বাদ কনওয়ে, গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছেন নূর আহমেদ, প্রকাশ্যে মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের একাদশ !! 1

আগামীকাল আইপিএলের এলক্লাসিকোতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ইতিহাসের দুই সফল আগামীকাল মুখোমুখি হতে চলেছে। চেন্নাইয়ের চিপকে এবারে প্রথম বারের জন্য মুখোমুখি হতে চলেছে দুই দল। ২০১২ সালে শেষবার মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। সেবার মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস। ১২ বছর ধরে প্রথম ম্যাচে জয় পায়নি মুম্বাই। গতবার গুজরাতের কাছে হারতে হয়েছিল প্রথম ম্যাচ। এবারেও প্রথম ম্যাচে প্রথম একাদশ নিয়ে চিন্তায় থাকবে ফ্রাঞ্চাইজি। দলে নেই জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), এমনকি প্রথম ম্যাচে ব্যান ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) করবেন পান্ডিয়ার বদলে ক্যাপ্টেনসি।

জয় দিয়ে অভিযান শুরু করতে চাইবে CSK

csk, ipl 2025
Chennai Super Kings | Image: Getty Images

বিগত কয়েক মৌসুম জুড়ে মুম্বইয়ের উপরে আধিপত্য বিস্তার করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। এবার অবশ্য দুইজন চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়কে মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলতে দেখা যাবে। প্রসঙ্গত, মিচেল স্যান্টনার এবং দীপক চাহার এবার চেন্নাই সুপার কিংসের বদলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের অঙ্গ হয়েছেন। চেপকে ঋতুরাজ বাহিনীর ত্রাস হয়ে উঠতে পারে দুই জনই। তবে, চেন্নাই সুপার কিংসও তাদের গেম প্ল্যান নিয়ে প্রস্তুত থাকবে।

Read More: IPL 2025: জোর টক্কর যশস্বী-অভিষেকের, আইপিএলের মঞ্চেই চলবে জাতীয় দলে জায়গা পাকা করার লড়াই !!

প্রথম ম্যাচে অতিরিক্ত স্পিনার নিয়েই নামবে চেন্নাই। আগামীকাল প্রথম ম্যাচে কিউই তারকা ওপেনার ডেভন কনওয়েকে (Devon Conway) বাইরে বসতে হতে পারে। সম্প্রতি ফর্ম হারিয়েছেন তিনি। প্রথম ম্যাচে আরও এক কিউই তারকা রচিন রবীন্দ্রকে (Rachin Ravindra) দলের ওপেনার হিসাবে দেখতে পাওয়া যাবে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়ার্ডের সাথে। তিনে নামবেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। পেস এবং স্পিন বোলিংয়ের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেন ত্রিপাঠি, চেন্নাইয়ের পিচে ফ্লটার হিসাবে তাকে ব্যাবহার করবে CSK ম্যানেজমেন্ট।

বাদ পড়বেন কনওয়ে

DEVON CONWAY, ipl 2025
Devon Conway | Image: Getty Images

চারে নামবেন শিবম দুবে (Shivam Dube)। মধ্য ওভারে স্পিন আক্রমণের বিরুদ্ধে দুবে চেন্নাইয়ের সবথেকে বড় ম্যাচ উইনার। তাঁর উপরেই দলের মিডল অর্ডারের ভরসা টিকে থাকবে। পাঁচে দেখতে পাওয়া যাবে দীপক হুদাকে (Deepak Hooda)। তিনিও দুবের মতন স্পিনের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করতে সক্ষম। চিপকের উইকেটে তিনি মুম্বইয়ের স্পিন আক্রমণকে চূর্ণ করতে সক্ষম হবেন। ছয়ে দেখতে পাওয়া যাবে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja), যিনি দলের 3D প্লেয়ার। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি জাদেজার ফিল্ডিং একেবারে টপ ক্লাস।

এন্ট্রি নেবেন নূর আহমেদ

বাদ কনওয়ে, গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছেন নূর আহমেদ, প্রকাশ্যে মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের একাদশ !! 2
Noor Ahmed | Image: Getty Images

সাতে নামবেন থালা ধোনি (MS Dhoni)। এবারের আইপিএল হয়তো ধোনির শেষ আইপিএল হতে চলেছে। সাতে ব্যাটিংয়ে নেমে বড় বড় ছক্কা হাঁকিয়ে ভক্তদের আনন্দ দিতে চাইবেন ক্যাপ্টেন কুল। যদিও, ক্যাপ্টেন হিসাবে নন বরং উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবেই তাকে দেখা যাবে। আটে নামবেন ইংল্যান্ডের স্যাম কারান (Sam Curran)। চেন্নাইতে ফিরেছেন স্যাম, বোলিংয়ের পাশাপশি ব্যাটে রান বানাতে চাইবেন তিনি। নয় নম্বরে নামবেন চেন্নাইয়ে ফিরে আসা রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বোলিং এর পাশাপাশি ব্যাটিংয়ের হাত তার মন্দ নয় চেন্নাইয়ের পিচে তার চার ওভার হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। দশে থাকবেন খলিল আহমেদ এবং স্পিনার হিসাবে দেখা যাবে আফগানিস্তানের নূর আহমেদকে (Noor Ahmed)। এছাড়া দলের ইমপ্যাক্ট হিসাবে থাকবেন মতিশা পাথিরানা।

মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের সম্ভব্য একাদশ

রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গাইকোয়ার্ড (C), রাহুল ত্রিপাঠি, শিবম দুবে, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (WK), স্যাম কারান, রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, নূর আহমেদ। ইমপ্যাক্ট – মতিশা পাথিরানা।

Read Also: IPL 2025: আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ ইরফান পাঠান, বিতর্কের ঝড় ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *