RR vs CSK: বাদ ধোনি, রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে এন্ট্রি নিচ্ছেন অভিজ্ঞ বিদেশি তারকা !! 1

IPL 2025: চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Chennai Super Kings vs Royal Challengers Bangaluru) বিপক্ষে ৫০ রানে পরাজিত হয়েছে। ফলে রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের (Chennai Super Kings vs Rajasthan Royals) বিপক্ষে জয় তুলে নেওয়ার জন্য শক্তিশালী একাদশ নিয়ে নামতে চাইছে পাঁচবারের চ্যাম্পিয়ন। দলে আসতে পারেন বিজয় শঙ্করের (Vijay Shankar) মতো অলরাউন্ডার। অন্যদিকে এখন পর্যন্ত ডেভন কনওয়ে (Devon Conway) চেন্নাইয়ের জার্সিতে মাঠে নামেননি। তিনিও একাদশে জায়গা করে নিতে পারেন। দলে এখনও পর্যন্ত ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি শিবম দুবে (Shivam Dube)। একাদশে তিনি থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়েও চিন্তাভাবনা করছেন কর্মকর্তারা।

Read More: “খেলতেই ভুলে গেছে সবাই…” গুজরাতের বিরুদ্ধে ৩০ রানে পরাস্ত হলো মুম্বাই, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!

IPL 2025 ম্যাচের সময়সূচি-

রাজস্থান রয়্যালস (RR) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)

ম্যাচ নং- ১১

তারিখ- ৩০/০৩/২০২৫

ভেন্যু- বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে, গুয়াহাটি

সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

RR vs CSK: বাদ ধোনি, রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে এন্ট্রি নিচ্ছেন অভিজ্ঞ বিদেশি তারকা !! 2
Barsapara Cricket Stadium | Image: Getty Images

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত খুব বেশি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। যতগুলো ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে ব্যাটসম্যানরা পিচ থেকে বিশেষ সুবিধা পেয়েছেন। তবে বল হাতে পেসাররা প্রথম দিকে পিচ থেকে সাহায্য নিয়ে ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেন। এই বছর আইপিএলে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৫১ রান তাড়া করে সহজে জয় তুলে নিয়েছে। এই মাঠের প্রথম ইনিংসের গড় রান ১৯০। এখনও পর্যন্ত বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে যথাক্রমে ২ টি করে ম্যাচ জয় করেছে প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল।‌

চেন্নাইয়ের একাদশে শক্তিশালী দিক-

RR vs CSK: বাদ ধোনি, রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে এন্ট্রি নিচ্ছেন অভিজ্ঞ বিদেশি তারকা !! 3
Rachin Ravindra | Image: Getty Images

এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস চলমান আইপিএলে দুটি ম্যাচে অংশগ্রহণ করেছে। দুই ম্যাচেই ওপেনিং করতে নেমে রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছিলেন। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি ৪৫ বলে ৬৫ রান করেন। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দল হারলেও ৩১ বলে ৪১ রান করে লড়াই চালান রাচিন। ফলে রাজস্থান রয়্যালসের বিপক্ষেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন এই তারকা ব্যাটসম্যান। অন্যদিকে বোলিং বিভাগে চেন্নাইয়ের হয়ে আফগান তারকা নূর আহমেদ (Noor Ahmad) সবচেয়ে বেশি নজর কেড়েছেন।

চেপক স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেট এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। ফলে ২ ম্যাচে ৭ উইকেট সংগ্রহ করে এখন তিনি উইকেট সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন। খলিল আহমেদও (Khaleel Ahmed) বল হাতে চেন্নাইয়ের হয়ে রীতিমতো ফর্মে আছেন। দুই ম্যাচে তিনি দলের হয়ে ৪ টি উইকেট তুলে নিয়েছেন।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-

RR vs CSK: বাদ ধোনি, রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে এন্ট্রি নিচ্ছেন অভিজ্ঞ বিদেশি তারকা !! 4
CSK | Image: Getty Images

ওপেনার: রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে

মিডল অর্ডার: রুতুরাজ গায়কোয়াড (অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী

ফিনিশার: বিজয় শঙ্কর, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা,

বোলার: মাথিশা পাথিরানা, নূর আহমেদ, খলিল আহমেদ

উইকেটকিপার: ডেভন কনওয়ে

ইম্প্যাক্ট প্লেয়ার: শিবম দুবে, কমলেশ নাগরকোটি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *