CriCket Facts: গুরুতর চোট সত্ত্বেও এই ৫ খেলোয়াড় ছাড়েননি মাঠ, তালিকায় সামিল ভারতীয় খেলোয়াড়ও

৫. গ্রীম স্মিথ

Cricket Facts: গুরুতর চোট সত্ত্বেও এই ৫ খেলোয়াড় ছাড়েননি মাঠ, তালিকায় সামিল ভারতীয় খেলোয়াড়ও 1

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গ্রীম স্মিথও আহত হওয়ার পর অস্ট্রেলিয়ার সামনে মাঠে নেমে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এই ঘটনা ২০০৯ এর দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের। অতিথি দলের প্রথম ইনিংসে মিচেল জনসনের একটি বলে গ্রীম স্মিথের বাঁহাতে চোট লাগে।

অস্ট্রেলিয়া এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে ম্যাচ জেতার জন্য ৩৭৬ রানের লক্ষ্য মাত্রা দেয়। এই লক্ষ্য তাড়া করা সহজ ছিল না, যেমনটা প্রত্যাশিত ছিল, দক্ষিণ আফ্রিকাও ২৫৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে। শেষে স্মিথ ব্যাটিং করতে আসেন। এই অবস্থায় ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে স্মিথ হাতে ব্যান্ডেজ করে আর পেইন কিলার ইঞ্জেকশন নিয়ে মাঠে ব্যাট করতে আসেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *