OTT: ২০২৩ মরশুম জুড়েই ছিল ক্রিকেটের মরশুম। ইন্ডিয়ান প্রেমিয়ার লীগ (IPL 2023), বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL), এশিয়া কাপ (Asia Cup 2024) ও অক্টোবর-নভেম্বর মাসে জুড়ে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হয়েছিল ওডিআই বিশ্বকাপ (World Cup 2023)। ক্রিকেটের ক্রেজ দিনদিন বেড়েই চলেছে, ২০২৪’এর শুরুতেই ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। জিও সিনেমাতে বিনামূল্যে দেখা গিয়েছে আইপিএল, এবং বর্তমানে ভারতে অনুষ্ঠিত ম্যাচ গুলো টেলিভিশনের পর্দা ছেড়ে মানুষজন চলে এসেছে মোবাইল স্ক্রিনে। প্রায় কোটি কোটি লোক দেখেছে খেলা এবার এই জিও সিনেমা তেই।
সমস্যার মুখে পড়লো ডিজনি হটস্টার
জুলাই মাসে জিও-র রিপোর্ট অনুসারে, প্রায় ৩২ মিলিয়ন মানুষ আইপিএল দেখেছেন, সেইসময় ২০২৩ সালের জুলাই এবং নভেম্বর উভয় ক্ষেত্রেই ডিজনি+ হটস্টার তাদের স্ট্রিমিং সার্ভিসে তৃতীয় বারের মতো গ্রাহক হ্রাসের রিপোর্ট করেছে যেখানে ৯ মাসে ২ কোটি সাবস্ক্রাইবার হারিয়েছে হটস্টার। অক্টোবর-ডিসেম্বর ২০২২ থেকে ৩৮ লাখ পেমেন্ট সাবস্ক্রাইবার হারিয়েছে। পাশাপাশি, জানুয়ারী-মার্চ ২০২৩ থেকে ৪২ লাখ পেড সাবস্ক্রাইবার হারিয়েছে ও এপ্রিল-জুন ২০২৩ থেকে ১.২৫ কোটি পেড সাবস্ক্রাইবার হারিয়েছে এই সংস্থা। সূত্রের খবর অনুযায়ী, OTT প্লাটফর্ম ভায়াকম ১৮ (Viacom 18)-এর কাছে ৬০ শতাংশ ব্যবসা বিক্রির প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে ডিজনি ইন্ডিয়া (Disney India)।
জিও আর ডিজনির হতে চলেছে মিলন
আর এই চুক্তি সম্পন্ন হলে ডিজনির একটা বড় অংশ ভায়াকম ১৮’র মূল সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনে। ২০২৩’এর শেষের দিকে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস এবং সোনি পিকচার্সের চুক্তি বাতিল হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। তবে গত বছর এটাও শোনা গিয়েছিল যে, ডিজনি এবং রিলায়েন্স ৫১-৪৯ শেয়ারে চুক্তিতে স্বাক্ষর করবে। তবে সেই আশঙ্কা এবার বাস্তবায়িত হতে চলেছে। আশা করা হচ্ছে যে সংযুক্তিকরণের পরে, ভায়াকম ১৮ রিলায়েন্সের স্ট্রিমিং পরিষেবা জিও সিনেমা এখানে অন্তর্ভুক্ত হবে। দুই সংস্থার মিলিও চুক্তির পর গ্রাহকরা বিনামূল্যে খেলা দেখতে পারবে নাকি সাবস্ক্রাইব করেই তাদের খেলা দেখতে হবে তা সময় বলবে।
Jio Cinema এবং Hotstar একক OTT অ্যাপে একত্রিত হতে চলেছে। এই মাসেই চুক্তি চূড়ান্ত হবে। চুক্তির পরে, টিভি রাইটস থাকবে স্টার স্পোর্টসের কাছে এবং ডিজিটাল অধিকার থাকবে “জিও ডিজনি” প্ল্যাটফর্মের কাছে। পাশাপশি সমস্ত ক্রিকেট (ভারত এবং ভারতের বাইরের), ফুটবল, HBO একটি একক প্ল্যাটফর্ম’তেই যাবে দেখা।
Update on Jio Cinema and Disney + Hotstar:-
(Hindustan Times)– Jio Cinema and Hotstar will be merged into a single OTT app.
– The deal will be finalized this month.
– After the deal, TV rights will be with Star Sports, and digital rights will be with the “Jio Disney” platform.… pic.twitter.com/RhPQv2rQQN— CricketGully (@thecricketgully) February 2, 2024