগা নিলামের আগে ১৮ কোটি টাকার বিনিময়ে সঞ্জুকে ধরে রেখেছিল দল।
কিন্তু তিনি টুর্নামেন্টে মাত্র ৯ ম্যাচে অংশগ্রহণ করেন। তার ব্যাট থেকে আসে মাত্র ২৮৫ রান। ফলে রাজস্থান লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়। এই রকম পরিস্থিতির মধ্যে এবার ২০২৬ আইপিএলের আগে দল সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ছেড়ে দিতে চাইছে। ট্রেডের মাধ্যমে অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিকেটার পরিবর্তন করতে চাইছেন তারা। চেন্নাই সুপার কিংসের (CSK) সঙ্গে কথাবার্তা শুরু করেছিলেন রাজস্থানের কর্মকর্তারা। মনে করা হয়েছিল সঞ্জু মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দলেই এবার যোগ দেবেন।
প্রস্তাব ফেরালো চেন্নাই-

সূত্র অনুযায়ী রাজস্থান রয়্যালস (RR) সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে চেন্নাই থেকে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), শিবম দুবে (Shivam Dube) অথবা রুতুরাজ গায়কোয়াডকের (Ruturaj Gaikwad) মতো তারকাদের চেয়েছিল। কিন্তু এই তিনজনেই পাঁচবারের চ্যাম্পিয়নদের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। ফলে সিএসকে (CSK) কর্মকর্তারা ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে খবর সামনে এসেছে। চেন্নাই এইভাবে কখনই ট্রেড করবে না বলে জানিয়েছেন রবিচন্দ্রন আশ্বিনও (Ravichandran Ashwin)।
তিনি এক আলাপচারিতায় সম্প্রতি বলেন, “আমার মনে হয় সিএসকে (CSK) এবং আরআরের (RR) ট্রেড কোনভাবেই সফল হবে না। চেন্নাই সাধারণত ট্রেডিংয়ে বিশ্বাস করে না। তারা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) বা শিবম দুবের (Shivam Dube) মতো ক্রিকেটারদের ট্রেড করবে না। আসলে এই ধরণের ট্রেড থেকে রাজস্থানের খুব বেশি লাভ করার নেই।” উল্লেখ্য রাজস্থান রয়্যালস (RR) আইপিএলের উদ্বোধনী মরসুমে ২০০৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেলেও তারা ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি।