প্রয়াত মনমোহন সিং (Manmohan Singh)। শ্বাসকষ্ঠজনিত সমস্যা নিয়ে সন্ধ্যেবেলা ভর্তি হয়েছিলেন হাসপাতালে। গতকাল রাত্রে দিল্লীর এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯২ বছর। বর্ণময় তাঁর কর্মজীবন। ১৯৭২ সালে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উপদেষ্টা পদে ছিলেন তিনি। ১৯৭২ থেকে ৭৬ অবধি সামলেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দায়িত্ব সামলেছেন ১৯৮২ থেকে ১৯৮৫ অবধি। ১৯৯১ সালে পান অর্থমন্ত্রীর দায়িত্ব। দেশে উদারনৈতিক অর্থব্যবস্থার উন্মেষ হয় মনমোহন সিং-এর (Manmohan Singh) হাত ধরেই। ২০০৪ সালে ভারতের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। জওহরলাল নেহরুর পর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে একাধিক দফায় নিজের মেয়াদকাল সম্পূর্ণ করার নজিরও রয়েছে তাঁর নামের পাশে।
মনমোহন সিং-এর (Manmohan Singh) প্রয়াণে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রীর পদে তাঁর উত্তরসূরি নরেন্দ্র মোদী (Narendra Modi) এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, “মনমোহন সিং-এর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমি ওনার পরিবার ও পরিজনদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।” লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) ট্যুইটারে লেখেন, “অসামান্য জ্ঞান ও সততার সাথে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন মনমোহন জি। ওনার বিনয়ী আচরণ ও অর্থনীতির বিষয়ে প্রগাঢ় জ্ঞান গোটা দেশকে অনুপ্রাণিত করেছিলো। মিসেস কৌর ও ওনার সম্পূর্ণ পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো। আমি একজন মেন্টর ও গাইডকে হারালাম। আমার মত ওনার লক্ষ লক্ষ ভক্ত ওনাকে গর্বের সাথে স্মরণ করবেন।” শোকবার্তা পাঠিয়েছেন পশ্চিমবরঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Read More: IND vs AUS 4th Test: “কয়েক মিনিটেই খেল খতম…” দ্বিতীয় দিনেই ব্যাকফুটে ভারত, হতাশার পাহাড় জমেছে নেটদুনিয়ায় !!
ক্রিকেটমহলেও শোকের ছায়া-
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকে মুহ্যমান ক্রিকেটমহল’ও। বাইশ গজের দুনিয়ার অনেকেই সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন মনমোহন সিং-কে (Manmohan Singh)। হরভজন সিং ট্যুইটারে লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমি শোকাহত। মনমোহন সিং-জি একজন ভদ্র মানুষ ছিলেন, একজন দূরদর্শী নেতা ছিলেন। কঠিন সময়ে ওনার শান্ত ও দৃঢ় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ওনাকে অন্যদের থেকে আলাদা করেছে। ওনাকে গোটা দেশ মনে রাখবে। পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা।” শোকবার্তা পাঠিয়েছেন বীরেন্দ্র শেহবাগ’ও (Virender Sehwag)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুতে আমার সমবেদনা জানাই। ওম শান্তি।” যুবরাজ সিং লিখেছেন, “মনমোহন সিং-এর মৃত্যুর খবরে মন ভারাক্রান্ত। উনি একজন দূরদর্শী নেতা ছিলেন, যিনি ভারতের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।” ট্যুইটারে শ্রদ্ধা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ, মুনাফ প্যাটেলের মত প্রাক্তন ক্রিকেটাররাও।
অন্যান্য ক্রীড়াক্ষেত্রের তারকারাও সমাজমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন মনমোহন সিং-কে (Manmohan Singh)। কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ট্যুইটারে লিখেছেন , “ভারত আজ এক মহানায়ককে হারালো। নিজের বুদ্ধিমত্তা, অধ্যবসায় ও দূরদর্শিতার সাহায্যে দেশকে এক নয়া উচ্চতায় নিয়ে যেতে পেরেছিলেন উনি। ডক্টর মনমোহন সিং কেবলমাত্র একজন প্রধানমন্ত্রী ছিলেন না, সাথে সাথে একজন বিচারক, একজন অর্থশাস্ত্রের পণ্ডিত এবং একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন।” হকি তারকা রাণী রামপাল (Rani Rampal) লিখেছেন, “আপনার অভাব অনুভূত হবে। রেস্ট ইন পিস স্যার।” রিও অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিক’ও (Sakshee Malik) ট্যুইটারে লেখেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং-কে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলী। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক।”
দেখে নিন ট্যুইট চিত্র-
Sad news of the passing of Dr. Manmohan Singh Ji. A visionary leader and a true statesman who worked tirelessly for India’s progress. His wisdom and humility will always be remembered. My heartfelt condolences to his loved ones. 🙏 #ManmohanSingh ji
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 26, 2024
My heartfelt condolences on the passing away of our former Prime Minister Shri Manmohan Singh ji.
Om Shanti 🙏🏼 pic.twitter.com/uPkmiCm5C4— Virender Sehwag (@virendersehwag) December 26, 2024
Saddened by the news of sudden demise of former Prime Minister, a thorough gentleman, and a visionary leader, Dr. Manmohan Singh Ji 💔💔What truly set him apart was his calm and steady leadership in times of crisis, his ability to navigate complex political landscapes, and his… pic.twitter.com/WKbjrnADJQ
— Harbhajan Turbanator (@harbhajan_singh) December 26, 2024
भारत ने आज एक ऐसे महानायक को खो दिया, जिन्होंने अपनी असाधारण बुद्धिमत्ता, सादगी और दूरदृष्टि से देश को नई ऊंचाइयों पर पहुंचाया। डॉ. मनमोहन सिंह केवल एक प्रधानमंत्री नहीं थे, बल्कि वे एक विचारक, अर्थशास्त्री और सच्चे देशभक्त थे।
उनकी शांत नेतृत्व शैली और आर्थिक दूरदृष्टि ने 1991… pic.twitter.com/JDoXy8PvmV
— Vinesh Phogat (@Phogat_Vinesh) December 26, 2024
Manmohan Singh Ji led India with immense wisdom and integrity. His humility and deep understanding of economics inspired the nation.
My heartfelt condolences to Mrs. Kaur and the family.
I have lost a mentor and guide. Millions of us who admired him will remember him with the… pic.twitter.com/bYT5o1ZN2R
— Rahul Gandhi (@RahulGandhi) December 26, 2024
Sad to learn about the demise of our former Prime Minister Shri Manmohan Singh ji. Heartfelt condolences to his family and loved ones.
Om Shanti 🙏🏼 pic.twitter.com/g1G0MnCkll— VVS Laxman (@VVSLaxman281) December 27, 2024
The passing away of Dr. Manmohan Singh Ji is deeply saddening. I extend my condolences to his family and admirers.https://t.co/6YhbaT99dq
— Narendra Modi (@narendramodi) December 27, 2024