আইপিএলের (IPL 2025) গুণগতমান এবং অর্থের প্রাচুর্য অন্যান্য লিগকে অনেকটাই পিছনে ফেলেছে। এই টুর্নামেন্টে অসংখ্য তারকা ক্রিকেটারদের দেখতে পাওয়া যায়। তবে তরুণ ক্রিকেটারদের আত্মপ্রকাশের অন্যতম মঞ্চ হয়ে উঠেছে এই টুর্নামেন্ট। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah) বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) মতো তারকা এই টুর্নামেন্ট থেকে যাত্রা শুরু করে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের জনপ্রিয় খেলোয়াড় হয়ে উঠেছেন। আগামী বছর আইপিএলেও একাধিক তরুণ নজর কাড়তে চলেছেন। এরমধ্যেই দুই আনক্যাপড ক্রিকেটারদের রেকর্ড দামে কিনে রীতিমতো চমক দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
Read Also: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !!
চেন্নাই’এর দুরন্ত চমক-

গত বছর আইপিএলে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), প্রিয়াংশ আর্যের (Priyansh Arya) মতো তরুণ ক্রিকেটাররা অসাধারণ পারফর্ম্যান্স করে নজরে এসেছিলেন। এই বছর মিনি নিমালে এবার ঝড় তুললেন প্রশান্ত বীর (Prashant Veer) এবং কার্তিক শর্মা (Kartik Sharma)। কার্তিকের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। এই উইকেটকিপার ব্যাটসম্যানকে দলে নেওয়ার জন্য মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) থেকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দৌড়ে ছিল লখনউ সুপার জায়ান্টসও (Lucknow Super Giants)।
শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস ১৪.২০ কোটি টাকায় দলে নিয়ে রীতিমতো চমক দেয়। রাজস্থানের এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে বড়ো বড়ো ছক্কা মারার জন্য বেশি পরিচিত। সম্প্রতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও নজর কেড়েছেন এই ক্রিকেটার। এবার প্রথমবারের মতো আইপিএল মঞ্চ মাতাতে চলেছেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঁচটি ম্যাচে ১৩৩ রান করেন।
প্রশান্ত বীরেরও মিনি নিলামের বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। ২০ বছরের এই অলরাউন্ডারকে দলে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Haydrabad) লড়াইয়ে নাবে। তবে শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস ১৪.২০ কোটি টাকায় তাকে দলে নিয়েছে। প্রশান্ত একজন মিডল অর্ডারে ব্যাটসম্যান এবং বাঁ হাতি স্পিনার। উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে দুরন্ত পারফর্ম্যান্স করে নজর কেড়েছিলেন এই খেলোয়াড়। ১৬০’এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন। তিনি চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিকল্প হতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
নজর কাড়লেন একাধিক তরুণ-

কলকাতা নাইট রাইডার্সও (KKR) তরুণ ক্রিকেটারদের দলে নেওয়ার বিষয়ে প্রতি বছর বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। তারা এই বছর ২৩ বছর বয়সী তেজস্বী সিং (Tejasvi Singh)’কে ৩ কোটি টাকায় দলে নিয়েছে। এছাড়াও ৩০ লক্ষ টাকায় ২৫ বছর বয়সী কার্তিক ত্যাগীকেও (Kartik Tyagi) দলে নিয়ে রীতিমতো চমক দিয়েছে। অন্যদিকে আনক্যাপড আকিব নবিকে (Akib Nabi) ৮ কোটি ৪০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস ঘরে তুলেছে। আনক্যাপড মঙ্গেশ যাদবকে (Mangesh Yadav) ৫.২০ কোটি টাকায় নিয়ে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।