আসন্ন আইপিএল (IPL 2025) নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে কম করে ৫ জন খেলোয়াড়দের রিটেন করা যাবে মেগা নিলামের আগে। তার ফলেই মাথায় হাত পড়েছে প্রতিটি ফ্রাঞ্চাইজির। তিল তিল করে গঠন করা দলে কোনো পরিবর্তন করতে চাইছে না ফ্রাঞ্চাইজি মালিকরা। আসন্ন আইপিএলের আগেই মাথায় হাত পড়েছে চেন্নাই সুপার কিংস দলের ম্যানেজমেন্টের।
প্রসঙ্গত আসন্ন আইপিএল নিলামের আগে পাঁচজন খেলোয়াড়কে রিটেন করা যাবে তার মধ্যে তিনজন হতে চলেছে ভারতীয় আর এই তিন খেলোয়ারকে কে হতে চলেছেন তা নিয়ে রয়েছে জল্পনা। মূলত দীর্ঘ ১৭ বছর ধরে দলের হয়ে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), গত মৌসুমে দলের অধিনায়ক হয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড। ধোনির উত্তরসূরি হিসাবে ঋতুরাজের উপরে ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দিতে চাইবে চেন্নাই সুপার কিংস ফ্রাঞ্চাইজি।
Read More: BCCI’ এর অবহেলার কারণে দেশ ছাড়ছেন KL রাহুল, পাকিস্তানকে ‘অকাত’ চেনানো দলে নিচ্ছেন এন্ট্রি !!
চেন্নাইতে ফিরছেন অশ্বিন

জানা গিয়েছে ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার চেন্নাই সুপার কিংস (CSK) দলে জায়গা করে নিতে চলেছেন। মূলত আবার চেন্নাই দলে ফিরছেন কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ভারতীয় দলে অন্যতম সেরা কিংবদন্তি হয়ে উঠেছেন তিনি, তবে তার যাত্রাপথ এই চেন্নাই সুপার কিংসের হাত ধরেই শুরু হয়েছিল। প্রথম ২০০৯ সালে চেন্নাই দলে খেলার সুযোগ পেয়েছিলেন এরপর থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি, চেন্নাই ও ভারতের জার্সিতে একাধিক ম্যাচ খেলেছেন তিনি। এমনকি আইপিএল ইতিহাসে অফ-স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট তার দখলেই রয়েছে।
শুধু বল হাতে নয় ব্যাট হাতেও তাকে বেশ ছন্দে দেখা যাচ্ছে। পাশাপাশি চেন্নাই দলে (CSK) রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। জাদেজার সঙ্গে জুটি বেঁধে অশ্বিন একাধিক ম্যাচ জিতিয়েছেন ভারতীয় দলকে। সেই সূত্রে আবার একবার চেন্নাইতে দেখতে পাওয়া যেতে পারে এই কিংবদন্তি খেলোয়াড়কে। তাছাড়া চেন্নাই দলে এন্ট্রি নিতে চলেছেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান প্রেসার হলেন মোহাম্মদ শামি (Mohammed Shami) বর্তমানে ক্রিকেট থেকে দূরে রয়েছেন।
চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে শামিকে

শামি রঞ্জি ট্রফির মাধ্যমেই আবার জাতীয় দলের এন্ট্রি নেবেন তিনি। তবে আসন্ন মৌসুমে শামিকে দেখতে পাওয়া যেতে পারে হলুদ জার্সিতে। গত তিন মৌসুম ধরে গুজরাট টাইটান্স দলের বোলিং বিভাগের দায়িত্ব তুলে নিয়েছিলেন তিনি। যদিও গত মৌসুমে তিনি খেলার সুযোগ পাননি, চোটের কারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে গত তিন বছর ধরে মোহাম্মদ শামি একজন পরিপক্ক বোলারে পরিণত হয়েছেন। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক উইকেট নিয়েছিলেন তিনি। এমনকি ২০২২ সালের আইপিএলে তিনি সর্বাধিক উইকেট নিয়ে জিতেছিলেন পার্পেল ক্যাপ। ২০২৪ মৌসুমে হার্দিক পান্ডিয়া গুজরাট ছেড়ে মুম্বাই দলে যোগদান করার পরে মোহাম্মদ শামির একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছিল।
সাক্ষাৎকারে তিনি তার আক্ষেপ প্রকাশ করেছিলেন দলের অধিনায়ক না হওয়ার কারণে। সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তিনি দলের হয়ে সর্বাধিক উইকেট নিয়েছেন, সব সময় সর্বোচ্চ দিয়েছেন তবুও তাকে দলের অধিনায়ক বানানো হয়নি। এমনকি একটি সাক্ষাৎকারে শামি জানিয়ে দিয়েছেন যে তিনি কোন দলের প্রতি আকৃষ্ট নন। এক কথায় বোঝাই যাচ্ছে আগামী মৌসুমে তিনি গুজরাট দল ছাড়তে চলেছেন এবং সূত্রের খবর অনুযায়ী তিনি তার প্রিয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলতে চলেছেন।