IPL 2025: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চলতি টুর্নামেন্টে সাম্প্রতিক সময় নিজেদের ছন্দ হারিয়ে ফেলেছে। একের পর এক ম্যাচে পরাজিত হয়ে তারা রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে। আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে মাঠে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। পরপর ৫ ম্যাচে হারের পর একাদশে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যমে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এখনও পর্যন্ত এই বছর আইপিএলে ব্যাট এবং বল হাতে দলকে সেইভাবে সাহায্য করতে পারেননি। ফলে এই তারকা স্পিনারকে নিয়ে কর্মকর্তারা ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছেন।
IPL 2025 ম্যাচের সময়সূচি-

লখনউ সুপার জায়ান্টস (LSG) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)
ম্যাচ নং- ৩০
তারিখ- ১৪/০৪/২০২৫
ভেন্যু- একানা ক্রিকেট স্টেডিয়াম, লখনউ
সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)
একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ ধীর গতির বলে পরিচিত থাকলেও সাম্প্রতিক ম্যাচগুলিতে ব্যাটসম্যানরা বড়ো ইনিংস গড়তে সক্ষম হচ্ছেন। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে একানা ক্রিকেট স্টেডিয়ামে মোট ১৭ টি ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল ৮ টি করে ম্যাচে জয়লাভ করেছে। একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি। লখনউয়ের এই স্টেডিয়ামের আইপিএলের প্রথম ইনিংসের গড় রান ১৬৮।
Read More: IPL 2025: ম্যাচ হেরেও শাস্তির মুখে অক্ষর প্যাটেল, বিপুল পরিমাণ জরিমানা সহ করা হচ্ছে ‘ব্যান’!!
চেন্নাই সুপার কিংস একাদশের শক্তিশালী দিক-

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় ২৯ বলে অপরাজিত ৩১ রান সংগ্রহ করে দলকে সাহায্য করেছিলেন শিবম দুবে (Shivam Dube)। এর আগে তিনি পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষেও ২৭ বলে ৪২ রান সংগ্রহ করেছিলেন। ফলে আজ লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে চেন্নাইয়ের হাল ধরতে পারেন এই তারকা ব্যাটসম্যান। অন্যদিকে নূর আহমেদ (Noor Ahmad) এখনও পর্যন্ত ৬ ম্যাচে ১২ উইকেট সংগ্রহ করে চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন। খলিল আহমেদের (Khalil Ahmed) সঙ্গে নূর আহমেদ আজ চেন্নাইয়ের বোলিং অর্ডারের অন্যতম ভরসা হবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ-

ওপেনার: রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে,
মিডল অর্ডার: রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শিবম দুবে,
ফিনিশার: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শাইক রশিদ
বোলার: নূর আহমেদ, আনশুল কম্বোজ, খলিল আহমেদ
উইকেটকিপার: মহেন্দ্র সিং ধোনি
ইম্প্যাক্ট প্লেয়ার- দীপক হুডা/মাথিশা পাথিরানা