বছর শেষে বুক ভাঙলো ভক্তদের, একসাথে অবসর নিলেন ৬ তারকা ক্রিকেটার !! 1

প্রতিটি খেলাই সময়ের সঙ্গে বদলায়, আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় চিহ্ন হলো কিংবদন্তিদের বিদায়। ২০২৫ সালে একের পর এক কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়ে লাইমলাইট থেকে সরে এসেছে। ব্যাক্তিগত দিক থেকে একাধিক ক্রিকেটার দুর্দান্ত ছন্দে থেকেও বিদায় নিয়েছেন। ভারতীয় দলের একাধিক ক্রিকেটারও সরে এসেছেন ক্রিকেটের মঞ্চ থেকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের কিংবদন্তি চার তারকা।  ২০২৪’এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) দুজনেই। তবে, অপ্রত্যাশিত ভাবে এবারের আইপিএলের মাঝেই টেস্ট ক্রিকেট অবসরের ঘোষণা করেছিলেন কোহলি ও রোহিত দুজনেই।  পাশাপাশি, আন্তর্জাতিক মানের ক্রিকেটের পাশাপাশি সমস্ত ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin)।

টেস্ট থেকে বিদায় তারকারা

বছর শেষে বুক ভাঙলো ভক্তদের, একসাথে অবসর নিলেন ৬ তারকা ক্রিকেটার !! 2

রোহিত, কোহলি ও অশ্বিনের টেস্ট ক্রিকেটকে বিদায় দিয়ে শেষ করেন এক আগ্রাসী নেতৃত্বের যুগ। কোহলির ব্যাটিং মানসিকতা ও তাঁর ক্যাপ্টেন্সি ভারতীয় টেস্ট দলকে বিদেশের মাটিতে নতুন পরিচিতি দেয়। রোহিত শর্মা টেস্ট ওপেনার হিসেবে তার ক্যারিয়ার শুরু না করলেও অবসরের আগে পর্যন্ত রোহিতই ছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতের সফল ব্যাটসম্যান। অন্যদিকে অশ্বিন শুধু একজন স্পিনার নন, টেস্ট ক্রিকেটে তিনি ছিলেন এক পূর্ণাঙ্গ ম্যাচ উইনার অলরাউন্ডার। টেস্টে তাঁর মতন সফল খুবই কম খেলোয়াড়ই রয়েছেন। পাশাপাশি চেতেশ্বর পূজারা যিনি ছিলেন ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ, তিনিও এবছর অবসরের ঘোষণা করে দিয়েছেন।

Read More: বাদ জাদেজা-হার্দিক, শুভমান গিলকে ক্যাপ্টেন বানিয়ে প্রকাশ্যে কিউইদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ODI স্কোয়াড !!

পাশাপাশি, ভারতের ঋদ্ধিমান সাহা, অমিত মিশ্র, মোহিত শর্মা ও বরুণ অ্যারনদের মতন খেলোয়াড়রা আলবিদা জানিয়েছেন ক্রিকেট থেকে। শুধু ভারতের নয়, বাংলাদেশ ক্রিকেট দলের দুই নির্ভরযোগ্য মুখ – তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদও অবসর নিয়ে নিয়েছেন। বাংলাদেশের হয়ে প্রায় এক দশক ধরে ওপেনিংয়ের ভূমিকা পালন করে এসেছেন তামিম। আর মাহমুদউল্লাহ ছিলেন চাপের ম্যাচে দলের ভরসার নাম, যাঁর ব্যাট থেকে এসেছে বহু ঐতিহাসিক জয়।

বছরের সাথে সাথে অবসরে কিংবদন্তী

বছর শেষে বুক ভাঙলো ভক্তদের, একসাথে অবসর নিলেন ৬ তারকা ক্রিকেটার !! 3

নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, যিনি নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে একজন ধারাবাহিক ওপেনার ছিলেন।শ্রীলঙ্কার দীর্ঘদিনের টেস্ট ওপেনার দিমুথ করুনারত্নেও এবছর শততম টেস্টের পর অবসরের ঘোষণা করেছেন। তাছাড়া, আফগানিস্তানের অভিজ্ঞ পেশার শাপুর জাদরান ২০২৫ এর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানিয়েছেন।

Read Also: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাগ্য খুললো ঈশান কিষানের, বাদ পড়লেন ঋষভ পান্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *