FIRST 11 : ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য একাদশ 1

আইপিএলের ইতিহাসে অন‍্যতম সেরা ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস।এযাবৎ এই ক্রিকেট লিগের যে কয়টি সংস্করনে তারা অংশগ্রহণ করেছিলো প্রতিটিতেই প্লে অফে পৌঁছয় তারা।তিন বারের আইপিএল চ‍্যাম্পিয়ান দলটির এবারের অন‍্যতম লক্ষ‍্য সর্বাধিক ট্রফি জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স( ৪ বার ) কে ছুঁয়ে ফেলা।

FIRST 11 : ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য একাদশ 2

এখনও অবধি মোট দশবার আইপিএলে অংশগ্রহণ করেছে সিএসকে,এরমধ্যে মোট আটবার ফাইনাল খেলেছে তারা।তারুণ্যের চেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল গড়ে এই ফ্রান্চাইজি।অভিজ্ঞতা’কে পাথেয় করেই বাজিমাত করতে চায় তারা।এবারও এমনটাই চিন্তা ভাবনা করেছে এই দলের টিম ম‍্যানেজমেন্ট।কেমন হতে পারে এবারের আইপিএলে ‘চেন্নাই সুপার কিংস ‘ দলের প্রথম একাদশ ? আসুন নজর রাখা যাক।

১. ওপেনার – ফাফ দু প্লেসিস , আম্বাতি রায়ডু

FIRST 11 : ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য একাদশ 3

দু প্লেসিস এবং রায়ডু’কে দিয়েই এবারের টুর্নামেন্টে ওপেন করানোর সম্ভাবনা বেশি চেন্নাই সুপার কিংস।সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক স্তরে এই সাউথ আফ্রিকার ব‍্যাটসম‍্যানের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়।এছাড়া জাতীয় দলে ফিরে আসতে হলে তার কাছে এর থেকে আর ভালো মন্চ হতেই পারে না

২০১৯ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ না পেয়ে পরবর্তী সময় এক প্রকার হতাশ হয়েই অবসর নিয়েছিলেন আম্বাতি রায়ডু।গতবার আইপিএলে তেমন কিছু করতে না পারলেও এবারও তাকেই ওপেনিং করতে দেখা যেতে পারে চেন্নাইয়ের হয়ে।

FIRST 11 : ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য একাদশ 4
Chennai: RR players Ben Stokes and Jofra Archer take run between the wicket during the Indian Premier League 2019 (IPL T20) cricket match between Chennai Super Kings (CSK) and Rajasthan Royals (RR) at MAC Stadium in Chennai, Sunday, March 31, 2019. (PTI Photo/R Senthil Kumar)(PTI4_1_2019_000003B)

এছাড়াও ওপেনার হিসেবে ব‍্যাকআপ রয়েছে চেন্নাই দলে।আছেন বিভিন্ন দেশে টি টোয়েন্টি লিগ খেলোয়াড় শেন ওয়াটসন,এছাড়াও রায়ডু যদি প্রত‍্যাশা পূরণে ব‍্যার্থ হয় তখন তার বদলে মুরলী বিজয় অথবা রিতুরাজ গায়কোয়াড়’কে ভাবতে পারে চেন্নাই সুপার কিংস।

২.মিডল অর্ডার – সুরেশ রায়না, এম এস ধোনি,কেদার যাদব

ফের পুরানো ছন্দে পাওয়া যাবে রায়না – ধোনি জুটিকে।এমনটাই আশা করছেন চেন্নাই কর্তৃপক্ষ।গতবারের আইপিএলে বিশেষ কিছু করে উঠতে পারেনি রায়না আশা করি এবার নিজের পুরানো ছন্দে ফিরবেন তিনি।বিগত কয়েক বছর ধরে চেন্নাই সুপার কিংস দলের হয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই ক্রিকেটার।অন‍্যদিকে ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম‍্যাচের পর আর কোনো রকম ক্রিকেট ম‍্যাচে খেলতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনি’কে।ফের ব‍্যাট হাতে তিনি কি কামাল দেখান এখন সেটাই দেখার বিষয়।

আইপিএল ২০১৯ এর তিন খেলোয়াড় যাদের আর ২০২০ আইপিএলে দেখা যাবে না খেলতে
CSK win and captain dhoni and his team coming out from field during match 47 of the Pepsi IPL 2015 (Indian Premier League) between The Chennai Superkings and The Rajasthan Royals held at the M. A. Chidambaram Stadium, Chennai Stadium in Chennai, India on the 10th May 2015.
Photo by: Saikat Das / SPORTZPICS / IPL

ভারতীয় ক্রিকেট দলে এইমুহুর্তে খানিকটা অপ্রাসঙ্গিক কেদার যাদব ।চাইবেন পুন‍রায় ভালো পারফরম্যান্সের মধ্যে দিয়ে ফের আরেকবার জাতীয় দলে প্রত‍্যাবর্তন করতে।নিজের অলরাউন্ড প্রতিভার পরিচয় দেবেন তিনি এইবার এমনটাই মনে করছেন অনেকেই।

৩. অলরাউন্ডার- স‍্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো

বোলার হিসেবে উইকেট নেওয়া এবং ব‍্যাট হাতে ম‍্যাচ ফিনিশারের ভূমিকায় এবার আইপিএলে দেখা যেতেই পারে স‍্যাম কুরান’কে।গতবার পান্জাবের হয়ে তার পারফরম্যান্স খারাপ না হলেও তাকে রাখা হয়নি সেই দলে,আশা রাখা যায় ফের আরেকবার দুর্দান্ত কিছু পারফরম্যান্স দেখা যেতে চলেছে তার থেকে ।

FIRST 11 : ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য একাদশ 5

জাতীয় দল থেকে চেন্নাই সুপার কিংস সব ক্ষেত্রেই একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রবীন্দ্র জাদেজা।তার মতো ক্রিকেটার যেকোনো দলের কাছেই সম্পদ।চেন্নাইয়ের হয়ে বিগত কয়েক বছরে যেসব ক্রিকেটার ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দিয়েছেন তাদের মধ্যে অন‍্যতম একজন রবীন্দ্র জাদেজা।

আগের মতো সেই অলরাউন্ড প্রতিভা নেই ব্রাভোর মধ্যে।তবুও এখনও চেন্নাই দলের একজন অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি।এর আগে তাকে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের জাতীয় টি টোয়েন্টি দলে প্রত‍্যাবর্তন করতে।সম্প্রতি সিপএলে’ও নিজের ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন এই ক্রিকেটার ।ফের আরেকবার তার পারফরম্যান্সে উপকৃত হবে চেন্নাই দল এমনটাই আশা রাখছেন ভক্তরা।

৪.বোলার – দীপক চাহার,লুঙ্গি নিগ্দি,পীযুষ চাওলা

গতবার চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন দীপক চাহার।সুযোগ পেয়ে দেশের জার্সি গায়েও নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি ।কিন্তু পরবর্তী সময় চোটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।যে বিষয়টি তার এবারে পুনরায় স্বাভাবিক ভাবে মাঠে নামার ক্ষেত্রে তৈরি করেছে প্রশ্ন।তবে তিনি ম‍্যাচ ফিট না থাকলে তার বদলে শার্দুল ঠাকুর’কে ব‍্যাবহার করতে পারে ধোনি ।

FIRST 11 : ২০২০ আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সম্ভাব্য একাদশ 6

চোটের জন্য গতবারের আইপিএলে খেলা হয়ে ওঠেনি লুঙ্গি নিগ্দি।তাই এবার ফের ২০১৮ সালের নিজের দেওয়া দুরন্ত পারফরম্যান্স’কে ছাপিয়ে যেতে চান তিনি।শেষবার জাতীয় দলের জার্সি গায়ে তার পারফরম্যান্স ছিলো ঋতিমতো চমকপ্রদ।তবে তিনি ছন্দে না থাকলে হ‍্যাজেলউডের কথা ভাবতে পারে চেন্নাই কর্তৃপক্ষ।

অভিজ্ঞতা এবং ধারাবাহিকতার ব‍্যাপারটা যদি মাথায় রাখে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ তাহলে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের স্পিন বিভাগের অন‍্যতম শক্তি হতে চলেছে পীযূষ চাওলা।শুধুমাত্র বোলার কেনো,লোয়ার অর্ডারে ব‍্যাটিং করতে নেমেও কামাল দেখাতে পারেন এই বোলার।এছাড়াও দলের স্পিন বিভাগের ব‍্যাক আপ হিসেবে ব‍্যবহার করা যেতে পারে তাহির, হরভজন এবং কর্ন শর্মাকে।

চেন্নাইয়ের নয়নমনি সুরেশ রায়নাকে ফেরাতে আগ্রহী চেন্নাই সুপার কিংগস

চেন্নাই সুপার কিংস স্কোয়াড : এমএস ধোনি (সি), এম বিজয়, ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, কেদার যাদব, নারায়ণ জগদীশন, ঋতুরাজ গায়কওয়ার, ডোয়াইন ব্রাভো, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার , শার্দুল ঠাকুর, কেএম আসিফ, মনু কুমার, লুঙ্গি নিগ্দি, জোস হ‍্যাজেলউড, হরভজন সিং, কর্ণ শর্মা, পীযূষ চাওলা, ইমরান তাহির, মিচেল স্যান্টনার, সাই কিশোর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *