"গম্ভীরের রাজনীতির শিকার..", সরফরাজ ভারতীয় 'এ' দলে জায়গা না পাওয়ায় সমালোচনার ঝড় !! 1

জাতীয় দল সুযোগ দেওয়ার আগে ক্রিকেটারদের অনেকেই ‘এ’ দলে জায়গা দিয়ে নির্বাচকরা পরীক্ষা-নিরীক্ষা করেন। অস্ট্রেলিয়া (India vs Australia Series) সফরের পর ভারতীয় দল (India vs Australia Series) ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। প্রোটিয়াদের সফরে রয়েছে দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ‌। এই সিরিজের আগে ভারতীয় ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের (India A vs South Africa A Series) বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আজ এই সিরিজের জন্য দল প্রকাশ করা হয়েছে। সরফরাজ খান (Sarfaraz Khan) আবারও দলে জায়গা না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা।

Read More: “গম্ভীরের এই ভুলের ক্ষমা নেই..”, কুলদীপ যাদবকে একাদশে জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ রবি আশ্বিন !!

বাদ সরফরাজ খান-

Sarfaraz khan, team india, সরফরাজ খান
Sarfaraz Khan | Image: Getty Images

দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করে নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন সরফরাজ খান। এরপর গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের (India vs England Series) বিপক্ষে ভারতীয় টেস্ট দলের হয়ে অভিষেক করেন তিনি। শেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতেও জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু সূত্র অনুযায়ী গৌতম গম্ভীর এই ক্রিকেটারের আচরণে ক্ষুন্ন হন। সরফরাজ নাকি দলের সমস্ত গোপন খবর বাইরে পাচার করে দিচ্ছিলেন।

এই অভিযোগের কারণেই তাকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল বলে খবর সামনে আসে। এরপর ইংল্যান্ডের (India vs England Test Series) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Test Series) বিপক্ষে ঘরের মাঠেও ডাক পাননি এই তরুণ ব্যাটসম্যান। টেস্ট দলের ব্যাটিং অর্ডারে একাধিক সমস্যা থাকার কারণে করুন নায়ার, সাই সুদর্শনের মতো তারকাদের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু জায়গা পাচ্ছেন না সরফরাজের মতো তরুণ তারকা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় ‘এ’ দলে এবার এই তরুণ তারকা সুযোগ না পাওয়ায় এবার রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন ক্রিকেট ভক্তরা। একজন লিখেছেন, “ইংল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচেই ৯২ রান সংগ্রহ করেছিলেন। ফিটনেসে উন্নতি ঘটিয়ে আবার তিনি রঞ্জি ট্রফিতে ফিরেছেন। কিন্তু তাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেলেন না।” “সরফরাজের (Sarfaraz Khan) সঙ্গে এতো খারাপ হচ্ছে কেন?”, বলে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। “হর্ষিত রানার (Harshit Rana) ঘরোয়া ক্রিকেটে রেকর্ড ভালো না হলেও দলে জায়গা পান। কারণ তিনি সঠিক লোকেদের খুশি করতে পারেন। অন্যদিকে সরফরাজের প্রথম শ্রেণীর গড় রান ৬৫+ হলেও তাকে উপেক্ষা করা হচ্ছে।”, উল্লেখ্য করেছেন এক ক্রিকেট ভক্ত।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: “ওদের জন্যেই হেরেছি..”, ম্যাচ হেরে বিরাট-রোহিতকে তুলোধোনা করলেন অধিনায়ক শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *