ভারত হারালো অমূল্য রতন, শোকে ডুবলেন বিরাট-সচিন সহ ক্রিকেট বোর্ড !! 1

প্রয়াত শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। বয়সজনিত সমস্যার কারণে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল রতন টাটাকে (Ratan Tata)। টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা গত সোমবার থেকে ভর্তি ছিলেন মুম্বইয়ের বেসরকারি হাসপাতাল ব্রিজ ক্যান্ডিতে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে। ক্রিকেটারদের থেকে শুরু করে ক্রিকেট বোর্ড রতনজির প্রয়াণে শোকাহত।

রতন টাটার (Ratan Tata) প্রয়াণের পর নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, “খুব ভারী হৃদয় নিয়ে রতন টাটাজির প্রয়াণে আমি আমার শেষ শ্রদ্ধা জানাচ্ছি। এটা একটা ব্যক্তিগত ক্ষতি। তাঁর ব্যবসায়ীক বুদ্ধিমত্তা ও দৃষ্টিভঙ্গি ছিল অসাধারণ, তাঁর নম্রতা আমার উপর একটা ছাপ ফেলে গিয়েছে।” শুধু সৌরভ গাঙ্গুলি নয় বরং ক্রিকেট জগতের বাঁকি তারকারাও রতন টাটার মৃত্যুতে শোকাহত।

Read More: বাংলাদেশকে ৮৬ রানে পরাস্ত করলো টিম ইন্ডিয়া, সিরিজে ২-০ ব্যাবধানে গেল এগিয়ে !!

রতন টাটার প্রয়াণে শোকাহত ক্রিকেট বিশ্ব

Ratan tata
Ratan Tata | Image: Getty Images

সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আপনি একজন সোনার হৃদয়ের মানুষ, আপনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। উপকার মূলক কাজ ও সেবার জন্য আপনি চিরকাল সকলের মনে থাকবেন। সকলের ভালোর চিন্তায় আপনি গোটা জীবন কাটিয়েছেন।

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব মন্তব্য করে লিখেছেন, “একটি যুগের সমাপ্তি ঘটলো৷ অনুপ্রেরণা এবং দয়ার প্রতীক হিসেবে আপনি আমাদের মধ্যেই চিরকাল বেঁচে থাকবেন। স্যার, আপনি অনেক মানুষের হৃদয় স্পর্শ করেছেন। অবিরাম এবং নিঃশর্ত সেবা জন্য আপনাকে ধন্যবাদ।

ক্যারিয়ার সূচনার সময় যুবরাজ সিং, হরভজন সিংদের মতন খেলোয়াড়দের বেশ সাহায্য করেছিলেন রতন টাটা (Ratan Tata)। মন্তব্য করে হরভজন লিখেছেন, “রতন টাটা চিরকাল মানুষের হৃদয়ে থাকবেন। আধুনিক ভারতের অন্যতম রূপকার হলেন তিনি। তাঁর নেতৃত্ব, মানবিকতা সবার মন জিতে নিয়েছে।

এমনকি কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর সমাজ মাধ্যমে লিখেছেন, “গত রবিবার দিনটি বেশ স্মরণীয় ছিল, কারণ আমি মিস্টার টাটার সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। আমরা অটোমোবাইলের প্রতি আমাদের পারস্পরিক ভালবাসা, সমাজকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আবেগ এবং আমাদের লোমশ বন্ধুদের প্রতি স্নেহ সম্পর্কে গল্প এবং অন্তর্দৃষ্টি শেয়ার করেছি। এই ধরনের কথোপকথনগুলি অমূল্য।

অলিম্পিক্সে দু’বারের পদকজয়ী নীরজ চোপড়া। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “রতন টাটাজির প্রয়াণের খবর শুনে আমার খুব খারাপ লাগছে। ওনার সঙ্গে আমার যে সমস্ত কথা হয়েছে তা আমার সবসময়ই মনে থাকবে। তিনি গোটা দেশকে অনুপ্রেরণা জুগিয়েছেন।

ভারতীয় ক্রিকেট সংস্থা শ্রী রতন টাটার মৃত্যুতে শোকাহত। মন্তব্য করে তিনি লিখেছেন, “BCCI তার গভীর দুঃখ প্রকাশ করে এবং শ্রী রতন টাটা জির প্রয়াণে শোকাহত। বিভিন্ন ক্ষেত্র জুড়ে তার অমূল্য অবদান ভারতের বৃদ্ধি ও সাফল্যের গল্প গঠনে সহায়ক হয়েছে। তার অসাধারণ উত্তরাধিকার, আবেগ, সহানুভূতি, দূরদর্শী নেতৃত্ব, উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্বের নীতির উপর প্রতিষ্ঠিত, ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।

Read Also: Ratan Tata: বিশ্ব ক্রিকেটে নেমে এলো দুঃখের পাহাড়, প্রয়াত আইপিএলের পরিচয় দাতা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *