ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝে খারাপ খবর, মাঠে প্রাণ হারালেন তারকা ক্রিকেটার !! 1

ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজের সূচনাটা বেশ ভালই করেছে টিম ইন্ডিয়া। বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় দল অস্ট্রেলিয়া বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়ে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরে ভারতীয় দলের এই ফিরে আসার গল্প স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতীয় ক্রিকেট ইতিহাসের পাতায়। ভারতীয় দলের হয়ে প্রথম টেস্টে শত রান হাকিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং বিরাট কোহলি (Virat Kohli)। পাশাপাশি কে এল রাহুলের ব্যাট থেকে অর্ধশত রানের ইনিংসও দেখা গিয়েছিল। তবে ম্যাচ জয়ের অন্যতম বড় ভূমিকায় ছিলেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ইনিংসে পাঁচটি উইকেট এবং দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া

ind-vs-aus-2024-1st-test-match-report
IND vs AUS | Image: Getty Images

ভারতীয় দলের দুর্দান্ত প্রদর্শনের পরে আগামীকাল তারা অস্ট্রেলিয়ায় প্রাইম মিনিস্টার একাদশের মুখোমুখি হতে চলেছে এই ম্যাচটি গোলাপি বলে খেলা হবে। ভারত বনাম অস্ট্রেলিয়া ছেড়েছো আগেই উঠে আসলো দুঃসংবাদ, খেলতে খেলতে মাঠেই মৃত্যু হল ক্রিকেটারের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুণেতে। জানা গিয়েছে, ম্যাচের চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়েছেন ইমরান প্যাটেল নামের এক ক্রিকেটার। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় টুকুও ছিল না, মাঠের মধ্যেই প্রাণ হারান ইমরান। জানা গিয়েছে, বৃহস্পতিবার পুণের গারওয়ারে স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। সেখানেই খেলতে নেমেছিলেন ইমরান। বছর ৩৫’এর অলরাউন্ডার ইমরান ব্যাটিং করতে নেমে একটি বাউন্ডারি হাঁকান।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর ৩৫’এর ইমরান

Ind vs aus
Imran Patel | Image: Twitter

তার পরেই নাকি অস্বস্তি অনুভব করতে শুরু করেন ইমরান। আম্পায়ারকে তিনি জানিয়েওছিলেন যে তার হাতে ও বুকে যন্ত্রনা হচ্ছে। তার শারীরিক অবস্থা দেখে আম্পায়ার ইমরানকে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। কিন্তু মাঠ ছেড়ে বার হওয়ার সময় আচমকাই লুটিয়ে পড়েন ইমরান। সঙ্গে সঙ্গে বাঁকি ক্রিকেটাররা ছুটে আসেন তার কাছে। তাঁকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমরানকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বছর ৩৫’এর ইমরান। জানা গিয়েছে, ইমরানের তিন কন্যা সন্তান রয়েছে, মাত্র চার মাস আগেই তার তৃতীয় কন্যা সন্তান জন্ম নিয়েছিল। ইমরানের কথা বলতে গেলে, তিনি ক্রিকেট খেলার পাশাপাশি জুসের দোকানও চালাতেন।

Read Also: IND vs AUS 1st Test: “বলে জোর’ই নেই…” স্টার্কের খিল্লি ওড়ালেন যশস্বী, স্লেজিং-এ সরগরম পারথ্‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *