আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লু ব্রিগেডদের (India vs South Africa T20 Series) চলতি ২০ ওভারের সিরিজ নিয়ে ক্রিকেট ভক্তদের মনে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ভারতের যে প্রান্তেই ম্যাচ অনুষ্ঠিত হোক না কেন স্টেডিয়ামে উপস্থিত থেকে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) উৎসাহ দিচ্ছেন তারা। বর্তমানে এই গুরুত্বপূর্ণ সিরিজে ব্লু ব্রিগেডরা ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। গতকাল নাগপুরে প্রোটিয়াদের বিপক্ষে চতুর্থ হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে এই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। এরপরই ক্রিকেট ভক্তরা স্টেডিয়ামে ক্ষোভ প্রকাশ করেন।
Read More: চোটের কারণে ছিটকে গেলেন শুভমান গিল, আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলে !!
বাতিল হয়ে যায় ম্যাচ-

বর্তমানে ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ চর্চায় রয়েছে। এর মধ্যেই গতকাল উত্তরপ্রদেশের লখনউতে একানা ক্রিকেট স্টেডিয়ামে অত্যধিক কুয়াশার কারণে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ করাই সম্ভব হয়নি। এই রাজ্যের ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ ৪১১। এই মাত্রা খুবই ক্ষতিকারক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বায়ু দূষণের কারণেই ঘন কুয়াশার সৃষ্টি হয়েছিল। ফলে বিসিসিআইয়ের (BCCI) ম্যাচ আয়োজন করা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই ঘটনা বিরলতম বলে উল্লেখ করছেন ক্রিকেট ভক্তরা।
টিকিট ফিরতের দাবি-
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাতিলের পিছনে বিসিসিআই এবং রাজ্য প্রশাসনের ভূমিকা বর্তমানে সমালোচনার মুখে পড়েছে। পরিস্থিতির বিষয়ে আগে থেকে জানা সত্ত্বেও তারা এই ম্যাচ কেন আয়োজন করতে চেয়েছিলেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ক্রিকেট ভক্তরা অনেক আশা নিয়ে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসেন। তারকা ক্রিকেটারদের পারফর্মেন্স সামনে থেকে দেখাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মূহুর্ত। গতকাল ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় সব স্বপ্ন ভঙ্গ হয়েছে অসংখ্য সমর্থকদের।
স্টেডিয়ামের বাইরে তারা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন। ম্যাচের টিকিটের দাম ফেরতের দাবি করেছেন তারা। এক ক্রিকেট ভক্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি তিন বস্তা গম বিক্রি করে ম্যাচ দেখতে এসেছি। আমি ম্যাচ দেখতে পারিনি। আমার টাকা ফেরত চাই।” এই দাবি সঙ্গত বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা।
দুরন্ত ফর্মে ভারতীয় দল-

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সম্পূর্ণরূপে প্রস্তুত করছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে তারা। শেষ ম্যাচে ধর্মশালায় বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh), বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy), কুলদীপ যাদবরা (Kuldeep Yadav)। মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। একমাত্র এইডেন মার্করাম (Aiden Markram) ৪৬ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন। আর্শদীপ সিং ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ টি উইকেট তুলে নেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং শুভমান গিলের (Shubman Gill) দুরন্ত ব্যাটিং’এ ১৫.৫ ওভারেই জয় ছিনিয়ে নেয় ব্লু ব্রিগেডরা।