IPL 2025: আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অন্যতম সফল একটি দল। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে দীর্ঘদিন এই টুর্নামেন্টে রাজত্ব করেছে ৫ বারের চ্যাম্পিয়নরা। কিন্তু চলতি আইপিএলে তাদের হতাশাজনক পারফরমেন্স রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। ১১ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে চেন্নাই। ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) মতো সফল অধিনায়ককে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এখানে ৩ টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করা হলো যার জন্য এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK) প্লে অফে জায়গা করতে নিতে পারেনি।
১) ব্যর্থ নিলাম কৌশল-

এই বছর মেগা নিলামে চেন্নাই সুপার কিংসের (CSK) কৌশল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা ক্রিকেট জীবনে সেরা সময় না থাকা ৩৮ বছর বয়সী রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) মতো ক্রিকেটারের পিছনে ৯.৭৫ কোটি টাকা খরচ করেছে। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মতো ক্রিকেটারকে ধরে রাখতে ১৮ কোটি টাকা লাগিয়েছে চেন্নাই। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দিতে পারে এইরকম শক্তিশালী কোনো তারকাকে তারা নিতে পারেনি। রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi), দীপক হুডা (Deepak Hooda), বিজয় শংকরের (Vijay Shankar) মতো ক্রিকেটারদের বাছাই করা কর্মকর্তাদের বড়ো ভুল হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চেন্নাই কর্মকর্তাদের কাছে প্রিয়াংশ আর্যের (Priyansh Arya) মতো প্রতিভাবান ব্যাটসম্যানের খোঁজ থাকলেও নিলামে পাত্তাই দেওয়া হয়নি। বর্তমানে তিনি পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন। উল্লেখ্য এর আগেও বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), সাই সুদর্শনের (Sai Sudarshan) মতো প্রতিভাবান ক্রিকেটারদের একইভাবে দলে নিতে ব্যর্থ হয়েছিল ৫ বারের চ্যাম্পিয়নরা।
Read More: ‘বিরাট কোহলি একটা জোকার…’ ক্রিকেট তারকাকে নেটমাধ্যমে তুলোধোনা গায়ক রাহুল বৈদ্য’র !!
২) হতাশাজনক ব্যাটিং অর্ডার-

চেন্নাই সুপার কিংস আইপিএলের শুরু থেকেই ওপেনার জুটি নিয়ে চিন্তার মধ্যে ছিলো। রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং রাহুল ত্রিপাঠীর (Rahul Tripathi) ওপেনিং জুটি ব্যর্থ হয়। ডেভন কনওয়ে (Devon Conway) ওপেনার হিসেবে এসেও দলের হাল ধরতে পারেননি। রাচিন রবীন্দ্রের সঙ্গে শাইক রশিদকেও (Shaik Rasheed) ওপেনিং করতে পাঠানো হয়। বর্তমানে আয়ুশ মাহাত্রে এবং শাইক রশিদ ওপেনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু কোনো ওপেনিং জুটিই চলতি আইপিএলে ধারাবাহিকভাবে চেন্নাইয়ের (CSK) হয়ে সফলতা এনে দিতে পারেনি। মিডল অর্ডারেও বারবার পরিবর্তন করেও কোনো ফলাফল পাইনি ৫ বারের চ্যাম্পিয়নরা। শিবম দুবে (Shivam Dube) থেকে শুরু করে বিজয় শঙ্কর (Vijay Shankar) এমনকি রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja) ওপর দিকে ব্যাটিং করতে এসে ব্যর্থ হয়েছেন। ফিনিশার হিসেবে ধারাবাহিকভাবে হতাশ করেছেন মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni)। ফলে এই সমস্যা চেন্নাই সুপার কিংসকে (CSK) অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। একাধিক ব্যর্থ ব্যাটসম্যান এবং বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন চলতি আইপিএলে চেন্নাইয়ের ব্যর্থতার সবচেয়ে বড়ো কারণ বলে মনে করা হচ্ছে।
৩) হোম গ্ৰাউন্ডের সুবিধা না পাওয়া-

চেন্নাই সুপার কিংসের হোম গ্ৰাউন্ড হলো এমএ চিদাম্বরম স্টেডিয়াম। চেপকের মাটিতে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দলকে এক সময় হারানো প্রায় অসম্ভব ছিলো। স্পিনিং পিচে চেন্নাই দীর্ঘদিন রাজত্ব করেছে। কিন্তু চলতি আইপিএলে ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া চলতি টুর্নামেন্টে মহেন্দ্র সিং ধোনির দল ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচেই হারের সম্মুখীন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), কলকাতা নাইট রাইডার্স (KKR), দিল্লি ক্যাপিটালস (DC) এবং পাঞ্জাব কিংস (PBKS) চেন্নাইকে তাদের ঘরের মাঠে বিশাল ব্যবধানে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করে নিয়ে গেছে। চেপকের পিচের চরিত্রেও অনেটাই পরিবর্তন হয়েছে। ফলে শুধুমাত্র স্পিন আক্রমণকে কাজে লাগিয়ে জয় তুলে নেওয়া সম্ভব হয়নি ৫ বারের চ্যাম্পিয়নদের পক্ষে। তাই ঘরের মাঠে সুবিধা না পাওয়া চেন্নাইয়ের এই বছর আইপিএলের প্লে অফে পৌঁছাতে না পারার অন্যতম কারণ।