IPL নিলামের পর মাথায় হাত CSK’র, ১৪ কোটির খেলোয়াড় পেলেন গুরুতর চোট !! 1

কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। নিলামের মঞ্চে বাজিমাত করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। নিলামের আগে রাজস্থান রয়্যালসের সাবেক অধিনায়ক ও স্টার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে ট্রেড করে চেন্নাই। ১৮ কোটিতে সঞ্জুকে দলে শামিল করে নেয় দল। তবে, দলের সুপারস্টার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও স্যাম কারান (Sam Curran) ছাড়তে হয়েছে তাদের। অন্যদিকে, নিলামের মঞ্চে ভবিষ্যতের জন্য টিম তৈরি করতে করতে ব্যস্ত ছিল সুপার কিংস। সুপার কিংস দল অভিজ্ঞতা নয় বরং তারুণ্যের দিকেই বেশি নজর রেখেছিল। নিলাম টেবিলে দুই আনক্যাপড খেলোয়াড়কে ১৪.২০ কোটিতে শামিল করেছিল সুপার কিংস। তবে, সুপার কিংস দলে ডাক পাওয়ার সাথে সাথেই গুরুতর চোটে আক্রান্ত তারকা ক্রিকেটার।

চোট পেয়েছেন CSK’এর তারকা খেলোয়াড়

Csk
Karthik Sharma | Image: Twitter

প্রসঙ্গত, আঙুলের চোটের কারণে সৈয়দ মুশতাক আলি ট্রফির সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেলেন রাজস্থানের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান কার্তিক শর্মা (Karthik Sharma)। মাত্র ১৯ বছর বয়সেই ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার ছাপ ফেলেছেন এই তরুণ তারকা। মুস্তাক আলীর গ্রুপ পর্যায়ের ম্যাচে ১৬০ স্ট্রাইক রেটে ১৩৩ রান বানান কার্তিক। কার্তিক শর্মার উত্থান ঘরোয়া ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে আইপিএল ২০২৬ নিলামেও বড় আলোচনার জন্ম দেয়। নিলামে তাঁকে ঘিরে শুরু হয় তীব্র দরযুদ্ধ। শুরু থেকে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে দলে নিতে আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস দল তাঁকে মোটা টাকা দিয়ে স্কোয়াডে শামিল করে নেয়। ১৪.২ কোটি টাকা খরচ করে কার্তিককে নিজেদের শিবিরে টেনে নেয়।
এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান রাজস্থানের হয়ে নিয়মিত খেলে থাকেন। তবে, আঙুলের চোটের কারণে ছিটকে যেতে হয়েছে তাকে। যে কারণে মুস্তাক আলীর বাকি ম্যাচগুলোতে দেখতে পাওয়া যায়নি তাকে।

Read More: ODI’এর অধিনায়কত্ব হারাচ্ছেন শুভমান গিল, দায়িত্বে আসছেন শ্রেয়স আইয়ার !!

এমনকি, চলতি বিজয় হাজারে ট্রফিতেও দেখা যাচ্ছে না তাকে। অন্যদিকে, আইপিএল ২০২৬ নিলামে চেন্নাই সুপার কিংস শুরু থেকেই যথেষ্ট সক্রিয় ছিল, শুরুতেই ক্যামেরন গ্রিনের (Cameron Green) জন্য বেশ লড়াই চালিয়েছিল চেন্নাই। তবে, কেকেআর তাকে দলে শামিল করে নিয়েছিল। পরে কার্তিক শর্মার সঙ্গে প্রশান্ত বীরকেও ১৪.২ কোটি টাকায় দলে নিয়েছে তারা। এর ফলে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি দুই আনক্যাপড খেলোয়াড়কে একসঙ্গে কেনার নজির গড়েছে সিএসকে। কার্তিক চোট পেলেও তিনি শিঘ্রই ঘরোয়া দলে ফিরে আসবেন বলে সূত্রের দাবি।

Read Also: ড্রেসিংরুমে ফিরে সতীর্থের গায়ে হাত রোহিতের, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *